শ্রীরামপুর, 9 ফেব্রুয়ারি : "মানুষ BJP-কে প্রত্যাখান করতে শুরু করেছে ৷ দিল্লির নির্বাচনে সেটা প্রমাণিত হবে ৷" শ্রীরামপুরে আজ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি নির্বাচন প্রসঙ্গে একথা বলেন ৷ বলেন, "দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল অনেক বেশি জনপ্রিয় ৷ "
রাজ্যে BJP -র সন্ত্রাস প্রসঙ্গে কল্যাণবাবু বলেন, "সন্ত্রাস করাই BJP-র নীতি ৷ শান্তির পরিবেশ নষ্ট করা, ধর্মভিত্তি করে শান্তি নষ্ট করাই BJP-র একমাত্র নীতি ৷ BJP-র সরকার চালানোর জন্য কোনও ইশু নেই ৷ GDP 4.5 শতাংশে চলে গেছে ৷ কোনও কল কারখানার ব্যাপার নেই ৷ বেকারত্ব দাঁড়িয়েছে 44 শতাংশের মতো ৷ দেশজুড়ে আর্থিক মন্দা চলছে ৷ মানুষ অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহের মাথায় একটাই নীতি কাজ করে, ধর্মকে ভিত্তি করে কী করে মানুষে মানুষে ঝগড়া, ঘৃণা ছড়িয়ে দেওয়া যায় ৷ সারা দেশে এই গুজরাত মডেলই চালাতে চাইছে ৷ এভাবে সারা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করছে ।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, "প্রধানমন্ত্রী একটি সম্মানজনক পদ ৷ কিন্তু সেই পদের মর্যাদ রাখতে যেভাবে কথা বলা উচিত প্রধানমন্ত্রী সেভাবে কখনও কথা বলেন না ৷ প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর নরেন্দ্র মোদিকে ভুলে যেতে হবে যে তিনি চা-ওয়ালার ছেলে ৷ "
তিনি আরও বলেন, "লোকসভা নির্বাচনের সময় এখানকার BJP প্রার্থীসহ অন্য নেতারা বলেছিলেন, ফুরফুরা শরিফ রেলপ্রকল্পের জন্য আমরা কোনও কাজ করিনি ৷ সে সময় আমি উত্তর করেছিলাম, 2014-2019 BJP-র রেলমন্ত্রী ছিল ৷ রেলমন্ত্রী তখন মাত্র 1000 টাকা বরাদ্দ করেছিলেন ৷ এবার এই রেলপ্রকল্পে কোনও টাকাই বরাদ্দ করা হয়নি ৷ ফলে BJP-র দু'মুখো চরিত্র মানুষের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে ৷ নির্বাচনের সময় এককথা বলে, কাজের সময় অন্য কথা ৷ নরেন্দ্র মোদির মন আর মুখের মধ্যে অনেক তফাত রয়েছে ৷ "