ETV Bharat / state

দাদাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার যুবক - হরিপাল

সম্পত্তির লোভে দাদাকে খুন করে বাড়ির পাশের মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

খুন
author img

By

Published : Oct 8, 2019, 12:19 PM IST

Updated : Oct 8, 2019, 2:22 PM IST

হরিপাল , 8 অক্টোবর : সম্পত্তির লোভে দাদাকে খুন করে বাড়ির পাশের মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ঘটনাটি হুগলির হরিপালের কৈকালা হাটতলা এলাকার ৷

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গোলক শাসমল ৷ বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ এরপরই ভাই রামকৃষ্ণ শাসমল হরিপাল থানায় নিখোঁজ ডায়েরি করে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে, বুধবার দুই ভাইয়ের মধ্যে অশান্তি শুরু হয় ৷ তখন জিজ্ঞাসাবাদের জন্য ভাই রামকৃষ্ণকে আটক করে পুলিশ ৷ জেরায় রামকৃষ্ণ স্বীকার করে, দাদা গোলক শাসমলকে শ্বাসরোধ করে খুন করে বাড়ির পাশেই মাটিতে পুঁতে দিয়েছে সে ।

দেখুন ভিডিয়ো

গতকাল পুলিশ অভিযুক্তকে নিয়ে মাটিতে পুঁতে রাখা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা ভাইয়ের বউ ও মাকে গ্রেপ্তার করা হয় ৷ আজ অভিযুক্তদের চন্দননগর আদালতে তোলা হবে ।

হরিপাল , 8 অক্টোবর : সম্পত্তির লোভে দাদাকে খুন করে বাড়ির পাশের মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ঘটনাটি হুগলির হরিপালের কৈকালা হাটতলা এলাকার ৷

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গোলক শাসমল ৷ বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ এরপরই ভাই রামকৃষ্ণ শাসমল হরিপাল থানায় নিখোঁজ ডায়েরি করে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে, বুধবার দুই ভাইয়ের মধ্যে অশান্তি শুরু হয় ৷ তখন জিজ্ঞাসাবাদের জন্য ভাই রামকৃষ্ণকে আটক করে পুলিশ ৷ জেরায় রামকৃষ্ণ স্বীকার করে, দাদা গোলক শাসমলকে শ্বাসরোধ করে খুন করে বাড়ির পাশেই মাটিতে পুঁতে দিয়েছে সে ।

দেখুন ভিডিয়ো

গতকাল পুলিশ অভিযুক্তকে নিয়ে মাটিতে পুঁতে রাখা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা ভাইয়ের বউ ও মাকে গ্রেপ্তার করা হয় ৷ আজ অভিযুক্তদের চন্দননগর আদালতে তোলা হবে ।

Intro:Body:সম্পত্তির লোভে দাদা কে খুন করে বাড়ির পাশেই মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভাই।পরে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাইয়ের বউ এবং মাকে ও গ্রেপ্তার করে পুলিশ।ঘটনা হুগলীর হরিপালের কৈকালা হাটতলা এলাকার।তাদের তিন জনকে আজ চন্দন নগর আদালতে তোলা হবে।
নিহত ব্যক্তির নাম গোলক শাসমল। অভিযুক্ত ভাই রামকৃষ্ণ শাসমল।

পুলিশ সূত্রে জানা গেছে গোলক শাসমল গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল।সেই মর্মে ভাই রামকৃষ্ণ শাসমল হরিপাল থানায় নিখোঁজ ডাইরি করে।
পুলিশ তদন্তে শুরু করে জানতে পারে গত বুধবার দাদা এবং ভাই এর মধ্যে অশান্তি হয়।সেই মত ভাই রামকৃষ্ণ কে পুলিশ আটক করে।পুলিশি জেরায় রামকৃষ্ণ স্বীকার করে যে দাদা গোলক শাসমল কে শ্বাস রোধ করে খুন করে বাড়ির পাশেই মাটিতে পুঁতে দিয়েছে।গত কাল পুলিশ অভিযুক্ত কে নিয়ে মাটিতে পুঁতে রাখা দেহ উদ্ধার করে ময়না তদন্ত পাঠিয়েছে।

পরে ভাই রামকৃষ্ণ শাসমল এবং ভয়ের বউ ও মাকে গ্রেপ্তার করে।

wb_hgl_01_haripal_murdar_copi2_10007Conclusion:
Last Updated : Oct 8, 2019, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.