তারকেশ্বর, 7 অগস্ট : তারকেশ্বর থেকে লাখ লাখ টাকা লেনদেন পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে । এই লেনদেনে দুই যুবকের যোগ মিলেছে । ঘটনাটি তারকেশ্বর বাজে মোড়া গ্রামের । জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) সূত্র মারফত খবর পেয়ে বেশ কিছু দিন ধরেই তদন্ত চালাচ্ছিল । স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই এলাকায় পুলিশের সঙ্গে বিশেষ কয়েক জন ব্যক্তি তাদের এলাকায় ঘোরাফেরা করত । সূত্রের খবর, পাক জঙ্গি গোষ্ঠীর লিঙ্কম্যানকে পাকড়াও করতে বিভিন্ন ফাঁদ পাততে ওই এলাকায় একাধিকবার এসেছেন জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা ।
পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সাদ্দাম হোসেন ও নিজাম সরকার নামে দুই যুবকের যোগ রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারী আধিকারিকরা । বুধবার সকাল 9 টা নাগাদ এনআইএ ও পুলিশ এলাকায় আসেন । দুপুর পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে সাদ্দামের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারী অধিকারিকরা । যদিও সাদ্দাম কর্মসূত্রে জম্মুতে থাকে ।
আরও পড়ুন : লস্কর-ই-তইবার লিঙ্কম্যান সন্দেহে ধৃত বাদুড়িয়ার যুবতি
এছাড়া নিজাম সরকার নামে স্থানীয় এক যুবকের সঙ্গে পাক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে সন্দেহ করছে এনআইএ । ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমের লক্ষাধিক টাকা লেনদেন হত বলে সূত্রে খবর । ঘটনার তদন্তে নেমে এখন সাদ্দাম ও নিজামের খোঁজ চালাচ্ছেন এনআইএ-র আধিকারিকরা ।
সাদ্দাম হোসেনের বাবা শেখ আব্দুল রহমানের বাড়িতে তিন ঘণ্টা তল্লাশি চালায় এনআইএ । যদিও সাদ্দামের বাবার দাবি, তাঁর ছেলে কোনওভাবেই জড়িত নয় । ছেলের অ্যাকাউন্টে ব্যবহার করত নিজাম সরকার ।