বৈঁচীগ্রাম, 29 ডিসেম্বর: বর্ষবরণের সপ্তাহ মানেই ঘুরে বোড়ানো আর পিকনিকের মরশুমের শুরু ৷ ছুটির মরশুমকে উপভোগ করতে পিকনিকে যান অনেকেই ৷ কিন্তু সমাজে থাকা যে চারপেয়রা প্রতিনিয়ত পাহাড়া দেয়, বিপদের আঁচ পেলে সতর্ক করে তাদের কথা আর সেভাবে কে চিন্তা করে ? উপরন্তু হামেশাই তাদের উপর চলে অত্যাচার ৷ ওরা অবলা পথ সারমেয় ৷ নিজেদের দুঃখের কথা ভাষায় প্রকাশ করতে পারে না ৷ ওদের নিয়ে আবার পিকনিক ! শুনতে অবাক লাগলেও হুগলির পাণ্ডুয়ার বৈঁচীগ্রামে পথ সারমেয়দের নিয়ে এক পিকনিকের আয়োজন করেছিল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এই পিকনিকেই প্রাণ ভরে খেল এলাকার সমস্ত পথ কুকুররা ৷
সেখানেই ফেলে দেওয়া উচ্ছিষ্ট জোটে রাস্তার সারমেয়দের । যাদের দু’বেলা নির্ভরতাই একমাত্র ভরসা। তাতেও পেট ভরা খাবার মেলেনা ৷ একদিন তারা যাতে পেট ভরে খেতে পারে তাই এই উদ্যোগ ৷ পথ সারমেয়দের জন্য আয়োজিত এই পিকনিকের মেনু ছিল বেশ নজর কাড়া ৷ বিরিয়ানি, মাছ - মাংস কোনও টাই বাদ যায়নি ৷ সংগঠনের সদস্য জয় মুখোপাধ্যায় বলেন, "পিকনিকের দিনে আমরা মানুষ হিসাবে যেমন আনন্দ করি তেমনি পথ সারমেয়দের নিয়ে দিনটা আমরা উপভোগ করলাম । সারা বছরই নানা কাজ করি । এর সঙ্গে একজন পশু চিকিৎসকদের নিয়ে সারমেয়দের স্বাস্থ্য পরীক্ষার থেকে টিকা দেওয়া ব্যবস্থা করা হয়েছে।"
অন্তত সমাজের উচ্ছিষ্ট খাওয়া প্রাণীগুলিকে একটা দিন পাত পেরে খাওয়াতে পেরে সংগঠনের সকল সদস্য আপ্লুত ।এদিন পথ সারমেয়দের বিনামূল্যে জলাতঙ্ক টিকা,স্বাস্থ্য পরীক্ষা করা হয় । বৈঁচীগ্রাম পঞ্চায়েত এলাকা ছাড়াও সিমলাগড় পঞ্চায়েত এলাকার সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল । সংগঠনের সদস্যরা ভ্যানে করে মাংস ভাত এলাকায় পথ সারমেয়দের জন্য এই অভিনব পিকনিকের আয়োজন করেন। শতাধিক সারমেয় মাংস-ভাত খেয়ে এই বনভোজন উপভোগ করে ।
আরও পড়ুন: