ETV Bharat / state

মোদি, শাহ ও নির্মলারা দেশের মানুষের টাকা আত্মসাৎ করবে : কল্যাণ - Hooghly

নরেন্দ্র মোদি, অমিত শাহ ও নির্মলা সীতারমন- এরা তিনজন মিলে গোটা দেশের মানুষের টাকা খেয়ে নেবে ৷ আমরা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ প্রসঙ্গে মন্তব্য় কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Sep 1, 2019, 3:27 PM IST

Updated : Sep 1, 2019, 3:38 PM IST

উত্তরপাড়া, 1 সেপ্টেম্বর: নরেন্দ্র মোদি, অমিত শাহ ও নির্মলা সীতারমন - এরা তিনজন মিলে গোটা দেশের মানুষের টাকা খেয়ে নেবে ৷ আমরা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কেন্দ্রীয় নীতির ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলে আজ মন্তব্য করেন তৃণমূল কংগ্রসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

হুগলির উত্তরপাড়ায় গতকাল একটি গ্রন্থাগার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে বলেন, "অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে ৷ আমাদের দীর্ঘদিনের দাবিকেই পরোক্ষে প্রতিষ্ঠা করল কেন্দ্রীয় সরকারের নীতি ৷ আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ মোদি, অমিত শাহ ও নির্মলা সীতারমন এরা তিনজনে মিলে ভারতবর্ষের মানুষের সব টাকাপয়সা খেয়ে নেবে ৷ যেভাবে ব্যাঙ্কিং সেক্টর চলছে, তাতে অর্থনীতির অবনতি ঘটছে ৷ বলা যেতে পারে ভারতবর্ষে ফাইনান্সিয়াল ইমারজেন্সি চলে এসেছে ৷ "

ভিডিয়োয় শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

উত্তরপাড়া, 1 সেপ্টেম্বর: নরেন্দ্র মোদি, অমিত শাহ ও নির্মলা সীতারমন - এরা তিনজন মিলে গোটা দেশের মানুষের টাকা খেয়ে নেবে ৷ আমরা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কেন্দ্রীয় নীতির ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলে আজ মন্তব্য করেন তৃণমূল কংগ্রসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

হুগলির উত্তরপাড়ায় গতকাল একটি গ্রন্থাগার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে বলেন, "অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে ৷ আমাদের দীর্ঘদিনের দাবিকেই পরোক্ষে প্রতিষ্ঠা করল কেন্দ্রীয় সরকারের নীতি ৷ আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ মোদি, অমিত শাহ ও নির্মলা সীতারমন এরা তিনজনে মিলে ভারতবর্ষের মানুষের সব টাকাপয়সা খেয়ে নেবে ৷ যেভাবে ব্যাঙ্কিং সেক্টর চলছে, তাতে অর্থনীতির অবনতি ঘটছে ৷ বলা যেতে পারে ভারতবর্ষে ফাইনান্সিয়াল ইমারজেন্সি চলে এসেছে ৷ "

ভিডিয়োয় শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
Intro: ব্যাংকের অর্থনৈতিক স্ট্রাকচার ভেঙে পড়ার আশঙ্কা করছেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ ব্যানার্জী। তিনি আরো বলেন মোদি, অমিত শাহা ও নির্মলা সীতারামন এরা তিনজন মিলে খেয়ে নেবে ভারতবর্ষের সমস্ত মানুষের টাকা পয়সা। অল উই আর ইনসিকিউর। কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে চড়া সুর তোলেন কল্যাণ বাবু।তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে । ডিভাসস্টেটিং স্টেটে আমরা চলে এসেছি। ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে, ভেঙে পড়ছে ভেঙে, ভেঙে পড়ছে। আজকে তা এস্টাবলিশ লিস্ট। চারটে করে দেবে। আমি জানি না ব্যাঙ্ক এমপ্লয়ার যতজন রয়েছে সারা ভারতবর্ষে তারা এটাকে গ্রহণ করবে কিনা। আমার সে বিষয়ে সন্দেহ রয়েছে। আজকে আমরা অর্থনৈতিক দিক দিয়ে খুব ইনসিকিউর ফিল করছি ।আমি তো কাল থেকে খুব ইনসিকিউর ফিল করছি। যে সারা জীবনে পরিশ্রম করে যে রোজগার করলাম এতো খেয়ে নেবে কেন্দ্রীয় সরকার। মোদী, অমিত শাহা, নির্মলা সীতারামন এরা তিনজন মিলে খেয়ে নেবে ভারতবর্ষের সমস্ত মানুষের টাকা পয়সা। ভারতবর্ষের ১৩০ কোটি মানুষ আজকে সিকিওর নয়। যেভাবে ব্যাঙ্কিং সিস্টেম টা কে চালাচ্ছে ,যেভাবে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ছে, অর্থনৈতিক অবনতি হচ্ছে, এটা খুব এলার্মিং সিচুয়েশন দেশের জন্য মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য। ভারতবর্ষে ফাইনাল সিজার এমার্জেন্সি চলে এসেছে। আমরা এর প্রতিবাদে সরব হবো।
বিজেপি নেতা মুকুলকে তীব্র কটাক্ষ করে বলেন, ওর তাতে চিন্তা করার দরকার কী আছে। ও নিজের চরকায় নিজে তেল দিক না। ও তো তিনি এসে থাকবে। ওর কত কায়দা সব তো আমার জানা আছে। আমরা ৩০ হবো কি ৩৩ হবো ওর চিন্তা করার কী দরকার আছে। ওর অবস্থা যে কাহিল ও বুঝে গেছে। ওতো নিজেই বলছে, 2021 এর পর রাজনীতি করবো না। কারণ ও জানে 2021 এরপর ওর আর কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। হুগলির উত্তরপাড়া এক কর্মী সভায় যোগ দিতে এসে একথাই বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।Body:WB_HGL_BANK REX KALYAN_7203418Conclusion:
Last Updated : Sep 1, 2019, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.