ETV Bharat / state

দলীয় পতাকা লাগানোর 'অপরাধ'-এ BJP কর্মীকে গুলি, অবরোধ - shot

গুরাপে BJP কর্মীকে গুলি ৷ জখম যুবকের নাম রাকেশ ক্ষেত্রপাল ৷ অভিযোগ, লকেট চট্টোপাধ্যায়ের সভায় পতাকা লাগানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷

দলীয় পতাকা লাগানোর 'অপরাধ'-এ BJP কর্মীকে গুলি, অবরোধ
author img

By

Published : Aug 31, 2019, 12:56 PM IST

Updated : Aug 31, 2019, 2:46 PM IST

গুরাপ, 31 অগাস্ট : BJP কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ভাস্তরার কুলবাড়ুইয়ের ঘটনা ৷ জখম যুবকের নাম রাকেশ ক্ষেত্রপাল ৷ অভিযোগ, লকেট চট্টোপাধ্যায়ের সভায় পতাকা লাগানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷

গতকাল গভীর রাতে রাকেশ তাঁর বাড়ির সামনে কয়েকজন দুষ্কৃতীকে দাঁড়িয়ে থাকতে দেখেন ৷ রাকেশ তাদের জিজ্ঞাসা করে তারা ওই এলাকায় কী করছে ৷ কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বচসা, ধস্তাধস্তি ৷ হঠাৎই দুষ্কৃতীরা রাকেশের উপর গুলি চালায় ৷ অভিযোগ, BJP-র সভায় পতাকা লাগানোয় তৃণমূলের লোকজনরাই এই হামলা চালিয়েছে ৷ রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাকেশকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

দেখুন ভিডিয়ো

এই ঘটনার প্রতিবাদে BJP কর্মীরা ভাস্তরা মোড় অবরোধ করে ৷ তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে ৷ ঘটনাস্থানে গুরাপ থানার পুলিশ পৌঁছেছে ৷

গুরাপ, 31 অগাস্ট : BJP কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ভাস্তরার কুলবাড়ুইয়ের ঘটনা ৷ জখম যুবকের নাম রাকেশ ক্ষেত্রপাল ৷ অভিযোগ, লকেট চট্টোপাধ্যায়ের সভায় পতাকা লাগানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷

গতকাল গভীর রাতে রাকেশ তাঁর বাড়ির সামনে কয়েকজন দুষ্কৃতীকে দাঁড়িয়ে থাকতে দেখেন ৷ রাকেশ তাদের জিজ্ঞাসা করে তারা ওই এলাকায় কী করছে ৷ কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বচসা, ধস্তাধস্তি ৷ হঠাৎই দুষ্কৃতীরা রাকেশের উপর গুলি চালায় ৷ অভিযোগ, BJP-র সভায় পতাকা লাগানোয় তৃণমূলের লোকজনরাই এই হামলা চালিয়েছে ৷ রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাকেশকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

দেখুন ভিডিয়ো

এই ঘটনার প্রতিবাদে BJP কর্মীরা ভাস্তরা মোড় অবরোধ করে ৷ তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে ৷ ঘটনাস্থানে গুরাপ থানার পুলিশ পৌঁছেছে ৷

Intro:বিজেপির লকেটের সভায় পতাকা লাগানোর কারনে যুবককে গুলি।ঘটনাটি ভাস্তরার কুল বাড়ুইয়ের।গত কাল গভীর রাতে রাকেশ ক্ষেত্রপাল পেটে গুলি চালায় চার জন দুষ্কৃতী।সেই কারণে ভাস্তারা মোড়ে 23 নং রুটে রাস্তা অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা।গতকাল হরালে লকেট চ্যাটার্জি একটি সভা ছিল।সেখানে রাকেশ পতাকা লাগায়।অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালাচ্ছে।ঘটনা স্থানে গুরাপ থানার পুলিশ।তাদের দাবি ভিন্ন রাজ্যে কাঠের কাজ করত রাকেশ।কিছু দিন হল এখানে এসেছিল।স্থানীয় এক দুষ্কৃতী তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল।রাতে যখন বাড়ি থেকে বের হয়।সেই সময় চারজন কে দেখতে পায়।দুষ্কৃতী দের জিজ্ঞাসা করে কি করছে এখানে।তাই নিয়েই বচসা।ধস্তাধস্তি হয় তাদের সঙ্গে সেই নিয়েই মারধর তারপরই তাকে গুলি চালায়।রাকেশ কে আহত অবস্থায় রাতেই কলকাতার মেডিক্যাল কলেজে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি আছে।Body:WB_HGL_GURAP INCIDENT_7203418Conclusion:
Last Updated : Aug 31, 2019, 2:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.