ETV Bharat / state

মুখে কাপড় গুঁজে, ইনজেকশন দিয়ে কিশোরকে অপহরণের চেষ্টা - ছেলেধরা

কিশোরকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের দিনেমার ডাঙায়। বাড়ির মালিকের তৎপরতায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিশোরের নাম ওমপ্রকাশ সাউ।

শুনুন বক্তব্য
author img

By

Published : Feb 26, 2019, 10:31 AM IST

Updated : Feb 26, 2019, 12:02 PM IST

চন্দননগর, ২৬ জানুয়ারি : এক কিশোরকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের দিনেমার ডাঙায়। বাড়ির মালিকের তৎপরতায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিশোরের নাম ওমপ্রকাশ সাউ। তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সে এখনও ট্রমায়। চন্দননগর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।

শুনুন বক্তব্য


অভিযোগ, গতকাল রাতে দুই দুষ্কৃতী বোরখা পরে ঢুকেছিল দিনেমার ডাঙায় ওমপ্রকাশদের বাড়িতে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। অন্ধকারে তারা ওমপ্রকাশের গলায় ধারালো অস্ত্র ধরে। তারপর মুখে কাপড় গুঁজে ওমপ্রকাশকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে।

বাড়ির মালিক রতন সাউ বলেন, "ওমপ্রকাশ আমার বাড়িতে থাকে। রাত ৮টা নাগাদ বিদ্যুৎ চলে গেছিল। সে সময় ও ওষুধ কিনতে বেরিয়েছিল। অন্ধকারে আমার বাড়িতে উঠানে লুকিয়ে ছিল দুই দুষ্কৃতী। ওমপ্রকাশ ওষুধ কিনে ফিরে আসতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ইনজেকশন দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কাপড় দিয়ে মুখ চেপে ধরে। কিন্তু ওর চেঁচামেচিতে আমাদের বাড়ির লোকজন বেরিয়ে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। আমাদের ধারণা ছেলেধরা হতে পারে। কিংবা ওদের মতো ছেলেদের নিয়ে যেমন কিডনি তুলে নেয় সেই ধরনের ঘটনাও ঘটতে পারে। আমরা আতঙ্কে আছি। পুলিশ-প্রশাসন এব্যাপারে ব্যবস্থা নিক।"

চন্দননগর, ২৬ জানুয়ারি : এক কিশোরকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের দিনেমার ডাঙায়। বাড়ির মালিকের তৎপরতায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিশোরের নাম ওমপ্রকাশ সাউ। তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সে এখনও ট্রমায়। চন্দননগর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।

শুনুন বক্তব্য


অভিযোগ, গতকাল রাতে দুই দুষ্কৃতী বোরখা পরে ঢুকেছিল দিনেমার ডাঙায় ওমপ্রকাশদের বাড়িতে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। অন্ধকারে তারা ওমপ্রকাশের গলায় ধারালো অস্ত্র ধরে। তারপর মুখে কাপড় গুঁজে ওমপ্রকাশকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে।

বাড়ির মালিক রতন সাউ বলেন, "ওমপ্রকাশ আমার বাড়িতে থাকে। রাত ৮টা নাগাদ বিদ্যুৎ চলে গেছিল। সে সময় ও ওষুধ কিনতে বেরিয়েছিল। অন্ধকারে আমার বাড়িতে উঠানে লুকিয়ে ছিল দুই দুষ্কৃতী। ওমপ্রকাশ ওষুধ কিনে ফিরে আসতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ইনজেকশন দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কাপড় দিয়ে মুখ চেপে ধরে। কিন্তু ওর চেঁচামেচিতে আমাদের বাড়ির লোকজন বেরিয়ে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। আমাদের ধারণা ছেলেধরা হতে পারে। কিংবা ওদের মতো ছেলেদের নিয়ে যেমন কিডনি তুলে নেয় সেই ধরনের ঘটনাও ঘটতে পারে। আমরা আতঙ্কে আছি। পুলিশ-প্রশাসন এব্যাপারে ব্যবস্থা নিক।"

Intro:ছেলে ধরার আতঙ্ক চন্দননগরে।আজ রাত সাড়ে 9টা নাগাদ বিদ্যুৎ না থাকার সুযোগে একটি কিশোর কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।বাড়ির মালিকের তৎপরতা প্রতিবেশীরা চলে আসায় পালিয়ে যায় দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটে চন্দননগর দিনেমার ডাঙায়।এই ঘটনায় এক কিশোর আহত হয়।নাম ওম প্রকাশ 14।সে এখন অসুস্থ অবস্থায় চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় আতঙ্কিত এলাকা বাসী ও পরিবার।তাদের পক্ষ থেকে চন্দননগর থানায় অভিযোগ জানানো হয়েছে।
Body:সোমবার রাতে দুই দুষ্কৃতী বোরখা পরে হাজির হয় দিনেমার ডাঙায় সাও বাড়িতে।বিদ্যুৎ না থাকায় অন্ধকারে তারা ওম প্রকাশের গলায় ধারালো অস্ত্র ধরে।মুখে কাপড় গুঁজে দেয়।14 বছরের ঐ কিশোরকে বুকে ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ।বর্তমানে ওম প্রকাশ চন্দননগরে হাসপাতালে ভর্তি চিকিৎসা চলছে।মানুষের অভিযোগ আজ এই ঘটনায় ছেলে ধরার আতঙ্কে আমরা আতঙ্কিত।
বাড়ির মালিক রতন সাও বলেন ওম প্রকাশ আমার বাড়িতে থাকে।সে ওষুধ কিনতে রাস্তায় বেরিয়েছিল।অন্ধকারে আমার বাড়িতে উঠানে বসে ছিল দুজন দুষ্কৃতী।ওম প্রকাশ আসতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।ইনজেকশন দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বোধ হয়।কিন্তু কিশোরের চেঁচামেচি তে আমাদের বাড়ি লোকজন চলে আসে।প্রতিবেশীরা জড়ো হয় যায়।তাতে দুষ্কৃতীরা পালিয়ে যায়।আমরা এলাকায় লাইট লাগিয়ে দিলেও অন্ধকারে আগেই গা ঢাকা দিয়েছে তারা।আমাদের ধারণা ছেলে ধরা হতে পারে।কিংবা ওদের মতো ছেলেদের নিয়ে যেমন কিডনি তুলে নেয় সেই ধরনের ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেছেন।আমরা আতঙ্কে আছি।পুলিশ প্রশাসন এব্যাপারে ব্যবস্থা নিক।না হলে আমরা ছেলেরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে অস্ত্র দেখিয়ে বাচ্চা ছেলেদের তুলে নিয়ে যাবে।কারুর কিছু করার থাকবে না।
Conclusion:
Last Updated : Feb 26, 2019, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.