ETV Bharat / state

হিন্দমোটরে নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্তর জেল হেপাজত - উত্তরপাড়া

14 দিনের জেল হেপাজতের নির্দেশ বিচারকের ।

minor-girls-sexually-abused-in-hind-motor
minor-girls-sexually-abused-in-hind-motor
author img

By

Published : Nov 16, 2020, 10:45 PM IST

উত্তরপাড়া, 16 নভেম্বর : যৌন হেনস্থার শিকার হল এক নাবালিকা । ঘটনাটি হিন্দমোটর দেশবন্ধু পার্ক এলাকার । অভিযুক্তের নাম নীলু ঘোষ । গতকাল নাবালিকার পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । আজ অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে আদালত তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় ।

পরিবার সূত্রে অভিযোগ, গতরাতে নীলু ঘোষের দোকানে বাজি কিনতে যায় নাবালিকা । সেই সময় দোকান ফাঁকা থাকায় নাবালিকাকে যৌন হেনস্থা করে অভিযুক্ত । পরে ঘটনার কথা পরিবারকে জানায় নাবালিকা । এরপরই এলাকার বাসিন্দারা অভিযুক্তকে গণধোলাই দেয় ।

প্রতিবেশী তপন মণ্ডল বলেন, বাজি দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অভিযুক্ত । পরে ঘটনার কথা বাড়িতে জানায় নাবালিকা । এরপরই স্থানীয়রা দোকানে গিয়ে মারধর করে অভিযুক্তকে । উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ।

উত্তরপাড়া, 16 নভেম্বর : যৌন হেনস্থার শিকার হল এক নাবালিকা । ঘটনাটি হিন্দমোটর দেশবন্ধু পার্ক এলাকার । অভিযুক্তের নাম নীলু ঘোষ । গতকাল নাবালিকার পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । আজ অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে আদালত তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় ।

পরিবার সূত্রে অভিযোগ, গতরাতে নীলু ঘোষের দোকানে বাজি কিনতে যায় নাবালিকা । সেই সময় দোকান ফাঁকা থাকায় নাবালিকাকে যৌন হেনস্থা করে অভিযুক্ত । পরে ঘটনার কথা পরিবারকে জানায় নাবালিকা । এরপরই এলাকার বাসিন্দারা অভিযুক্তকে গণধোলাই দেয় ।

প্রতিবেশী তপন মণ্ডল বলেন, বাজি দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অভিযুক্ত । পরে ঘটনার কথা বাড়িতে জানায় নাবালিকা । এরপরই স্থানীয়রা দোকানে গিয়ে মারধর করে অভিযুক্তকে । উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.