ETV Bharat / state

Minor Girl Torture: মিষ্টি খাওয়া অপরাধ! নাবালিকাকে গরম খুন্তুির ছ্যাঁকা কাকিমার - পারিবারিক হিংসার শিকার নাবালিকা

নাবালিকাকে গরম খুন্তির ছ্যাঁকা ৷ অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত নাবালিকার কাকিমাকে গ্রেফতার করে ৷ বৃহস্পতিবার আরামবাগ আদালতে অভিযুক্তকে তোলা হলে বিচারক তার 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 21, 2023, 2:29 PM IST

হুগলি, 21 জুলাই: ফ্রিজ খুলে মিষ্টি খেতে গিয়েছিল 13 বছরের নাবালিকা ৷ গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে তাকে 'শাস্তি' দেওয়া হল। অভিযুক্ত কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনা হুগলির গোঘাটের । দীর্ঘদিন ধরেই অত্যাচার চলছিল বলে অভিযোগ নাবালিকার দাদুর । খুন্তির ছ্যাঁকার ঘটনা সামনে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করেন নাবালিকার দাদু । অভিযুক্ত কাকিমার 10 দিনের জেল হেফাজতের নির্দেশ আরামবাগ আদালতের।

ছোটবেলায় বাবা-মা কে হারিয়ে বেশ কয়েকবছর ধরে কাকা- কাকিমার সঙ্গে থাকত বছর 13-র ওই নাবালিকা ৷ দীর্ঘদিন ধরে তার উপর অত্যাচর চালাতো তার কাকিমা ৷ গত মঙ্গলবার অত্যাচার চরমে ওঠে ৷ অভিযোগ, সারাদিন ওই নাবালিকাকে কিছু খেতে দেননি তার কাকিমা ৷ বুধবার খিদের চোটে ওই নাবালিকা ফ্রিজ থেকে একটা মিষ্টি নিয়ে খেতে যায় ৷ তখনই তাকে শাস্তি দিতে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ কাকিমার বিরুদ্ধে ৷ এমনকী ধামাচাপা দিতে ওই নাবালিকাকে সম্পূর্ণ ঢাকা পোশাক পরিয়ে স্কুলে পাঠায় কাকিমা ৷
স্কুলের মধ্যে হঠাৎই যন্ত্রণা শুরু হওয়ায়, ওই নাবালিকা শিক্ষিকাদের সমস্ত বিষয়টি জানায় ৷ স্কুলের পক্ষ থেকে বিডিও, গোঘাট থানা ও নাবালিকার মামার বাড়িকে সমস্ত বিষয়টি জানায় ৷ নাবালিকার দাদুর পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমেই বুধবার নাবালিকার কাকিমাকে গ্রেফতার করা হয় ৷ বৃহস্পতিবার কোর্টে তোলা হলে তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ ঘটনার পর থেকে পলাতক নাবালিকার কাকা ৷

আরও পড়ুন: নাবালিকা রোগীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার চিকিৎসক

দাদুর অভিযোগ, বিভিন্ন ভাবে তাঁর নাতনির উপর অত্যাচার চলতো । মাঝে মধ্যে মারধর ও গায়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ। মূলত পরিবারের সম্পত্তির লোভেই এই অত্যাচার করত কাকা - কাকিমা । নাবালিকাকে বাড়ি থেকে তাড়াতেই এই অত্যাচার ।

হুগলি, 21 জুলাই: ফ্রিজ খুলে মিষ্টি খেতে গিয়েছিল 13 বছরের নাবালিকা ৷ গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে তাকে 'শাস্তি' দেওয়া হল। অভিযুক্ত কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনা হুগলির গোঘাটের । দীর্ঘদিন ধরেই অত্যাচার চলছিল বলে অভিযোগ নাবালিকার দাদুর । খুন্তির ছ্যাঁকার ঘটনা সামনে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করেন নাবালিকার দাদু । অভিযুক্ত কাকিমার 10 দিনের জেল হেফাজতের নির্দেশ আরামবাগ আদালতের।

ছোটবেলায় বাবা-মা কে হারিয়ে বেশ কয়েকবছর ধরে কাকা- কাকিমার সঙ্গে থাকত বছর 13-র ওই নাবালিকা ৷ দীর্ঘদিন ধরে তার উপর অত্যাচর চালাতো তার কাকিমা ৷ গত মঙ্গলবার অত্যাচার চরমে ওঠে ৷ অভিযোগ, সারাদিন ওই নাবালিকাকে কিছু খেতে দেননি তার কাকিমা ৷ বুধবার খিদের চোটে ওই নাবালিকা ফ্রিজ থেকে একটা মিষ্টি নিয়ে খেতে যায় ৷ তখনই তাকে শাস্তি দিতে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ কাকিমার বিরুদ্ধে ৷ এমনকী ধামাচাপা দিতে ওই নাবালিকাকে সম্পূর্ণ ঢাকা পোশাক পরিয়ে স্কুলে পাঠায় কাকিমা ৷
স্কুলের মধ্যে হঠাৎই যন্ত্রণা শুরু হওয়ায়, ওই নাবালিকা শিক্ষিকাদের সমস্ত বিষয়টি জানায় ৷ স্কুলের পক্ষ থেকে বিডিও, গোঘাট থানা ও নাবালিকার মামার বাড়িকে সমস্ত বিষয়টি জানায় ৷ নাবালিকার দাদুর পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমেই বুধবার নাবালিকার কাকিমাকে গ্রেফতার করা হয় ৷ বৃহস্পতিবার কোর্টে তোলা হলে তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ ঘটনার পর থেকে পলাতক নাবালিকার কাকা ৷

আরও পড়ুন: নাবালিকা রোগীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার চিকিৎসক

দাদুর অভিযোগ, বিভিন্ন ভাবে তাঁর নাতনির উপর অত্যাচার চলতো । মাঝে মধ্যে মারধর ও গায়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ। মূলত পরিবারের সম্পত্তির লোভেই এই অত্যাচার করত কাকা - কাকিমা । নাবালিকাকে বাড়ি থেকে তাড়াতেই এই অত্যাচার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.