ETV Bharat / state

Teacher Molests Minor Girl : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক - অভিযোগের তীর ওই নাবালিকার কম্পিউটার শিক্ষকের দিকে

কম্পিউটার শেখানোর নামে ফ্ল্যাটে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিক্ষক (minor girl allegedly molested by computer teacher)। ওই অভিযুক্ত শিক্ষকের নাম সুরজ শা।

Teacher Molests Minor Girl
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক
author img

By

Published : Jun 11, 2022, 11:09 PM IST

উত্তরপাড়া, 11 জুন : বছর নয়ের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কম্পিউটার শিক্ষকের প্রতি (minor girl allegedly molested by computer teacher) ৷ অভিযুক্ত শিক্ষকের নাম সুরজ ৷ বালিগঞ্জের বাসিন্দা ওই শিক্ষক উত্তরপাড়ার একটি আবাসনে কম্পিউটার শেখাতে আসত নাবালিকাকে ৷ অন্যান্যদিনের মতো শনিবার দুপুরেও কলকাতা থেকে দিদির আবাসনে ওই নাবালিকাকে কম্পিউটার শেখাতে গিয়েছিল অভিযুক্ত ৷

নাবালিকার মা জানায়, শনিবার দুপুরে কম্পিউটার ক্লাস করার জন্য তাঁর মেয়েকে ডাকে সুরজ। সুরজের দিদি, জামাইবাবু সেইসময় আবাসনে ছিলেন না। অভিযোগ, চারতলায় দিদির ফ্ল্যাটে মেয়েকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে সে। দেরি হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে নাবালিকার দিদিমা তাকে খুঁজতে যায় কম্পিউটার ক্লাসে। সেখানে গিয়ে শোনেন ক্লাস হচ্ছে না। তখনই তাঁর মেয়ে কাঁদতে-কাঁদতে নীচে নেমে আসে। এরপর সব কথা খুলে বলে।

আরও পড়ুন : পর্ণশ্রীতে যৌন হেনস্থা নাবালিকাকে ! আঁকার শিক্ষককে বেদম পেটালেন স্থানীয়রা

এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। আগামিকাল অভিযুক্তকে আদালতে তোলা হবে। নাবালিকার মায়ের বক্তব্য, "আমার মেয়েকে একাই ডেকেছিল। আমি চাই ওর কঠোর শাস্তি হোক।" সুরজের জামাইবাবু বিজয় মিশ্র জানিয়েছেন, যদি অভিযোগ সত্যি হয় তাহলে শাস্তি হওয়া উচিত সুরজের।

উত্তরপাড়া, 11 জুন : বছর নয়ের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কম্পিউটার শিক্ষকের প্রতি (minor girl allegedly molested by computer teacher) ৷ অভিযুক্ত শিক্ষকের নাম সুরজ ৷ বালিগঞ্জের বাসিন্দা ওই শিক্ষক উত্তরপাড়ার একটি আবাসনে কম্পিউটার শেখাতে আসত নাবালিকাকে ৷ অন্যান্যদিনের মতো শনিবার দুপুরেও কলকাতা থেকে দিদির আবাসনে ওই নাবালিকাকে কম্পিউটার শেখাতে গিয়েছিল অভিযুক্ত ৷

নাবালিকার মা জানায়, শনিবার দুপুরে কম্পিউটার ক্লাস করার জন্য তাঁর মেয়েকে ডাকে সুরজ। সুরজের দিদি, জামাইবাবু সেইসময় আবাসনে ছিলেন না। অভিযোগ, চারতলায় দিদির ফ্ল্যাটে মেয়েকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে সে। দেরি হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে নাবালিকার দিদিমা তাকে খুঁজতে যায় কম্পিউটার ক্লাসে। সেখানে গিয়ে শোনেন ক্লাস হচ্ছে না। তখনই তাঁর মেয়ে কাঁদতে-কাঁদতে নীচে নেমে আসে। এরপর সব কথা খুলে বলে।

আরও পড়ুন : পর্ণশ্রীতে যৌন হেনস্থা নাবালিকাকে ! আঁকার শিক্ষককে বেদম পেটালেন স্থানীয়রা

এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। আগামিকাল অভিযুক্তকে আদালতে তোলা হবে। নাবালিকার মায়ের বক্তব্য, "আমার মেয়েকে একাই ডেকেছিল। আমি চাই ওর কঠোর শাস্তি হোক।" সুরজের জামাইবাবু বিজয় মিশ্র জানিয়েছেন, যদি অভিযোগ সত্যি হয় তাহলে শাস্তি হওয়া উচিত সুরজের।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.