শ্রীরামপুর, 26 ডিসেম্বর : গীতা পড়ার চেয়ে খেলাধুলো করা ভাল ৷ বলেছেন স্বামী বিবেকানন্দ ৷ তাই তাঁর এই বাণী মেনে খেলাধুলোর মাধ্য়মে শরীর, মন ভাল রাখতে উৎসাহিত করলেন মন্ত্রী বেচারাম মান্না ৷ শনিবার শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রাজ্য মহিলা হকি প্রতিযোগিতা (State Hockey Women Championship 2021) শুরু হয়েছে । সেখানে উদ্বোধনে এসে তিনি স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি উল্লেখ করেন ৷
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 15-18 বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেন । প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বলেন, "এ সবই রাজনীতি । কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অনেক আগে স্কুলের পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন । কিন্তু এটা নিয়ে অত্যন্ত ঢিলেমি ও রাজনীতি করছে এরা ।"
এমনকি ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মোদিকে কটাক্ষ করলেন মন্ত্রী ৷ তিনি বলেন, "যেখানে দেশের ছবি, ম্যাপ, পতাকা থাকার কথা, সেখানে প্রধানমন্ত্রী নিজের ছবি দিচ্ছেন । এটা আমাদের কাছে লজ্জাজনক ।" এটা আসলে ভোটের রাজনীতি, জানান তৃণমূল নেতা ৷ (Minister Becharam Manna criticises PM Narendra Modi over his picture on Covid Vaccine Certificate)
আরও পড়ুন : Becharam Challenges Suvendu : নন্দীগ্রামের ভাড়াটে লোক নিয়ে রাজ্য ঘুরছে শুভেন্দু, তোপ বেচারাম মান্নার
বিজেপির জেলা সহ বিভিন্ন ক্ষেত্রে পদ পরিবর্তনের ফলে সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে বেরিয়ে আসছেন নেতারা । এই প্রসঙ্গে বিজেপিকে 'সার্কাস দল' বলে উল্লেখ করেন বেচারাম মান্না ৷ তিনি বলেন, "আমি গোড়া থেকে বলে আসছি এটা সার্কাস দল ৷ সার্কাস পার্টির মতো এই দলটাকে দেখতে থাকুন ৷ আরও অনেক কিছু ঘটবে ৷"
তিনি আরও জানান, যাঁরা ভাল খেলোয়াড়, তাঁরা কখনও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন না । এদিন তৃণমূল নেতা বলেন, "কোনও দিন শুনবেন না, যে ভাল হকি খেলে, সে কারওর বাড়ি ডাকাতি করতে গিয়েছে বা কোনও মহিলার গায়ে হাত দিয়েছে ৷ এরকম কোনও অভিযোগ শোনা যাবে না ৷ খেলার মাধ্যমে অপরাধবোধকে আমরা কমাতে পারি ।" এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি করেন তিনি ৷