হুগলি, 9 নভেম্বর : গলার নলি কেটে বাবা মা ও বোনকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করল নিজেও ৷ তবে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা গিয়েছে ৷ মঙ্গলবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধনিয়াখালি থানার দশঘরার রায়পাড়ায় ৷
পেশায় গৃহশিক্ষক প্রমথেশ ঘোষাল বাবা অসীম ঘোষাল (68), মা শুভ্রা ঘোষাল (60) এবং বোন পল্লবী চট্টোপাধ্যায়কে (38) গলার নলি কেটে খুন করে । পরে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ৷ প্রমথেশ দীর্ঘদিন ধরে সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত ছিল । ভাইফোঁটার জন্য বোন পল্লবী বাপের বাড়িতে আসেন । তাঁরও শ্বশুরবাড়িতেও সমস্যা চলছিল । এই সমস্ত পারিবারিক সমস্যার কারণেই এমন চরম ঘটনা বলে অনুমান পুলিশের । ধনিয়াখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে । প্ৰমথেশকে আশঙ্কাজনক অবস্থায় ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশঘরার রায়পাড়ায় দীর্ঘ চল্লিশ বছর ধরে বসবাস করছিলেন ঘোষাল পরিবারের সদস্যরা । আদি বাড়ি তারকেশ্বরে ।
স্থানীয়দের দাবি, সোমবার রাতে বাবা-মা এবং বোনকে ধারালো কিছু দিয়ে গলা ও হাতের শিরা কেটে খুন করে প্রমথেশ ৷ তারপর নিজেও নিজেও হাতের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে । গোটা ঘটনাটি এদিন সকালে জানাজানি হয় ৷ খবর পেয়ে ধনিয়াখালি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় ।
প্রমথেশের বোন পল্লবী বিবাহিত ৷ ভাইফোঁটার দিন তিনি দশঘরা আসেন । পুলিশের প্রাথমিক অনুমান, নিজের এবং বৃদ্ধ বাবা-মার চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না প্রমথেশ । পল্লবীর শ্বশুরবাড়িতেও কোনও সমস্যা ছিল । একদিকে আর্থিক অনটন, অন্যদিকে মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে ।
আরও পড়ুন : Accident : রেললাইনে বসে মোবাইলে গেম, অশোকনগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের