তারকেশ্বর, 23 মার্চ : নিজের মাথায় গুলি করে আত্মহত্যা যুবকের (Man Shoots Himself Dead) । ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার মোজপুর গ্রামে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
মৃত যুবকের নাম শান্তনু ঘোষ (43) । পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পর নিজের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করেন ওই যুবক । একটি এটিএমের ক্যাশ গাড়ির বন্দুকধারী গার্ড হিসাবে কর্মরত ছিলেন । করোনা পরিস্থিতিতে কাজ হারান ওই যুবক । তারপর থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন । প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনে তাঁর বাড়িতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শান্তনুর দেহ ।
আরও পড়ুন : মামার বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা যুবকের
যুবকের আত্মীয়রা পুলিশে খবর দিলে ঘটনা স্থলে আসে পুলিশ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারকেশ্বর থানার মোজপুর গ্রামে । ওই যুবকের এই পদক্ষেপের পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।