ETV Bharat / state

Man Kills Wife: গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3 - গৃহবধূ হত্যা

ফের এক গৃহবধূ হত্যার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে (Man Kills Wife) ৷ খুন করে তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ উত্তেজনা খানাকুলের পাঁচুইখানা এলাকায় । গ্রেফতার স্বামী-সহ 3 জন ৷

Man Kills Wife
Man Kills Wife
author img

By

Published : Nov 20, 2022, 7:22 PM IST

খানাকুল(হুগলি), 20 নভেম্বর: এক গৃহবধূকে খুন করে তাঁর দেহ আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় খানাকুলে । স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকা ঘিরে রাখে । ঘটনাস্থলে আসে খানাকুল থানার পুলিশ । ঘটনায় অভিযুক্ত স্বামী, মৃতের জা ও জায়ের মাকে গ্রেফতার করা হয়েছে (Man arrested on allegation of murdering wife) ।

অভিযোগ, ওই গৃহবধূর স্বামী খুন করে তারপর দেহ পুড়িয়ে দেয় । ঘটনাটি ঘটেছে খানাকুলের কৃষ্ণনগরের পাঁচুইখানা এলাকায় । ঘটনাস্থল থেকে খানাকুল থানার পুলিশ ওই গৃহবধুর পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করেছে ।

মৃত গৃহবধূর নাম মানসী মণ্ডল জানা (42)। তাঁর দুই সন্তান রয়েছে । তড়িঘড়ি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় ক্ষুব্ধ মানুষজন তাদের আটকে রাখে । পুলিশ এলে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয় তারা । অভিযুক্ত স্বামী হরেকৃষ্ণ জানা পেশায় সোনা ব্যবসায়ী। দোকান লাগোয়া তাঁদের বাড়ি । বেশ কিছু দিন ধরেই স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না বলে জানা গিয়েছে । পারিবারিক বিবাদ লেগেই থাকত তাঁদের । পাশাপাশি হরেকৃষ্ণর ভাই কর্মসূত্রে বাইরে থাকেন। তাই কৃষ্ণনগরের বাড়িতে মৃতের ছোট জা থাকেন (Man Kills Wife) ।

ফের এক গৃহবধূ হত্যার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাইয়ের স্ত্রীর সঙ্গে হরেকৃষ্ণ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন । আর সেই ঘটনা জানতে পারায় স্ত্রী মানসীর সঙ্গে বিবাদ শুরু হয় । এর পরিণতি হিসাবে স্ত্রীকে আগে খুন করেন হরেকৃষ্ণ বলে অভিযোগ । পরে তাঁর দেহ বাথরুমে টেনে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয় স্বামী (Woman Murder Case) ।

আরও পড়ুন: বিয়ের চার মাসের মাথায় অস্বাভাবিক মৃত্যু বধূর, গ্রেফতার স্বামী ও শাশুড়ি

এই ঘটনা জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা । খবর পেয়েই তড়িঘড়ি আসে খানাকুল থানার পুলিশ । পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ । পাশাপাশি অভিযুক্ত স্বামী হরেকৃষ্ণ, মৃতার জা অন্নপূর্ণা জানা ও তার মাকে গ্রেফতার করে পুলিশ ।

খানাকুল(হুগলি), 20 নভেম্বর: এক গৃহবধূকে খুন করে তাঁর দেহ আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় খানাকুলে । স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকা ঘিরে রাখে । ঘটনাস্থলে আসে খানাকুল থানার পুলিশ । ঘটনায় অভিযুক্ত স্বামী, মৃতের জা ও জায়ের মাকে গ্রেফতার করা হয়েছে (Man arrested on allegation of murdering wife) ।

অভিযোগ, ওই গৃহবধূর স্বামী খুন করে তারপর দেহ পুড়িয়ে দেয় । ঘটনাটি ঘটেছে খানাকুলের কৃষ্ণনগরের পাঁচুইখানা এলাকায় । ঘটনাস্থল থেকে খানাকুল থানার পুলিশ ওই গৃহবধুর পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করেছে ।

মৃত গৃহবধূর নাম মানসী মণ্ডল জানা (42)। তাঁর দুই সন্তান রয়েছে । তড়িঘড়ি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় ক্ষুব্ধ মানুষজন তাদের আটকে রাখে । পুলিশ এলে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয় তারা । অভিযুক্ত স্বামী হরেকৃষ্ণ জানা পেশায় সোনা ব্যবসায়ী। দোকান লাগোয়া তাঁদের বাড়ি । বেশ কিছু দিন ধরেই স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না বলে জানা গিয়েছে । পারিবারিক বিবাদ লেগেই থাকত তাঁদের । পাশাপাশি হরেকৃষ্ণর ভাই কর্মসূত্রে বাইরে থাকেন। তাই কৃষ্ণনগরের বাড়িতে মৃতের ছোট জা থাকেন (Man Kills Wife) ।

ফের এক গৃহবধূ হত্যার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাইয়ের স্ত্রীর সঙ্গে হরেকৃষ্ণ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন । আর সেই ঘটনা জানতে পারায় স্ত্রী মানসীর সঙ্গে বিবাদ শুরু হয় । এর পরিণতি হিসাবে স্ত্রীকে আগে খুন করেন হরেকৃষ্ণ বলে অভিযোগ । পরে তাঁর দেহ বাথরুমে টেনে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয় স্বামী (Woman Murder Case) ।

আরও পড়ুন: বিয়ের চার মাসের মাথায় অস্বাভাবিক মৃত্যু বধূর, গ্রেফতার স্বামী ও শাশুড়ি

এই ঘটনা জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা । খবর পেয়েই তড়িঘড়ি আসে খানাকুল থানার পুলিশ । পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ । পাশাপাশি অভিযুক্ত স্বামী হরেকৃষ্ণ, মৃতার জা অন্নপূর্ণা জানা ও তার মাকে গ্রেফতার করে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.