ভদ্রেশ্বর, 30 এপ্রিল : হুগলি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকালের সভায় মোদির বিধায়কদের সঙ্গে যোগাযোগ নিয়ে মন্তব্যে আজ পালটা জবাব দেন তৃণমূল নেত্রী। বলেন, "হর্স ট্রেডিং চলছে এখন । একজন প্রধানমন্ত্রী হয়ে বলেন আমার সঙ্গে 40 জন বিধায়ক যোগাযোগ করছে।"
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন :
-
বাংলাকে নিয়ে খেল না মোদিভাই,করতে পারলে করো নাহলে মানে মানে কেটে পড়ো
-
মাগো আপনারা একটু প্রার্থনা করবেন
-
পাঁচজন মারা গেছে তাই আজ আমার মনটা একটু খারাপ
-
একটা ঝড় আসছে কিছু ক্ষতি হলে চিন্তা করবেন না
-
BJP কে এই মাটিতে কবর দিন
-
উত্তরপ্রদেশ, বিহার সবাইকে নিয়ে দিল্লিতে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস
-
একটা প্রধানমন্ত্রী বিধায়ক কেনা-বেচা করছে
-
ওর বিরুদ্ধে হাওয়ালার অভিযোগ আছে
-
ও হাওয়ালাকাণ্ডে জড়িত
-
হর্স ট্রেডিং চলছে এখন । এই একটাই কারণে তাঁর প্রার্থীপদ বাতিল হওয়া উচিত
-
একজন প্রধানমন্ত্রী হয়ে বলেন আমার সঙ্গে 40 জন বিধায়ক যোগাযোগ করছে
-
বাংলায় MLA কিনতে আসবেন না
-
আগে দিল্লি সামলা তারপর বাংলা সামলা
-
শুধু আপনার মতো একটা দুষ্টুবাবু নেই
-
মোদি এখানে সবাই আছে
-
আমার অধিকার নেই ধর্মকে অশ্রদ্ধা করার
- খালি বলে দিদি দুর্গাপুজো করতে দেয় না
- ও ক্ষমতায় এলে দেশে স্বাধীনতা থাকবে না
- ভোট দেবেন না
- মুড়ি খেয়ে বাটি উলটে দিন
- কোটি কোটি টাকা দিয়ে ক্যাডারদের বাইক দিচ্ছে
- ডিজেল,গ্যাস পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে
- আর আচ্ছে দিন আসবে বলেছিল মোদি
- 7.5 কোটি মেয়েদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে
- 29 টাকায় চাল কিনে 2 টাকায় দিই
- আমরা রাজ্যে কারোর চাকরি খাই না
- রিলায়েন্সে 50,000 কর্মীর চাকরি যাবে
- কন্যাশ্রী, দু'টাকার চাল, মরলে টাকা সব রাজ্য সরকার দেবে
- তাই তিন বছর ধরে নাম বদলানোর চেষ্টা করছি
- বাংলার নাম ওয়েস্ট বেঙ্গল থাকায় সবক্ষেত্রে আমার পিছিয়ে যাই
- সবকিছুর দাম বেড়েছে আর মানুষের দাম কমেছে
- সিনেমা বানিয়েছে। দোকান বানিয়েছে। জুতোর দোকান বাকি আছে
- জনগণের নেতা গ্যাসের দাম 450 থেকে 1000 টাকা করেছেন
- মা বোনেরা এখানে দুর্গাপুজো হয় না আপনারা বলুন
- জনগণ তোমার মিথ্যা নোট করছে এত মিথ্যা কথা বলছে
- সবাই বল চৌকিদার ক্যায়া হ্যায়
- চা ছিল চা পাতা ছিল জেটলি আর কেটলি
- সংবিধানকে লঙ্ঘন করছ তুমি
- তোমার পার্টি টাকায় চলে আমার পার্টি রক্তে
- নির্লজ্জ প্রধানমন্ত্রী
- মোদিকে দেখলে বল গব্বর সিং আ গায়া দেখো ক্যায়া হো গায়া
- কখনও দেখেছেন প্রধানমন্ত্রীকে কেউ ভয় পায়
- শুধু ভয় দেখিয়েছে
- বাংলা থেকে লাড্ডু পাবে
- তাই লাফাচ্ছে
- কোনও এক জ্যোতিষী বলেছে ওদের বাংলায় চেষ্টা কর
- হরিদাস ওর বাংলা চাই
- মোদি পাঁচবছরে সাধারণ মানুষের জন্য কী কাজ করেছেন