ETV Bharat / state

Dilip Ghosh : মমতা বন্দ্যোপাধ্যায় 'হেরো মুখ্যমন্ত্রী', মুখ্যমন্ত্রীর পদ দখল করে রেখেছেন, আক্রমণ দিলীপ ঘোষের - বিমান বসু

প্রধানমন্ত্রীর জন্মদিনে 2 কোটি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে, রাজ্যে শিশু মৃত্যু, প্রবীণ বামনেতা বিমান বসু মন্তব্য, এমনই নানাবিধ সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের নিজের মত জানালেন দিলীপ ঘোষ ৷ যথারীতি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

প্রদর্শনী ঘুরে দেখছেন দিলীপ ঘোষ
প্রদর্শনী ঘুরে দেখছেন দিলীপ ঘোষ
author img

By

Published : Sep 18, 2021, 10:17 AM IST

শ্রীরামপুর, 18 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করাটাও আমাদের কাছে একটা কর্মসূচি, জানালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 71তম জন্মদিন ছিল ৷ বিজেপি নেতার জন্মদিবস উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে গেরুয়া শিবির ৷ এ নিয়ে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করলে এই জবাব দেন বিজেপি সভাপতি ৷

গতকাল শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । সকালে আরামবাগেও যান তিনি । শ্রীরামপুরে সভায় তিনি বলেন, "একমাত্র সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি 20 বছর ধরে বিধানসভা থেকে লোকসভা, যোগ্যতার সঙ্গে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ৷ সারা বিশ্ব এটা স্বীকার করেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছরে কোনও প্রমোশন হয়নি । বরঞ্চ এমএলএ হতে গিয়ে হেরে গেলেন ।" তৃণমূল নেত্রীকে তিনি "হেরো মুখ্যমন্ত্রী" বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তৃণমূল সুপ্রিমো বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রীর পদ দখল করে রেখেছেন । তিনি বলেন, "এই ধরনের পদলোভী আমরা কোনও দিন দেখিনি ।"

গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশে 2 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, যা ছাপিয়ে গিয়ে রেকর্ড গড়েছে বিজেপি সরকার ৷ এই প্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এটা একটা রেকর্ড ৷ বিশ্বে এমন অনেক দেশ আছে, যেখানে 2 কোটি লোক নেই ।" তবে এই রেকর্ড গড়েছে বিজেপি সরকার, সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী, সবাই, জানান তিনি ৷ তিনি বলেন, "বিশ্বের সামনে এটা একটা উদাহরণ । নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এটা সম্ভব ।"

আরও পড়ুন : Biman Bose: তৃণমূলের সঙ্গে জোট থাকলে বামেদের গায়ে ফোসকা পড়বে না : বিমান বসু

রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়া প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি রাজ্যেকে জনসংখ্যার অনুপাতে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র । তাঁর দাবি, পশ্চিমবঙ্গ ছাড়া কোনও রাজ্যে ভ্যাকসিন সংক্রান্ত কোনও সমস্যা নেই । ভ্যাকসিনের হিসেবনিকেশ নিয়ে তাঁর অভিযোগ রাজ্যে কতজন বিনা পয়সায় ভ্যাকসিন পাচ্ছে, কতজন পয়সা দিয়ে পাচ্ছে, কত ভ্যাকসিন হাতে রয়েছে ? এর কোনও হিসেব নেই । তিনি বলেন, "গ্রামের দিকে মানুষ তো ভ্যাকসিন পাচ্ছে না । তৃণমূল নেতা যাঁদের লিখে দিচ্ছে, তাঁরাই পাচ্ছেন ।" মূলত কলকাতায় বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে । এক এক সময় 3-5 কোটি ভ্যাকসিন রাজ্য সরকারের হাতে জমা থাকে বলে জানান দিলীপ ঘোষ ৷

তাঁর আরও অভিযোগ, "পশ্চিমবঙ্গ সরকারের কাছে কত ভ্যাকসিন রয়েছে, সেটা আমরা জানতে পারছি না বা জানানো হচ্ছে না ।" রাজ্যজুড়ে শিশুদের অসুস্থতা প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে বলেন, "ওনারা চাইছেন দেশে পশ্চিমবঙ্গ শিশু মৃত্যুতে এক নম্বর হোক, তারপর কাজ করবেন ? এটা তো ননসেন্সের মতো কথা বলছেন ।" তিনি আরও বলেন, "কেউ বলছে না যে আপনি মেরে দিচ্ছেন । কিন্তু বাচ্চাদের জীবন নিয়ে আমরা সবাই চিন্তিত ।" তিনি জানান, রাজ্য সরকার কেন্দ্রের সহযোগিতা নিয়ে তাড়াতাড়ি সমাধান করুক ৷ এটা সবার কাছে চিন্তার বিষয়, তাই তাড়াতাড়ি করা উচিত ।

মমতাই বিকল্প মুখ প্রসঙ্গে তিনি বলেন, "তাঁর বিকল্প তো শুভেন্দু, যিনি তাঁকে হারিয়েছেন । এমন বিকল্প যে, তাঁর সরকার এল, কিন্তু মুখ্যমন্ত্রী হেরে গেলেন ! এই বিকল্প কেউ চায় না ।"

সীতারাম ইয়েচুরি বলেছেন জোট ছিল ভোটের প্রসঙ্গে তিনি জানান, জোট থাকল কি না থাকল, কিছু যায় আসে না । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম জোট ছেড়ে কোনও পার্টি আছে কি ?" এই প্রসঙ্গে তিনি 10 বছর আগের দেশে সিপিএম-এর অবস্থান আর বর্তমানে দলের শোচনীয় অবস্থার পরিসংখ্যান তুলে ধরেন ৷ তিনি জানান, সিপিএম-এর 10 বছর আগে 235 জন বিধায়ক ছিল, মুখ্যমন্ত্রী ছিল । তিনি কটাক্ষ করে বলেন, "10 বছর পর একটাও বউনি হল না । বিধানসভায় একটা সদস্য নেই । কংগ্রেস 2014 সালে 4টি আসন জিতেছিল ৷ সংসদে 2019-এ হয়েছে হাফ, 24-এ সাফ হয়ে যাবে ।" তিনি জানান, কংগ্রেসের একজন প্রতিনিধিও নেই বিধানসভায় ৷ তিনি বলেন, "এটা আগে ভাবুন । জোট পরে ভাববেন, আগে পার্টির অস্তিত্ব নিয়ে ভাবুন ।"

আরও পড়ুন : CPIM : মোদীর জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন সিপিএমের

বিজেপি-বিরোধী রাজ্যগুলি পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার বিরুদ্ধে মত প্রকাশ করেছে ৷ সেই প্রসঙ্গে বলেন, "পেট্রলের দাম বেড়ে গেল বলে যারা চিৎকার করছেন, তাঁরা মানুষের কথা ভেবে জিএসটি লাগু করুন । তাহলে সমস্যা মিটে যাবে ।" তিনি পাল্টা জানান, সেস কমাবে না, আবার জিএসটিও চালু করতে না ৷ অথচ দাম কমানোর দাবি তুলবে, এটা হতে পারে না ।

প্রবীণ বাম নেতা বিমান বসু বলেছেন, তৃণমূল থাকলে গায়ে ফোসকা পরবে না ৷ এ নিয়ে তাঁর প্রশ্ন, "ওরা তৃণমূলকে সঙ্গে নিতে চাইছে, তৃণমূল কি ওদের সঙ্গে নিতে চাইছে ? আজ তো ওরা তো স্টেপনি হয়ে গেছে । কোনও পার্টি চলে গেলে আমরা ঢুকে যাব ৷" এ নিয়েও তিনি সিপিএম-এর সমালোচনা করে বলেন, "লোকে এক সময় সিপিএম-কে ডাকত, আসুন আমাদের সঙ্গে । কারণ এক সময় 64 জন বামপন্থী সাংসদ ছিল দেশে । আজ হিসেব করে দেখুন একজন । আমি পার্লামেন্টে খুঁজি, যদি একজনও কেউ লুকিয়ে থাকে । পশ্চিমবঙ্গ থেকে 36 জন সাংসদ ছিলেন এক সময় । আজকে একজনও নেই কেন ? মানুষকে বোকা বানিয়েছেন, তার যোগ্য জবাব দিয়েছে মানুষ ।"

শ্রীরামপুর, 18 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করাটাও আমাদের কাছে একটা কর্মসূচি, জানালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 71তম জন্মদিন ছিল ৷ বিজেপি নেতার জন্মদিবস উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে গেরুয়া শিবির ৷ এ নিয়ে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করলে এই জবাব দেন বিজেপি সভাপতি ৷

গতকাল শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । সকালে আরামবাগেও যান তিনি । শ্রীরামপুরে সভায় তিনি বলেন, "একমাত্র সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি 20 বছর ধরে বিধানসভা থেকে লোকসভা, যোগ্যতার সঙ্গে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ৷ সারা বিশ্ব এটা স্বীকার করেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছরে কোনও প্রমোশন হয়নি । বরঞ্চ এমএলএ হতে গিয়ে হেরে গেলেন ।" তৃণমূল নেত্রীকে তিনি "হেরো মুখ্যমন্ত্রী" বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তৃণমূল সুপ্রিমো বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রীর পদ দখল করে রেখেছেন । তিনি বলেন, "এই ধরনের পদলোভী আমরা কোনও দিন দেখিনি ।"

গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশে 2 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, যা ছাপিয়ে গিয়ে রেকর্ড গড়েছে বিজেপি সরকার ৷ এই প্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এটা একটা রেকর্ড ৷ বিশ্বে এমন অনেক দেশ আছে, যেখানে 2 কোটি লোক নেই ।" তবে এই রেকর্ড গড়েছে বিজেপি সরকার, সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী, সবাই, জানান তিনি ৷ তিনি বলেন, "বিশ্বের সামনে এটা একটা উদাহরণ । নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এটা সম্ভব ।"

আরও পড়ুন : Biman Bose: তৃণমূলের সঙ্গে জোট থাকলে বামেদের গায়ে ফোসকা পড়বে না : বিমান বসু

রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়া প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি রাজ্যেকে জনসংখ্যার অনুপাতে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র । তাঁর দাবি, পশ্চিমবঙ্গ ছাড়া কোনও রাজ্যে ভ্যাকসিন সংক্রান্ত কোনও সমস্যা নেই । ভ্যাকসিনের হিসেবনিকেশ নিয়ে তাঁর অভিযোগ রাজ্যে কতজন বিনা পয়সায় ভ্যাকসিন পাচ্ছে, কতজন পয়সা দিয়ে পাচ্ছে, কত ভ্যাকসিন হাতে রয়েছে ? এর কোনও হিসেব নেই । তিনি বলেন, "গ্রামের দিকে মানুষ তো ভ্যাকসিন পাচ্ছে না । তৃণমূল নেতা যাঁদের লিখে দিচ্ছে, তাঁরাই পাচ্ছেন ।" মূলত কলকাতায় বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে । এক এক সময় 3-5 কোটি ভ্যাকসিন রাজ্য সরকারের হাতে জমা থাকে বলে জানান দিলীপ ঘোষ ৷

তাঁর আরও অভিযোগ, "পশ্চিমবঙ্গ সরকারের কাছে কত ভ্যাকসিন রয়েছে, সেটা আমরা জানতে পারছি না বা জানানো হচ্ছে না ।" রাজ্যজুড়ে শিশুদের অসুস্থতা প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে বলেন, "ওনারা চাইছেন দেশে পশ্চিমবঙ্গ শিশু মৃত্যুতে এক নম্বর হোক, তারপর কাজ করবেন ? এটা তো ননসেন্সের মতো কথা বলছেন ।" তিনি আরও বলেন, "কেউ বলছে না যে আপনি মেরে দিচ্ছেন । কিন্তু বাচ্চাদের জীবন নিয়ে আমরা সবাই চিন্তিত ।" তিনি জানান, রাজ্য সরকার কেন্দ্রের সহযোগিতা নিয়ে তাড়াতাড়ি সমাধান করুক ৷ এটা সবার কাছে চিন্তার বিষয়, তাই তাড়াতাড়ি করা উচিত ।

মমতাই বিকল্প মুখ প্রসঙ্গে তিনি বলেন, "তাঁর বিকল্প তো শুভেন্দু, যিনি তাঁকে হারিয়েছেন । এমন বিকল্প যে, তাঁর সরকার এল, কিন্তু মুখ্যমন্ত্রী হেরে গেলেন ! এই বিকল্প কেউ চায় না ।"

সীতারাম ইয়েচুরি বলেছেন জোট ছিল ভোটের প্রসঙ্গে তিনি জানান, জোট থাকল কি না থাকল, কিছু যায় আসে না । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম জোট ছেড়ে কোনও পার্টি আছে কি ?" এই প্রসঙ্গে তিনি 10 বছর আগের দেশে সিপিএম-এর অবস্থান আর বর্তমানে দলের শোচনীয় অবস্থার পরিসংখ্যান তুলে ধরেন ৷ তিনি জানান, সিপিএম-এর 10 বছর আগে 235 জন বিধায়ক ছিল, মুখ্যমন্ত্রী ছিল । তিনি কটাক্ষ করে বলেন, "10 বছর পর একটাও বউনি হল না । বিধানসভায় একটা সদস্য নেই । কংগ্রেস 2014 সালে 4টি আসন জিতেছিল ৷ সংসদে 2019-এ হয়েছে হাফ, 24-এ সাফ হয়ে যাবে ।" তিনি জানান, কংগ্রেসের একজন প্রতিনিধিও নেই বিধানসভায় ৷ তিনি বলেন, "এটা আগে ভাবুন । জোট পরে ভাববেন, আগে পার্টির অস্তিত্ব নিয়ে ভাবুন ।"

আরও পড়ুন : CPIM : মোদীর জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন সিপিএমের

বিজেপি-বিরোধী রাজ্যগুলি পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার বিরুদ্ধে মত প্রকাশ করেছে ৷ সেই প্রসঙ্গে বলেন, "পেট্রলের দাম বেড়ে গেল বলে যারা চিৎকার করছেন, তাঁরা মানুষের কথা ভেবে জিএসটি লাগু করুন । তাহলে সমস্যা মিটে যাবে ।" তিনি পাল্টা জানান, সেস কমাবে না, আবার জিএসটিও চালু করতে না ৷ অথচ দাম কমানোর দাবি তুলবে, এটা হতে পারে না ।

প্রবীণ বাম নেতা বিমান বসু বলেছেন, তৃণমূল থাকলে গায়ে ফোসকা পরবে না ৷ এ নিয়ে তাঁর প্রশ্ন, "ওরা তৃণমূলকে সঙ্গে নিতে চাইছে, তৃণমূল কি ওদের সঙ্গে নিতে চাইছে ? আজ তো ওরা তো স্টেপনি হয়ে গেছে । কোনও পার্টি চলে গেলে আমরা ঢুকে যাব ৷" এ নিয়েও তিনি সিপিএম-এর সমালোচনা করে বলেন, "লোকে এক সময় সিপিএম-কে ডাকত, আসুন আমাদের সঙ্গে । কারণ এক সময় 64 জন বামপন্থী সাংসদ ছিল দেশে । আজ হিসেব করে দেখুন একজন । আমি পার্লামেন্টে খুঁজি, যদি একজনও কেউ লুকিয়ে থাকে । পশ্চিমবঙ্গ থেকে 36 জন সাংসদ ছিলেন এক সময় । আজকে একজনও নেই কেন ? মানুষকে বোকা বানিয়েছেন, তার যোগ্য জবাব দিয়েছে মানুষ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.