হুগলি, 4 এপ্রিল : লকেট চট্টোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, চুঁচুড়ায় কোরোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । এই মন্তব্যের জন্যই তাঁকে জেলে ঢোকানোর কথা বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
গতকাল চুঁচুড়া হাসপাতালে ধনিয়াখালির এক যুবকের মৃত্যু হয় । এরপর ফেসবুকে একটি মন্তব্য করেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি । তিনি জানান, ওই যুবক কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন । সরকার তথ্য গোপন করতে চাইছে । পরে ওই যুবকের সোয়াব টেস্টের রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া যায় ।
ফেসবুকে লকেটের এই মন্তব্যের জন্যই তাঁকে জেলে ঢোকানো উচিত বলেন মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "লকেট মিথ্যা কথা বলছেন । গুজব ছড়াচ্ছেন । তাই দুর্যোগ মোকাবিলা ও মহামারী আইন অনুযায়ী লকেটকে জেলে ঢোকানো উচিত । অমিত শাহও তো বলেছেন, গুজব ছড়ালে দু'বছরের জেল হবে ।"
কেন্দ্রকেও কটাক্ষ করেন কল্যাণ । বলেন, "ফেব্রুয়ারিতে যখন কোরোনা সংক্রমণ শুরু হয় তখন CAA নিয়ে ভারতবর্ষ উত্তাল হয়েছিল । কোরোনা মোকাবিলায় পরিকাঠামো গড়তে পারেনি । সংক্রমণ ছড়াতে শুরু করে । 16 মার্চ পার্লামেন্ট চলাকালীন সৌগত রায় বলেছিলেন, সংসদ বন্ধ করতে । আর 15 দিন আগে লকডাউন করলে এই পরিস্থিতি হত না । এখন বলছেন, আলো জ্বালো, বাতি নেভাও ।"