হুগলি, 24 মে : তাঁর জয়কে পঞ্চায়েত ভোটে মৃত BJP কর্মীদের উৎসর্গ করলেন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । প্রায় 73362 টি ভোটে তৃণমূল প্রার্থী রত্না দে নাগের থেকে এগিয়ে রয়েছেন লকেট । তিনিই সম্ভাব্য জয়ী । জয় নিয়ে বললেন, "পঞ্চায়েত নির্বাচনে ষাটেরও বেশি BJP কর্মীর মৃত্যু হয়েছিল । আমার এই জিত তাঁদের উৎসর্গ করতে চাই । লড়াই খুব শক্ত ছিল । এই জয় গণতন্ত্রের জয় ।"
লকেট আরও বলেন, "তৃণমূলে সন্ত্রাস আছে কিন্তু উন্নয়ন নেই । মমতা ব্যানার্জি 2009 সালে অনেক কথা বলেছিলেন । সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছিলেন, কৃষকদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু কৃষি বা শিল্প কোনওক্ষেত্রেই তিনি তাঁর কথা রাখেননি । তৃণমূলের শুরু সিঙ্গুর দিয়ে হয়েছিল, শেষ হল সিঙ্গুর দিয়েই ।" জিতেছেন, এবার কী করবেন ? উত্তরে তিনি বলেন, যারা আমায় ভোট দিয়ে জিতিয়েছেন, আমি তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব ।"
হুগলির জয়ী প্রার্থী বলেন, "BJP যে এত আসন পাবে তা মুখ্যমন্ত্রী ভাবতেও পারেননি । তাই '42-এ 42' করতে গিয়ে তিনি তাঁর ভাষার ও নিজের পরিচয় দিয়েছেন । আর মানুষ তারই জবাব দিয়েছে । মানুষ সন্ত্রাস থেকে বাঁচতে চেয়েছিল । 2011-তে তারা পরিবর্তন এনেছিল । কিন্তু সেই পরিবর্তনে সাধারণ মানুষের কোনও লাভ হয়নি । সেই পরিবর্তনের পরিবর্তন চেয়েই মানুষ আজ আমায় জিতিয়ে দিয়েছে ।"
এই নির্বাচনে লকেটের অন্যতম প্রতিদ্বন্দ্বী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দে নাগ বলেছিলেন, দু'বার সাংসদ থাকার পর এবারও তিনি হ্যাট্রিক করবেন । সেপ্রসঙ্গে লকেট বলেন, "আমি তাঁকে অসম্মান করতে চাই না । এখন উনি বিশ্রাম নিন । পরের প্রজন্মকে জায়গা ছেড়ে দিন । তিনি ওই সরকারে থেকে যা করতে পারেননি, আমি সেই কাজ করব ।" নাম না করে লকেট আরও বলেন, "আগে যিনি সাংসদ ছিলেন, তিনি ভালো মানুষ । কিন্তু তাঁকে দলের তরফে কাজ করতে দেওয়া হয়নি ।"