পান্ডুয়া, 10 জানুয়ারি : সিমলাগর রেলগেটে রাস্তা খারাপ ৷ তাই রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ-অবরোধের ঘটনা ঘটল । সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া সিমলাগরে 19 নম্বর রেলগেটে (Rail Blockade at Pandua) ।
এদিন সকাল 10 টা থেকে অবরোধ শুরু করেন সাধারণ মানুষ । স্থানীয়দের অভিযোগ, জিটি রোডের উপর এই রেলগেট হওয়ায় সারাদিনই গাড়ি চলাচল করে ৷ একবছর আগে পাথর আর কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছিল । সেখান থেকে লোহার রড বেরিয়ে থাকায় পথ চলতি মানুষের অসুবিধা হয় । রেলগেট পেরতে গিয়ে টোটো উল্টে দুর্ঘটনাও ঘটছে হামেশাই । নজর নেই রেলের ।
এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, ভারী যানবাহন থেকে অ্যাম্বুল্যান্সও প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে । আর তার পর দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকে ৷ ফলে নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের । দীর্ঘদিন ধরেই রেলকে জানানো সত্ত্বেও কোনও প্রতিকার হয়নি ।
গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে এই রেলগেটের রাস্তা । ফলে দুর্ঘটনার পাশাপাশি ক্ষতিও হচ্ছে যানবাহনের । তাই অবরোধ করা হয়েছে ৷
আরও পড়ুন : Bad Road Condition : পাঁচ দশকেও পাকা হয়নি রাস্তা, চন্দননগরে ক্ষোভ স্থানীয়দের
অবরোধের জেরে আটকে যায় রামপুরহাট এক্সপ্রেস ও একটি মালগাড়ি । একঘণ্টা ধরে চলছে রেল অবরোধ । ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় । পরে ব্যান্ডেল জিআরপি এসে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে । রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ ওঠে ।