ETV Bharat / state

রাস্তায় ছবি এঁকে কোরোনা সচেতনতার বার্তা তারকেশ্বরে - রাস্তায় ছবি এঁকে কোরোনা সচেতনতার বার্তা তারকেশ্বরে

সৈকত চেল, শুভাশিস পাত্র, সুশান্ত মাইতি সহ আরও কয়েকজন শিল্পী তারকেশ্বরের চাউলপট্টি,পদ্মপুকুর মোড় এলাকায় রাস্তার মাঝে ছবি এঁকেছেন । ছবিজুড়ে মানবজাতির ক্রমবিনাশ ,কোরোনার ভয়াবহ সংক্রমণ সহ একাধিক বিষয় ফুটে উঠেছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 11, 2020, 7:21 PM IST

তারকেশ্বর, 11 এপ্রিল : কখনও পুলিশ কখনও বা এলাকার লোকশিল্পীরা গান গেয়েছেন । কোথাও পটচিত্র, কোনও জেলায় আবার পথনাটিকা । বারবার নানা মাধ্যমকে হাতিয়ার করে কোরোনা সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে । এবার স্থানীয়দের এই মারণ ভাইরাস সম্পর্কে সচেতন করতে তারকেশ্বরের একাধিক এলাকায় পথে নামলেন চিত্রশিল্পীরা । মানুষজনকে সচেতন করতে এই ভাইরাসের ভয়াবহতা, লকডাউন ও মানবজাতির ক্রম বিনাশের ছবি তুলে ধরলেন তাঁরা ।

মানব শরীরে কোরোনা প্রবেশ করলে প্রথমে ফুসফুস আক্রান্ত হবে । তারপর একে একে শরীরের সমস্ত অঙ্গ বিকল হয়ে মৃত্যু হবে । এভাবেই শেষ হবে মানবজাতি। আর সেই ক্রমপর্যায়কেই ধাপে ধাপে ছবির মাধ্যমে বুঝিয়েছেন চিত্রশিল্পী সৈকত চেল, শুভাশিস পাত্র সহ অন্যরা। তারকেশ্বরের চাউলপট্টি,পদ্মপুকুর মোড়, জয়কৃষ্ণ বাজার ও চাঁপাডাঙা এলাকায় রাস্তার মাঝে নানা ছবি এঁকেছেন তাঁরা । বার্তা একটাই লকডাউন মেনে চলতে হবে । কোরোনা সংক্রমণ আটকাতে হবে। সবাইকে সচেতন হতে হবে ।

এবিষয়ে চিত্রশিল্পী সৈকত চেল, শুভাশিস পাত্র, সুশান্ত মাইতি,সুদীপ্ত রায়, শুভদ্বীপ মালিকরা বলেন, "কোরোনা সংক্রমণ এড়াতে বিশ্বের প্রায় প্রতিটি দেশে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে সকলকে বাড়িতে থাকতে হবে । তবেই কোরোনা সংক্রমণ আটকানো যাবে। আর লকডাউন না মানলে কোরোনা মানুষের শরীরে প্রবেশ করে ফুসফুসে আক্রমণ করবে এবং একের পর এক অঙ্গ বিকল হবে। মানব জাতির সেই বিনাশের চিত্রই আমরা তুলে ধরেছি । এই সংক্রমণ আটকাতে লকডাউনই যে একমাত্র উপায় সেটাও আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরেছি।"

তারকেশ্বর, 11 এপ্রিল : কখনও পুলিশ কখনও বা এলাকার লোকশিল্পীরা গান গেয়েছেন । কোথাও পটচিত্র, কোনও জেলায় আবার পথনাটিকা । বারবার নানা মাধ্যমকে হাতিয়ার করে কোরোনা সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে । এবার স্থানীয়দের এই মারণ ভাইরাস সম্পর্কে সচেতন করতে তারকেশ্বরের একাধিক এলাকায় পথে নামলেন চিত্রশিল্পীরা । মানুষজনকে সচেতন করতে এই ভাইরাসের ভয়াবহতা, লকডাউন ও মানবজাতির ক্রম বিনাশের ছবি তুলে ধরলেন তাঁরা ।

মানব শরীরে কোরোনা প্রবেশ করলে প্রথমে ফুসফুস আক্রান্ত হবে । তারপর একে একে শরীরের সমস্ত অঙ্গ বিকল হয়ে মৃত্যু হবে । এভাবেই শেষ হবে মানবজাতি। আর সেই ক্রমপর্যায়কেই ধাপে ধাপে ছবির মাধ্যমে বুঝিয়েছেন চিত্রশিল্পী সৈকত চেল, শুভাশিস পাত্র সহ অন্যরা। তারকেশ্বরের চাউলপট্টি,পদ্মপুকুর মোড়, জয়কৃষ্ণ বাজার ও চাঁপাডাঙা এলাকায় রাস্তার মাঝে নানা ছবি এঁকেছেন তাঁরা । বার্তা একটাই লকডাউন মেনে চলতে হবে । কোরোনা সংক্রমণ আটকাতে হবে। সবাইকে সচেতন হতে হবে ।

এবিষয়ে চিত্রশিল্পী সৈকত চেল, শুভাশিস পাত্র, সুশান্ত মাইতি,সুদীপ্ত রায়, শুভদ্বীপ মালিকরা বলেন, "কোরোনা সংক্রমণ এড়াতে বিশ্বের প্রায় প্রতিটি দেশে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে সকলকে বাড়িতে থাকতে হবে । তবেই কোরোনা সংক্রমণ আটকানো যাবে। আর লকডাউন না মানলে কোরোনা মানুষের শরীরে প্রবেশ করে ফুসফুসে আক্রমণ করবে এবং একের পর এক অঙ্গ বিকল হবে। মানব জাতির সেই বিনাশের চিত্রই আমরা তুলে ধরেছি । এই সংক্রমণ আটকাতে লকডাউনই যে একমাত্র উপায় সেটাও আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরেছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.