মাইসুরু, 28 ডিসেম্বর: বিমার টাকা হাতানোর জন্য বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, হত্যাকাণ্ড চাপা দিতে ভুয়ো গল্প ফেঁদেছিল যুবক ৷ তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই খুনের ঘটনা ঘটেছে কর্ণাটকের মাইসুরু জেলার পিরিয়াপট্টানা তালুকে ৷
পুলিশ সূত্রে খবর, বুধবার বাইউলুকুপ্পের কাছে পিরিয়াপট্টানা তালুকে ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত পাণ্ডু কোপ্পা গ্রামের গেরোসি কলোনির বাসিন্দা ৷ সে বাবা আন্নাপ্পাকে খুন করেছে বলে অভিযোগ ৷
বাবা আন্নাপ্পার নামে একটি বিমা করেছিল পাণ্ডু ৷ অভিযোগ, সেই বিমার টাকা পেতেই বাবাকে খুন ৷ বাইউলুকুপ্পের কাছে একটি জায়গায় বাবাকে পিছন দিক থেকে অনুসরণ করতে থাকে সে ৷ এরপর ভারী কিছু দিয়ে মাথায় সজোরে আঘাত করে ৷ এই ঘটনায় বাবা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ এরপর বাবার দেহ বিএম রোডের মানচাডেভানাহল্লি রোডের ধারে ফেলে দিয়ে চলে যায় পাণ্ডু ৷
পুলিশ জানিয়েছে, এই ঘটনার কিছুক্ষণ পর, সে থানায় গিয়ে বাবার মৃত্যু নিয়ে একটা গল্প ফেঁদে বসে ৷ সে জানায় একটি গাড়ির সঙ্গে ধাক্কায় তাঁর বাবার মৃত্যু হয়েছে ৷ পাণ্ডুর অভিযোগ পেয়ে এসআই অজয় কুমার এবং তাঁর দল তদন্ত শুরু করে ৷ এদিকে পাণ্ডুর কথায় সন্দেহ হয় পুলিশের ৷ এরপর পুলিশি জেরার মুখে সে সত্যিটা স্বীকার করে নেয় যে, সেই বাবাকে খুন করেছে ৷ সে জানায়, পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু হলে সে বিমা থেকে দ্বিগুণ টাকা পাবে ৷ সেই টাকার লোভে এই অপরাধ করেছে সে ৷ অন্যদিকে, আন্নাপ্পার মৃত্যুতে শোকাহত হয়ে তাঁর দাদাও চরম পথ বেছে নেন এবং তাঁরও মৃত্যু হয়েছে ৷