ETV Bharat / state

'জয়শ্রীরাম' ও 'কাটমানি' নিয়ে প্রতিবেদন লেখ, ক্লাস টেনের পরীক্ষার প্রশ্নপত্রে বিতর্ক

author img

By

Published : Aug 9, 2019, 8:13 AM IST

Updated : Aug 9, 2019, 11:21 AM IST

রাজনীতির ময়দান ছাড়িয়ে এবার 'জয়শ্রীরাম' ও 'কাটমানি' জায়গা পেল পরীক্ষার প্রশ্নপত্রেও ! হুগলির পোলবার আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ঘটনা । ব্যাপারটা ফাঁস হতেই স্কুলে আলোড়ন পড়ে যায় । পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তড়িঘড়ি প্রশ্নগুলি বাতিল করে পরীক্ষার্থীদের জানিয়ে দেয়, দুটি প্রশ্নের কোনও গুরুত্ব নেই । কেউ উত্তর লিখে থাকলেও মূল্যায়নও হবে না । বিতর্কিত প্রশ্ন দেওয়ার জন্য প্রশ্নকর্তা শিক্ষকও লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন । BJP-র দাবি, এই ধরনের প্রশ্নের ফলে স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে । গন্ডগোলের আশঙ্কায় স্কুলে পুলিশ মোতায়েন করে পোলবা থানা ।

ইউনিয়ন হাই স্কুল

পোলবা, 9 অগাস্ট : রাজনীতির ময়দান ছাড়িয়ে এবার 'জয়শ্রীরাম' ও 'কাটমানি' জায়গা পেল পরীক্ষার প্রশ্নপত্রেও ! ব্যাপারটা ফাঁস হতেই স্কুলে আলোড়ন পড়ে যায় । পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তড়িঘড়ি প্রশ্নগুলি বাতিল করে পরীক্ষার্থীদের জানিয়ে দেয়, দুটি প্রশ্নের কোনও গুরুত্ব নেই । কেউ উত্তর লিখে থাকলেও মূল্যায়নও হবে না । বিতর্কিত প্রশ্ন দেওয়ার জন্য প্রশ্নকর্তা শিক্ষকও লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন । BJP-র দাবি, এই ধরনের প্রশ্নের ফলে স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে । গন্ডগোলের আশঙ্কায় স্কুলে পুলিশ মোতায়েন করে পোলবা থানা ।

হুগলির পোলবার আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্লাস টেনের সেকেন্ড টার্মের পরীক্ষায় বাংলা একটি প্রশ্নে পড়ুয়াদের বলা হয়েছিল, সমাজজীবনে ‘জয়শ্রীরাম’ স্লোগানের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে সংবাদপত্রের প্রতিবেদন রচনা করতে । আর একটি প্রতিবেদনের বিষয় ছিল ‘দুর্নীতি দমনে কাটমানি বন্ধ ও ফেরতের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের একটি সাহসী পদক্ষেপ ।’ দেড়শো শব্দের মধ্যে যে কোনও একটি লিখতে হবে । প্রশ্নপত্র তৈরি করেন শিক্ষক শুভাশিস ঘোষ । পরীক্ষা শেষের 10 মিনিট আগে ওই স্কুলের আর এক শিক্ষকের নজরে আসে বিষয়টি । দ্রুত তিনি প্রধান শিক্ষককে বলেন । প্রধান শিক্ষক রোহিত কুমার পাইন সব খতিয়ে দেখে ওই দুটি প্রশ্ন বাতিল বলে ঘোষণা করে দেন । পাশাপাশি জানিয়ে দেন ওই প্রশ্নের জন্য 5 নম্বর ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে ।

AKNA
প্রধান শিক্ষকের কাছে বিক্ষোভ BJP-র

পরীক্ষা শেষ হওয়ার আগেই খবরটা ছড়িয়ে পড়ে । ক্ষোভ ছড়ায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে । যদিও এই ইশুকে সামনে রেখে আসরে নামে স্থানীয় BJP নেতৃত্ব । কাল সকাল থেকে স্কুলে চলে বিক্ষোভ । পরে প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক শুভাশিস ঘোষ বিষয়টি নিয়ে ক্ষমা চান ।

AKNA
এই সেই প্রশ্নপত্র

স্থানীয় BJP নেতা সুপ্রিয় বোস বলেন, "ক্লাস টেনের পরীক্ষার প্রশ্নপত্রে উস্কানিমূলক প্রতিবেদন লিখতে বলা হয় । আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলি । প্রধান শিক্ষক ক্ষমা চেয়েছেন ও অভিযুক্ত শিক্ষকও হাতজোড় করে ক্ষমা চান আমাদের কাছে । তিনি লিখিতভাবেও ক্ষমা চেয়েছেন । স্কুলে ছাত্র-ছাত্রীরা পড়তে আসে । ক্লাস টেনেরে পড়ুয়ারা রাজনীতি সম্পর্কে কিছু জানে না । এটা সিলেবাস বহির্ভূত । এই প্রশ্ন কীভাবে আসে । যদি আবারও একই ঘটনা হয় তাহলে আমরা আবারও স্কুলের সামনে বিক্ষোভ দেখাব । ওই শিক্ষককে সাসপেন্ডের দাবি জানাব ।" স্কুলের প্রধান শিক্ষক রোহিত পাইন বলেন, "5 অগাস্টের পরীক্ষার প্রশ্নপত্রের একটি ভুল হয়েছে । সেটা আমরা এক বাক্যে স্বীকার করে নিয়েছি । প্রশ্নের মধ্যে রাজনৈতিক ইশু থাকাটা বাঞ্ছনীয় নয় । যে শিক্ষক এই প্রশ্নপত্র তৈরি করেছেন তিনি ভুল স্বীকার করেছেন । ক্লাস টেনের ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রশ্ন প্রয়োজন ছিল না । তিনি ইচ্ছাকৃতভাবে এই ভুল করেননি । তিনি গভীরভাবে ভেবে দেখেননি কোনও ব্যক্তিকে বা কোন সংগঠনকে এই প্রশ্ন আঘাত করতে পারে । ভাবার জায়গা থেকে তাঁর দুর্বলতা ছিল । তিনি ক্ষমা চেয়েছেন, পরবর্তীকালে পরিচালন কমিটিতে বসে ঠিক করা হবে ।"

পোলবা, 9 অগাস্ট : রাজনীতির ময়দান ছাড়িয়ে এবার 'জয়শ্রীরাম' ও 'কাটমানি' জায়গা পেল পরীক্ষার প্রশ্নপত্রেও ! ব্যাপারটা ফাঁস হতেই স্কুলে আলোড়ন পড়ে যায় । পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তড়িঘড়ি প্রশ্নগুলি বাতিল করে পরীক্ষার্থীদের জানিয়ে দেয়, দুটি প্রশ্নের কোনও গুরুত্ব নেই । কেউ উত্তর লিখে থাকলেও মূল্যায়নও হবে না । বিতর্কিত প্রশ্ন দেওয়ার জন্য প্রশ্নকর্তা শিক্ষকও লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন । BJP-র দাবি, এই ধরনের প্রশ্নের ফলে স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে । গন্ডগোলের আশঙ্কায় স্কুলে পুলিশ মোতায়েন করে পোলবা থানা ।

হুগলির পোলবার আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্লাস টেনের সেকেন্ড টার্মের পরীক্ষায় বাংলা একটি প্রশ্নে পড়ুয়াদের বলা হয়েছিল, সমাজজীবনে ‘জয়শ্রীরাম’ স্লোগানের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে সংবাদপত্রের প্রতিবেদন রচনা করতে । আর একটি প্রতিবেদনের বিষয় ছিল ‘দুর্নীতি দমনে কাটমানি বন্ধ ও ফেরতের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের একটি সাহসী পদক্ষেপ ।’ দেড়শো শব্দের মধ্যে যে কোনও একটি লিখতে হবে । প্রশ্নপত্র তৈরি করেন শিক্ষক শুভাশিস ঘোষ । পরীক্ষা শেষের 10 মিনিট আগে ওই স্কুলের আর এক শিক্ষকের নজরে আসে বিষয়টি । দ্রুত তিনি প্রধান শিক্ষককে বলেন । প্রধান শিক্ষক রোহিত কুমার পাইন সব খতিয়ে দেখে ওই দুটি প্রশ্ন বাতিল বলে ঘোষণা করে দেন । পাশাপাশি জানিয়ে দেন ওই প্রশ্নের জন্য 5 নম্বর ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে ।

AKNA
প্রধান শিক্ষকের কাছে বিক্ষোভ BJP-র

পরীক্ষা শেষ হওয়ার আগেই খবরটা ছড়িয়ে পড়ে । ক্ষোভ ছড়ায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে । যদিও এই ইশুকে সামনে রেখে আসরে নামে স্থানীয় BJP নেতৃত্ব । কাল সকাল থেকে স্কুলে চলে বিক্ষোভ । পরে প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক শুভাশিস ঘোষ বিষয়টি নিয়ে ক্ষমা চান ।

AKNA
এই সেই প্রশ্নপত্র

স্থানীয় BJP নেতা সুপ্রিয় বোস বলেন, "ক্লাস টেনের পরীক্ষার প্রশ্নপত্রে উস্কানিমূলক প্রতিবেদন লিখতে বলা হয় । আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলি । প্রধান শিক্ষক ক্ষমা চেয়েছেন ও অভিযুক্ত শিক্ষকও হাতজোড় করে ক্ষমা চান আমাদের কাছে । তিনি লিখিতভাবেও ক্ষমা চেয়েছেন । স্কুলে ছাত্র-ছাত্রীরা পড়তে আসে । ক্লাস টেনেরে পড়ুয়ারা রাজনীতি সম্পর্কে কিছু জানে না । এটা সিলেবাস বহির্ভূত । এই প্রশ্ন কীভাবে আসে । যদি আবারও একই ঘটনা হয় তাহলে আমরা আবারও স্কুলের সামনে বিক্ষোভ দেখাব । ওই শিক্ষককে সাসপেন্ডের দাবি জানাব ।" স্কুলের প্রধান শিক্ষক রোহিত পাইন বলেন, "5 অগাস্টের পরীক্ষার প্রশ্নপত্রের একটি ভুল হয়েছে । সেটা আমরা এক বাক্যে স্বীকার করে নিয়েছি । প্রশ্নের মধ্যে রাজনৈতিক ইশু থাকাটা বাঞ্ছনীয় নয় । যে শিক্ষক এই প্রশ্নপত্র তৈরি করেছেন তিনি ভুল স্বীকার করেছেন । ক্লাস টেনের ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রশ্ন প্রয়োজন ছিল না । তিনি ইচ্ছাকৃতভাবে এই ভুল করেননি । তিনি গভীরভাবে ভেবে দেখেননি কোনও ব্যক্তিকে বা কোন সংগঠনকে এই প্রশ্ন আঘাত করতে পারে । ভাবার জায়গা থেকে তাঁর দুর্বলতা ছিল । তিনি ক্ষমা চেয়েছেন, পরবর্তীকালে পরিচালন কমিটিতে বসে ঠিক করা হবে ।"

Intro:জয়শ্রী রাম ও কাটমানি ইস্যুতে শাসকদলের পক্ষে নিয়ে পরীক্ষায় প্রশ্ন তৈরি করেন এক শিক্ষকের। দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন পত্রে রাজনৈতিক প্রশ্ন টেনে বিতর্কের মুখে পোলবার আখনা ইউনিয়ন হাই স্কুল।বিজেপি চাপে হাত জোড় করে ক্ষমা চাইলেন অভিযুক্ত শিক্ষক শুভাশীষ ঘোষ।সরকারি স্কুলে কি ভাবে রাজনৈতিক ইস্যু তোলেন ঐ শিক্ষক।তিনি কেমন করেই বা শাসক দলের পক্ষ নেয় প্রশ্ন পত্রে প্রতিবেন লিখতে দেন ছাত্রদের।এই দাবিতেই স্কুলের সামনে সকাল থেকেই বিক্ষোভ দেখায় বিজেপি।তাদের আরো দাবি এর ফলে স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে।অবিলম্বে তাকে সাসপেন্ড করা হোক।স্কুলে গন্ডগোলের আশঙ্কায় পুলিশ মোতায়েন করে পোলবা থানার পুলিশ।পরে বিজেপির এক প্রতিনিধি দল প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান।প্রধান শিক্ষক রহিত কুমার পাইন স্বীকার করেন যে প্রশ্ন পত্রে ভুল ছিল।শুভাশীষ বাবু তার ভুল স্বীকার করে লিখিত দিয়েছে।পরে হাত জোড় করে ক্ষমাও চান ঐ শিক্ষক।

বিজেপির তরফ সুপ্রিয় বোস বলেন দশম শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রে উস্কানিমূলক প্রতিবেদন লিখতে দিয়েছেন ঐ শিক্ষক । আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলি। প্রধান শিক্ষক ক্ষমা চেয়েছেন।এবং অভিযুক্ত শিক্ষকও হাতজোড় করে ক্ষমা চান আমাদের কাছে।তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন ঐ শুভাশিস বাবু। স্কুলের ছাত্রছাত্রীরা পড়তে আসেন। দশম শ্রেণি পড়ুয়ারা রাজনীতি সম্পর্কে কিছু জানেন না।এটা সিলেবাস বহির্ভূত। এই প্রশ্ন কিভাবে প্রশ্নপত্রে আসে তার প্রতিবাদ করে বিজেপি। উনারা বিষয়টা নিয়ে ক্ষমা চেয়েছেন । যদি আবারো একই ঘটনায় হয়। তাহলে আমরা আবারও স্কুলের সামনে বিক্ষোভ দেখাবো।সাসপেন্ড দাবি জানাবো ওই শিক্ষকের বিরুদ্ধে । এই ধরনের ঘটনা ঘটলে শিক্ষকের বিরুদ্ধে যত দূর যাওয়া সম্ভব আমরা যাব।
আখনা স্কুলের প্রধান শিক্ষক রহিত পাইনের বক্তব্য গত 5 তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের একটি ভুল হয়েছে। সেটা আমরা এক বাক্যে স্বীকার করে নিয়েছি। প্রশ্নের মধ্যে রাজনৈতিক ইস্যু থাকাটা বাঞ্ছনীয় নয়। যে শিক্ষক এই প্রশ্নপত্র তৈরি করেছেন তিনি ভুল স্বীকার করেছেন ।দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য এই প্রশ্ন প্রয়োজনীয়তা ছিল না
। তিনি ইচ্ছাকৃত এই ভুল করেননি। তিনি গভীরভাবে ভেবে দেখেননি কোন মানুষকে কোন ব্যক্তিকে বা কোন সঙ্ঘবদ্ধ সংগঠন কে আঘাত করতে পারে তার এই প্রশ্ন।এই ভাবার জায়গা থেকে তার এটা দুর্বলতা ছিল বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বিজেপি শিক্ষক সাসপেন্ড বিষয়ে তিনি বলেন তিনি ক্ষমা চেয়েছেন পরবর্তীকালে পরিচালনা কমিটিতে বসে ঠিক করা হবে।
কি হবে।
উল্লেখ্য যথা 1 নম্বর প্রশ্ন হলো -"জয় শ্রী রাম - 7ধ্বনি সমাজ জীবনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এ প্রসঙ্গে একটি প্রতিবেদন লেখো
2 নম্বর প্রশ্ন - দূরনীতি দমনে কাটমানি বন্ধ ও ফেরতের পঃবঃ সরকারের একটি সাহসী পদক্ষেপ একটি প্রতিবেদন লেখো
।পরিক্ষার শেষ 10মিনিট আগে ঐ স্কুলের আর এক শিক্ষকে এই ব্যাপারটি নজরে আসে। তরিঘরি স্কুলের প্রধান শিক্ষককে ঘটলার কথা বললে। প্রধান শিক্ষক রোহিত কুমার পাইন প্রশ্ন পত্রের ঐ দুটি রাজনৈতিক প্রশ্ন বাতিল বলে ঘোষনা করে দেন। যেহেতু পরিক্ষা শেষের 10 মিনিট আগে ব্যাপারটি সকলের নজরে আসে তাই ঐ দুটি প্রশ্ন বাতিল করা হয়।ঐ প্রশ্নে 5 নম্বর ছাত্র ছাত্রী দের দেওয়া হবে বলে জানিয়ে ছিলেন তিনি।

Body:WB_HGL_POLBA SCHOOL BJP AGITATION_7203418Conclusion:
Last Updated : Aug 9, 2019, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.