ETV Bharat / state

বকেয়া বেতনের দাবি, জুটমিলের গেটে বিক্ষোভ শ্রমিকদের - বকেয়া বেতনের দাবিতে হুগলিতে বিক্ষোভ জুটমিল শ্রমিকদের

চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন হওয়ার কথা ছিল । কিন্তু তা দেয়নি মালিক কর্তৃপক্ষ । তাই আজ বকেয়া বেতনের দাবিতে হুগলিতে বিক্ষোভ দেখাল জুটমিলের শ্রমিকরা ।

Protest in Hooghly
জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
author img

By

Published : Apr 17, 2020, 2:41 PM IST

হুগলি, 17 এপ্রিল : কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও শ্রমিকদের প্রাপ্য বেতন দিচ্ছে না জুটমিল কর্তৃপক্ষ । ফলে টাকা না থাকায় সমস্যায় পড়ছেন শ্রমিকরা । তাই আজ রিষড়া ওয়েলিংটন জুটমিলের সামনে বিক্ষোভ দেখালেন বামপন্থী শ্রমিক সংগঠনের সমর্থকরা ।

রিষড়া ওয়েলিংটন জুটমিলের শ্রমিকরা জানান, 15 দিন অন্তর তাঁদের বেতন দেওয়া হয় । সেই হিসেবে চলতি মাসের 7 তারিখে বেতন হওয়ার কথা ছিল । কিন্তু তা দেওয়া হয়নি । অথচ সরকারের তরফে মিল মালিকদের বলা হয়েছিল, শ্রমিকদের বেতন দিয়ে দিতে । অন্যদিকে বেতন না পাওয়ায় সমস্যায় পড়ছেন তাঁরা । টাকার অভাবে খাবার জুটছে না । তাই আজ জুটমিলের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা ।

বাম শ্রমিক সংগঠন AITUC-র সদস্য রাজেশ সিংহ বলেন, "জুটমিল মালিকরা শ্রমিকদের কোনও টাকা-পয়সা দিচ্ছেন না । অনাহারে মরছে শ্রমিকরা । রাজ্য সরকার যা কথা বলছে তাতে ভ্রুক্ষেপ করছে না মালিক কর্তৃপক্ষ । অবিলম্বে জুট মিল শ্রমিকদের বকেয়া পাওনা না দেওয়া হলে আমরা আরও বড় আন্দোলন করে পথে নামব । "

হুগলি, 17 এপ্রিল : কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও শ্রমিকদের প্রাপ্য বেতন দিচ্ছে না জুটমিল কর্তৃপক্ষ । ফলে টাকা না থাকায় সমস্যায় পড়ছেন শ্রমিকরা । তাই আজ রিষড়া ওয়েলিংটন জুটমিলের সামনে বিক্ষোভ দেখালেন বামপন্থী শ্রমিক সংগঠনের সমর্থকরা ।

রিষড়া ওয়েলিংটন জুটমিলের শ্রমিকরা জানান, 15 দিন অন্তর তাঁদের বেতন দেওয়া হয় । সেই হিসেবে চলতি মাসের 7 তারিখে বেতন হওয়ার কথা ছিল । কিন্তু তা দেওয়া হয়নি । অথচ সরকারের তরফে মিল মালিকদের বলা হয়েছিল, শ্রমিকদের বেতন দিয়ে দিতে । অন্যদিকে বেতন না পাওয়ায় সমস্যায় পড়ছেন তাঁরা । টাকার অভাবে খাবার জুটছে না । তাই আজ জুটমিলের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা ।

বাম শ্রমিক সংগঠন AITUC-র সদস্য রাজেশ সিংহ বলেন, "জুটমিল মালিকরা শ্রমিকদের কোনও টাকা-পয়সা দিচ্ছেন না । অনাহারে মরছে শ্রমিকরা । রাজ্য সরকার যা কথা বলছে তাতে ভ্রুক্ষেপ করছে না মালিক কর্তৃপক্ষ । অবিলম্বে জুট মিল শ্রমিকদের বকেয়া পাওনা না দেওয়া হলে আমরা আরও বড় আন্দোলন করে পথে নামব । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.