ETV Bharat / state

CMC Election 2022 : ভোটের আগেই তৃণমূল প্রার্থীদের কাউন্সিলরের প্যাড ছাপাতে বললেন মন্ত্রী ইন্দ্রনীল - CMC Election 2022

ভোটের আগেই প্রার্থীদের প্যাড ছাপিয়ে নেওয়ার নির্দেশ দিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen claims TMC will win all 33 seats in CMC Election 2022) । ‘‘এই অপমানের যোগ্য জবাব দিক চন্দননগরের মানুষ ।’’ বললেন বিজেপি নেতা রাহুল সিনহা (CMC Election 2022) ৷

CMC
মন্ত্রী ইন্দ্রনীল
author img

By

Published : Feb 10, 2022, 8:36 PM IST

Updated : Feb 11, 2022, 9:04 AM IST

চন্দননগর, 10 ফেব্রুয়ারি : চন্দননগর পৌরনিগমে তৃণমূলের জয় নিশ্চিত। ফলে আগে থেকেই 33টি ওয়ার্ডের প্রার্থীদের প্যাড ছাপিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন । তিনি বলেন, ‘‘তৃণমূল কর্মীরা ভোট গণনার পরে সবুজ আবির মাখবে না ৷ আমি বলে দিয়েছি, ওরা বাড়ি থেকে সবুজ আবির মেখে ভোট গণনায় যাবে । আমি প্রত্যেক প্রার্থীকে বলেছি তাঁরা যেন আজকের মধ্যেই প্যাড ছাপিয়ে নেয় । যাতে তাঁরা নির্বাচনী ফল ঘোষণার পরদিন থেকেই মানুষকে পরিষেবা দিতে পারেন ।’’ এরপরেই তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি ও বাম নেতারা (Indranil Sen claims TMC will win all 33 seats in CMC Election 2022) ।

সিপিআইএম-এর গোপাল শুক্লা বলেন, ‘‘ওরা ভোটের নামে প্রহসন করবে । মন্ত্রী বলছেন, মানুষকে পরিষেবা দিতে যাতে এক ঘণ্টাও দেরি না হয় ৷ আগের পৌরবোর্ড তো তৃণমূল জিতে ছিল । তখন কোন কাউন্সিলর পরিষেবা দিয়েছেন ? আসলে এসব বলা মানে যাঁরা তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছে তাঁদের আরও উৎসাহিত করা । জিতলেই পাঁচ বছর করে খাওয়ার লাইসেন্স পাওয়া ।’’

ভোটের আগেই প্রার্থীদের প্যাড ছাপিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন

আরও পড়ুন : পৌরভোটেও 30 বছরের ‘নির্মীয়মাণ’ চন্দননগর ইন্ডোর স্টেডিয়াম অন্যতম ইস্যু

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘বিধায়ক আগে থেকেই বলছেন প্যাড ছাপানোর কথা । মানুষকে অপমান করছেন বিধায়ক । তৃণমূলের নেতারা জনগণকে ধর্তব্যের মধ্যেই রাখেন না । এই অপমানের যোগ্য জবাব দিক চন্দননগরের মানুষ ।’’

চন্দননগর, 10 ফেব্রুয়ারি : চন্দননগর পৌরনিগমে তৃণমূলের জয় নিশ্চিত। ফলে আগে থেকেই 33টি ওয়ার্ডের প্রার্থীদের প্যাড ছাপিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন । তিনি বলেন, ‘‘তৃণমূল কর্মীরা ভোট গণনার পরে সবুজ আবির মাখবে না ৷ আমি বলে দিয়েছি, ওরা বাড়ি থেকে সবুজ আবির মেখে ভোট গণনায় যাবে । আমি প্রত্যেক প্রার্থীকে বলেছি তাঁরা যেন আজকের মধ্যেই প্যাড ছাপিয়ে নেয় । যাতে তাঁরা নির্বাচনী ফল ঘোষণার পরদিন থেকেই মানুষকে পরিষেবা দিতে পারেন ।’’ এরপরেই তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি ও বাম নেতারা (Indranil Sen claims TMC will win all 33 seats in CMC Election 2022) ।

সিপিআইএম-এর গোপাল শুক্লা বলেন, ‘‘ওরা ভোটের নামে প্রহসন করবে । মন্ত্রী বলছেন, মানুষকে পরিষেবা দিতে যাতে এক ঘণ্টাও দেরি না হয় ৷ আগের পৌরবোর্ড তো তৃণমূল জিতে ছিল । তখন কোন কাউন্সিলর পরিষেবা দিয়েছেন ? আসলে এসব বলা মানে যাঁরা তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছে তাঁদের আরও উৎসাহিত করা । জিতলেই পাঁচ বছর করে খাওয়ার লাইসেন্স পাওয়া ।’’

ভোটের আগেই প্রার্থীদের প্যাড ছাপিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন

আরও পড়ুন : পৌরভোটেও 30 বছরের ‘নির্মীয়মাণ’ চন্দননগর ইন্ডোর স্টেডিয়াম অন্যতম ইস্যু

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘বিধায়ক আগে থেকেই বলছেন প্যাড ছাপানোর কথা । মানুষকে অপমান করছেন বিধায়ক । তৃণমূলের নেতারা জনগণকে ধর্তব্যের মধ্যেই রাখেন না । এই অপমানের যোগ্য জবাব দিক চন্দননগরের মানুষ ।’’

Last Updated : Feb 11, 2022, 9:04 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.