ETV Bharat / state

ভদ্রেশ্বরে দুর্ঘটনায় মৃত্যু ফুটবলারের - Footballer died

লকডাউনের কারণে খেলাধূলা বন্ধ ছিল । এই পরিস্থিতিতে সবজি বিক্রি করতে শুরু করেন জয়ব্রত ও সুজিত ।

footballer died in road accident at Bhadreswar
ভদ্রেশ্বরে বাইক দুর্ঘটনায় মৃত ফুটবলার
author img

By

Published : Nov 8, 2020, 1:19 PM IST

ব্যান্ডেল, 8 নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ফুটবলারের । ভদ্রেশ্বরে দিল্লি রোডে দুর্ঘটনাটি ঘটে । মৃতের নাম জয়ব্রত দেবনাথ । দুর্ঘটনায় আহত হয়েছে সুজিত বিশ্বাস নামে আরও এক খেলোয়াড় ।

জয়ব্রত ব্যান্ডেলের ওলাইচণ্ডীতলার বাসিন্দা । 2013 সালে অনূর্ধ্ব-14 ফুটবল দলের হয়ে থাইল্যান্ডে খেলেছেন । লকডাউনের পর থেকে খেলাধূলা বন্ধ ছিল । তিনি ও সুজিত দু'জনে সবজির ব্যবসা শুরু করেন । শেওড়াফুলির কৃষক বাজার থেকে প্রতিদিন সবজি এনে তাঁরা বিক্রি করতেন । গতরাতে বাইকে সবজি আনতে যাচ্ছিলেন দু'জনে । ভদ্রেশ্বর থানা এলাকায় দিল্লি রোডে একটি সেতুর উপর ডিভাইডার ছিল । অন্ধকারে তাঁরা তা দেখতে পাননি । তাতে ধাক্কা লেগে বাইকটু উলটে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় জয়ব্রতর ।

ভদ্রেশ্বরে বাইক দুর্ঘটনায় মৃত ফুটবলার

আহত অবস্থায় সুজিতকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ । দু'জনই হেলমেট পরে ছিলেন না বলে পুলিশ সূত্রে জানা গেছে । ঘটনায় আতঙ্কিত সুজিত বলেন,"আলু-পিঁয়াজের ব্যবসা করছিলাম । এরকম হবে কল্পনা করতে পারিনি ।"

ব্যান্ডেল, 8 নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ফুটবলারের । ভদ্রেশ্বরে দিল্লি রোডে দুর্ঘটনাটি ঘটে । মৃতের নাম জয়ব্রত দেবনাথ । দুর্ঘটনায় আহত হয়েছে সুজিত বিশ্বাস নামে আরও এক খেলোয়াড় ।

জয়ব্রত ব্যান্ডেলের ওলাইচণ্ডীতলার বাসিন্দা । 2013 সালে অনূর্ধ্ব-14 ফুটবল দলের হয়ে থাইল্যান্ডে খেলেছেন । লকডাউনের পর থেকে খেলাধূলা বন্ধ ছিল । তিনি ও সুজিত দু'জনে সবজির ব্যবসা শুরু করেন । শেওড়াফুলির কৃষক বাজার থেকে প্রতিদিন সবজি এনে তাঁরা বিক্রি করতেন । গতরাতে বাইকে সবজি আনতে যাচ্ছিলেন দু'জনে । ভদ্রেশ্বর থানা এলাকায় দিল্লি রোডে একটি সেতুর উপর ডিভাইডার ছিল । অন্ধকারে তাঁরা তা দেখতে পাননি । তাতে ধাক্কা লেগে বাইকটু উলটে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় জয়ব্রতর ।

ভদ্রেশ্বরে বাইক দুর্ঘটনায় মৃত ফুটবলার

আহত অবস্থায় সুজিতকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ । দু'জনই হেলমেট পরে ছিলেন না বলে পুলিশ সূত্রে জানা গেছে । ঘটনায় আতঙ্কিত সুজিত বলেন,"আলু-পিঁয়াজের ব্যবসা করছিলাম । এরকম হবে কল্পনা করতে পারিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.