ETV Bharat / state

গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় সরানো হল ভদ্রেশ্বরের IC-কে - নন্দন পাণিগ্রাহী

নন্দন পাণিগ্রাহীর জায়গায় আসছেন কৌশিক বন্দ্যোপাধ্যায় । পূর্ব মেদিনীপুরের সাইবার ক্রাইমের IC ছিলেন তিনি ।

ছবি
ছবি
author img

By

Published : May 13, 2020, 11:46 PM IST

চন্দননগর, 13 মে : ভদ্রেশ্বর ও চন্দননগরে দিন কয়েক ধরেই গোষ্ঠী সংঘর্ষ চলছে । ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল । বিরোধীদের কটাক্ষ, পরিস্থিতির সামাল দিতে কার্যত ব্যর্থ পুলিশ । কোথাও যেন ঘটনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আজ ভদ্রেশ্বরের IC-র অপসারণের দাবিও জানান BJP সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় । এই ঘটনাক্রমের মাঝেই সরানো হল ভদ্রেশ্বরের IC নন্দন পাণিগ্রাহীকে ।

কোরোনা মোকাবিলায় ব্যারিকেড দেওয়া কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত । তারপর থেকে বেশ কয়েকদন ধরে গোষ্ঠী সংঘর্ষ চলছে ভদ্রেশ্বর ও চন্দননগরে । এলাকায় বোমাবাজির খবর পাওয়া যায় । আজ এলাকায় বোমা পড়ে থাকতে দেখা যায় । বহিরাগতদের নিয়ে এসে বোমাবাজি করার অভিযোগও উঠেছে । ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে একাংশ । এনিয়ে গতকাল লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়, সব্যসাচী দত্তের মতো BJP নেতা-নেত্রীর সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল । বৈঠকের পর তিনি বলেন, "রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ । সবকিছু নিয়েই রাজনীতি হচ্ছে । তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে ।"

আজ হুগলি জেলা শাসকের অফিসের সামনে ধরনায় বসেন BJP সাংসদ অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায় । কিন্তু জেলাশাসক ব্যস্ত আছেন জানিয়ে BJP নেতৃত্বের সঙ্গে দেখা করেননি । পরে জেলা শাসকের অফিসের সামনে ধরনায় বসেন তাঁরা । এরপর চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ও ভদ্রেশ্বরের IC নন্দন পাণিগ্রাহীর অপসারণের দাবি জানান BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । ভদ্রেশ্বর পরিদর্শনে এসে তিনি বলেন, "গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এখনও সংঘর্ষ অব্যাহত । ওপরতলার মদেতই হচ্ছে এসব। সেজন্যই আমরা জেলাশাসকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম । পুলিশ-প্রশাসনের বড় কর্তারা যদি কিছু না করতে পারেন তাহলে তাঁরা পদত্যাগ করুন । চন্দননগর পুলিশ কমিশনারকে বদলি করা হোক । সরানো হোক ভদ্রেশ্বর থানার IC-কে ।"

কয়েকঘণ্টা পরই ভদ্রেশ্বরের IC-কে সরানোর খবর প্রকাশ্য়ে এল । বাঁকুড়ার কোর্ট ইনসপেক্টর হিসেবে বদলি হয়েছে তাঁর । নন্দন পাণিগ্রাহীর জায়গায় আসছেন কৌশিক বন্দ্যোপাধ্যায় । পূর্ব মেদিনীপুরের সাইবার ক্রাইমের IC ছিলেন তিনি ।

চন্দননগর, 13 মে : ভদ্রেশ্বর ও চন্দননগরে দিন কয়েক ধরেই গোষ্ঠী সংঘর্ষ চলছে । ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল । বিরোধীদের কটাক্ষ, পরিস্থিতির সামাল দিতে কার্যত ব্যর্থ পুলিশ । কোথাও যেন ঘটনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আজ ভদ্রেশ্বরের IC-র অপসারণের দাবিও জানান BJP সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় । এই ঘটনাক্রমের মাঝেই সরানো হল ভদ্রেশ্বরের IC নন্দন পাণিগ্রাহীকে ।

কোরোনা মোকাবিলায় ব্যারিকেড দেওয়া কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত । তারপর থেকে বেশ কয়েকদন ধরে গোষ্ঠী সংঘর্ষ চলছে ভদ্রেশ্বর ও চন্দননগরে । এলাকায় বোমাবাজির খবর পাওয়া যায় । আজ এলাকায় বোমা পড়ে থাকতে দেখা যায় । বহিরাগতদের নিয়ে এসে বোমাবাজি করার অভিযোগও উঠেছে । ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে একাংশ । এনিয়ে গতকাল লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়, সব্যসাচী দত্তের মতো BJP নেতা-নেত্রীর সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল । বৈঠকের পর তিনি বলেন, "রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ । সবকিছু নিয়েই রাজনীতি হচ্ছে । তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে ।"

আজ হুগলি জেলা শাসকের অফিসের সামনে ধরনায় বসেন BJP সাংসদ অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায় । কিন্তু জেলাশাসক ব্যস্ত আছেন জানিয়ে BJP নেতৃত্বের সঙ্গে দেখা করেননি । পরে জেলা শাসকের অফিসের সামনে ধরনায় বসেন তাঁরা । এরপর চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ও ভদ্রেশ্বরের IC নন্দন পাণিগ্রাহীর অপসারণের দাবি জানান BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । ভদ্রেশ্বর পরিদর্শনে এসে তিনি বলেন, "গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এখনও সংঘর্ষ অব্যাহত । ওপরতলার মদেতই হচ্ছে এসব। সেজন্যই আমরা জেলাশাসকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম । পুলিশ-প্রশাসনের বড় কর্তারা যদি কিছু না করতে পারেন তাহলে তাঁরা পদত্যাগ করুন । চন্দননগর পুলিশ কমিশনারকে বদলি করা হোক । সরানো হোক ভদ্রেশ্বর থানার IC-কে ।"

কয়েকঘণ্টা পরই ভদ্রেশ্বরের IC-কে সরানোর খবর প্রকাশ্য়ে এল । বাঁকুড়ার কোর্ট ইনসপেক্টর হিসেবে বদলি হয়েছে তাঁর । নন্দন পাণিগ্রাহীর জায়গায় আসছেন কৌশিক বন্দ্যোপাধ্যায় । পূর্ব মেদিনীপুরের সাইবার ক্রাইমের IC ছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.