ETV Bharat / state

Hooghly TMC leader firing gun in open place: প্রকাশ্যে গুলি রিষড়া পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যের, ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Jan 28, 2022, 3:48 PM IST

Updated : Jan 29, 2022, 3:09 PM IST

রিষড়া পৌরসভার (Hooghly TMC leader firing gun in open place) প্রশাসকমণ্ডলীর সদস্যের প্রকাশ্যে গুলি চালানোর ভিডিয়ো ভাইরাল (video gets viral) হতেই তা নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা ।

Hooghly tmc leader firing gun in open place, video gets viral
প্রকাশ্যে গুলি রিষড়া পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যের, ভাইরাল ভিডিয়ো

রিষড়া, 28 জানুয়ারি: রিষড়া (Hooghly news) পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যের প্রকাশ্যে গুলি (Hooghly TMC leader firing gun in open place) চালানোর ভিডিয়ো ভাইরাল। এই নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।

রিষড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জাহিদ হাসান খান বর্তমানে প্রশাসকমণ্ডলীর সহকারী চেয়ারম্যান ৷ তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (video gets viral)। সেই ভিডিয়োয় গুলি চালাতে দেখা গিয়েছে রিষড়া তৃণমূলের নেতাকে ৷ তবে ক্যামেরার সামনে এই নিয়ে কিছু বলতে তিনি রাজি হননি । এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর জন্য দলের উপর দায়িত্ব ছেড়েছেন তিনি ৷ সূত্র মারফৎ খবর, বছর চারেক আগে রাজ্যের বাইরে একটি অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছিল । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

আরও পড়ুন: TMC Leader With Firearms: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুলি চালানোর ভিডিয়ো, হরিশচন্দ্রপুরে গ্রেফতার তৃণমূল নেতা

যদিও এই নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ দলের নেতা ভাস্কর ভট্টাচার্য বলেছেন, জাহির খানের ভিডিয়ো ভাইরাল হয়েছে । তৃণমূলের ক্ষেত্রে এটাই স্বাভাবিক । সারা রাজ্যজুড়ে এটাই হচ্ছে । গুলি চলছে, বোমা বিস্ফোরণ হচ্ছে । এর তদন্ত হওয়া উচিত । তবে অভিযুক্ত যেহেতু তৃণমূল সদস্য, তাই তদন্ত হলেও তাঁর কিছু হবে না বলে তোপ দাগেন বিজেপি নেতা ৷

আরও পড়ুন : Canning Shootout and Murder Case: ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত 3

তৃণমূলের শ্রীরামপুর জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তীর দাবি, ভিডিয়োটির সত্যতা যাচাই হওয়া প্রয়োজন । এটা রাজ্যের কোনও জায়গা বলে মনে হচ্ছে না । এটা সত্যি বন্দুক নাকি খেলনা বন্দুক সেটাও বোঝা যাচ্ছে না । এটা এখানকার কোনও ঘটনা বলেও মনে হয় না । বন্দুক নিয়ে খেলা করার মতো জায়গা নেই পশ্চিমবঙ্গে ।

রিষড়া, 28 জানুয়ারি: রিষড়া (Hooghly news) পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যের প্রকাশ্যে গুলি (Hooghly TMC leader firing gun in open place) চালানোর ভিডিয়ো ভাইরাল। এই নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।

রিষড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জাহিদ হাসান খান বর্তমানে প্রশাসকমণ্ডলীর সহকারী চেয়ারম্যান ৷ তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (video gets viral)। সেই ভিডিয়োয় গুলি চালাতে দেখা গিয়েছে রিষড়া তৃণমূলের নেতাকে ৷ তবে ক্যামেরার সামনে এই নিয়ে কিছু বলতে তিনি রাজি হননি । এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর জন্য দলের উপর দায়িত্ব ছেড়েছেন তিনি ৷ সূত্র মারফৎ খবর, বছর চারেক আগে রাজ্যের বাইরে একটি অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছিল । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

আরও পড়ুন: TMC Leader With Firearms: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুলি চালানোর ভিডিয়ো, হরিশচন্দ্রপুরে গ্রেফতার তৃণমূল নেতা

যদিও এই নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ দলের নেতা ভাস্কর ভট্টাচার্য বলেছেন, জাহির খানের ভিডিয়ো ভাইরাল হয়েছে । তৃণমূলের ক্ষেত্রে এটাই স্বাভাবিক । সারা রাজ্যজুড়ে এটাই হচ্ছে । গুলি চলছে, বোমা বিস্ফোরণ হচ্ছে । এর তদন্ত হওয়া উচিত । তবে অভিযুক্ত যেহেতু তৃণমূল সদস্য, তাই তদন্ত হলেও তাঁর কিছু হবে না বলে তোপ দাগেন বিজেপি নেতা ৷

আরও পড়ুন : Canning Shootout and Murder Case: ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত 3

তৃণমূলের শ্রীরামপুর জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তীর দাবি, ভিডিয়োটির সত্যতা যাচাই হওয়া প্রয়োজন । এটা রাজ্যের কোনও জায়গা বলে মনে হচ্ছে না । এটা সত্যি বন্দুক নাকি খেলনা বন্দুক সেটাও বোঝা যাচ্ছে না । এটা এখানকার কোনও ঘটনা বলেও মনে হয় না । বন্দুক নিয়ে খেলা করার মতো জায়গা নেই পশ্চিমবঙ্গে ।

Last Updated : Jan 29, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.