ETV Bharat / state

Illegal Sand Smuggling : একযোগে বিধায়ক-পুলিশের অভিযান, গ্রেফতার বেআইনি মাটির কারবারি - গুপ্তিপাড়া ফেরিঘাটের কাছে গঙ্গার পাড় ভাঙছে রোজ

বেআইনি বালি ও মাটি কারবারের অভিযোগ আগে থেকেই ছিল। বিশেষ করে বলাগড়ে গঙ্গার পাড়ের ও চরের মাটি কেটে দেদার বিক্রি হয়েছে আগেও । পুলিশ-প্রশাসন অভিযান চালালেও তা বন্ধ হয়নি । তারপরেই অভিযানে নামলেন গুপ্তিপাড়ার বিধায়ক । তাতেই গ্রেফতার হয়েছে দু'জন (Guptipara Police Arrested 2 People for Illegal Sand Smuggling) ৷

Sand Smuggling
বেআইনি বালি ও মাটি কারবারের অভিযোগ
author img

By

Published : Jun 20, 2022, 9:27 AM IST

Updated : Jun 20, 2022, 10:02 AM IST

গুপ্তিপাড়া, 20 জুন : এবার বেআইনি মাটির কারবার রুখতে পুলিশের সঙ্গে অভিযানে নামলেন বিধায়ক (Guptipara Police Arrested 2 People for Illegal Sand Smuggling)। এর আগেও বলাগড়ের বিধায়ক নদিয়ায় মাটি চুরি রুখে ছিলেন । রবিবারও মনোরঞ্জন ব্যাপারী পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হন গুপ্তিপাড়ায় । তারপরেই ধরা পড়ল দুই মাটি পাচারকারী ।

বলাগড় বিধানসভার গুপ্তিপাড়া ফেরিঘাটের কাছে গঙ্গার পাড় ভাঙছে রোজ । ভাঙনের জন্য সরকারের তরফে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে । আর সেই পাড় ভাঙার কারণ, অবৈধ মাটির চোরা-চালান । স্থানীয়রা বলছেন, মাটির সঙ্গে বালিও চুরি হচ্ছে । গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশের কাছে নৌকায় করে মাটি কেটে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ আগেও ছিল । স্থানীয়রা বারবার অভিযোগ জানিয়েছিলেন বিধায়কের কাছেও ।

সেইমতো এদিন একসঙ্গে বিধায়ক ও গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ ফেরিঘাটে অভিযান চালায় । গঙ্গার পাড় থেকে দু'টি মাটি ভর্তি নৌকা আটক করা হয়। ঘটনায় গদাই ঘোষ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । পরে আরও একজনকে গ্রেফতার করা হয় । ধৃতরা গুপ্তিপাড়া এলাকার আর্যনগরের বাসিন্দা । অভিযুক্ত গদাই ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করেছেন গুপ্তিপাড়া ফাঁড়ির অফিসার-ইন-চার্জ অমল শাহ ।

গ্রেফতার বেআইনি মাটির কারবারি

আরও পড়ুন : অবৈধভাবে বালি পাচারে বড়সড় সাফল্য মিনাখাঁ পুলিশের, গ্রেফতার তিন

বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, ''দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের অভিযোগ ছিল, বেআইনিভাবে গঙ্গা থেকে বালি ও মাটি তোলা হচ্ছে । সেই অভিযোগ পেয়েই এদিন গুপ্তিপাড়া ফেরিঘাটে যাই । ঘটনাস্থল থেকে দু'টি নৌকা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয় । তদন্তে নেমে গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ আরও এতজনকে গ্রেফতার করে ।''

গুপ্তিপাড়া, 20 জুন : এবার বেআইনি মাটির কারবার রুখতে পুলিশের সঙ্গে অভিযানে নামলেন বিধায়ক (Guptipara Police Arrested 2 People for Illegal Sand Smuggling)। এর আগেও বলাগড়ের বিধায়ক নদিয়ায় মাটি চুরি রুখে ছিলেন । রবিবারও মনোরঞ্জন ব্যাপারী পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হন গুপ্তিপাড়ায় । তারপরেই ধরা পড়ল দুই মাটি পাচারকারী ।

বলাগড় বিধানসভার গুপ্তিপাড়া ফেরিঘাটের কাছে গঙ্গার পাড় ভাঙছে রোজ । ভাঙনের জন্য সরকারের তরফে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে । আর সেই পাড় ভাঙার কারণ, অবৈধ মাটির চোরা-চালান । স্থানীয়রা বলছেন, মাটির সঙ্গে বালিও চুরি হচ্ছে । গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশের কাছে নৌকায় করে মাটি কেটে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ আগেও ছিল । স্থানীয়রা বারবার অভিযোগ জানিয়েছিলেন বিধায়কের কাছেও ।

সেইমতো এদিন একসঙ্গে বিধায়ক ও গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ ফেরিঘাটে অভিযান চালায় । গঙ্গার পাড় থেকে দু'টি মাটি ভর্তি নৌকা আটক করা হয়। ঘটনায় গদাই ঘোষ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । পরে আরও একজনকে গ্রেফতার করা হয় । ধৃতরা গুপ্তিপাড়া এলাকার আর্যনগরের বাসিন্দা । অভিযুক্ত গদাই ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করেছেন গুপ্তিপাড়া ফাঁড়ির অফিসার-ইন-চার্জ অমল শাহ ।

গ্রেফতার বেআইনি মাটির কারবারি

আরও পড়ুন : অবৈধভাবে বালি পাচারে বড়সড় সাফল্য মিনাখাঁ পুলিশের, গ্রেফতার তিন

বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, ''দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের অভিযোগ ছিল, বেআইনিভাবে গঙ্গা থেকে বালি ও মাটি তোলা হচ্ছে । সেই অভিযোগ পেয়েই এদিন গুপ্তিপাড়া ফেরিঘাটে যাই । ঘটনাস্থল থেকে দু'টি নৌকা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয় । তদন্তে নেমে গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ আরও এতজনকে গ্রেফতার করে ।''

Last Updated : Jun 20, 2022, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.