ETV Bharat / state

কেউ লক্ষ্মণরেখা পার করবেন না, বার্তা রাজ্যপালের

শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপুজো দর্শনে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন, "প্রত্যেকেরই একটা রেডলাইন বা লক্ষ্মণরেখা থাকে, যেটা তিনি নিজেও কোনওদিন পার করবেন না ৷ আমি সবাইকে হাত জোড় করে বিনীত আবেদন করছি যে, কেউ লক্ষ্মণরেখা পার করবেন না ৷"

author img

By

Published : Oct 7, 2019, 5:12 PM IST

Updated : Oct 7, 2019, 7:24 PM IST

রাজ্যপাল জগদীপ ধনকড়

শ্রীরামপুর, 7 অক্টোবর : শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপুজো দর্শনে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সপরিবারে প্রতিমা দর্শন করেন তিনি ৷ রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে জলযোগ সারেন ৷

প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন, "এখানে এসে আমি যা দেখলাম তাতে আমি অভিভূত ৷ এই কথা আমি ভুলব না ৷ মা দুর্গার কাছে আমি এটাই বলব, প্রত্যেক মানুষের একটাই ধর্ম ৷ নিজের সীমা থাকা উচিত প্রত্যেক মানুষের ৷ প্রত্যেক মানুষের ধর্ম নিজের কাজ করা ৷ আমি স্বাধীনতার পর জন্মেছি ৷ স্বাধীনতার আগে অনেক বড় বড় মানুষ এসেছেন ৷"

দেখুন ভিডিয়ো

জগদীপ আরও বলেন, "প্রত্যেকেরই একটা রেডলাইন বা লক্ষ্মণরেখা থাকে, যেটা তিনি নিজেও কোনওদিন পার করবেন না ৷ আমি সবাইকে হাত জোড় করে বিনীত আবেদন করছি যে, কেউ লক্ষ্মণরেখা পার করবেন না ৷ হিন্দুস্তানের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা স্থান ছিল সবচেয়ে উঁচুতে ৷ এর কারণও আছে ৷ আমি সারা দেশ দেখেছি, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি তা অন্যরকম ৷ আমরা এক মনে যদি সবাই মিলে কাজ করতে পারি তাহলে আবার আগের জায়গা আমরা ফিরে পাব ৷"

Governor
নবমী পুজোর প্রদীপ জ্বাললেন রাজ্যপাল

গত 4 অক্টোবর পলতায় একটি পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্যপাল ৷ সেখানে তাঁর কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানান তিনি ৷ শপথ অনুযায়ী তাঁর দুটি দায়িত্বের কথা মনে করিয়ে দেন করান রাজ্যপাল । এ প্রসঙ্গে সংবিধান রক্ষা করা এবং পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার কথা উল্লেখ করেছিলেন তিনি ৷

Governor
বিরোধী দলনেতা আবদুল মান্নানের সঙ্গে সপরিবারে রাজ্যপাল

শ্রীরামপুর, 7 অক্টোবর : শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপুজো দর্শনে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সপরিবারে প্রতিমা দর্শন করেন তিনি ৷ রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে জলযোগ সারেন ৷

প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন, "এখানে এসে আমি যা দেখলাম তাতে আমি অভিভূত ৷ এই কথা আমি ভুলব না ৷ মা দুর্গার কাছে আমি এটাই বলব, প্রত্যেক মানুষের একটাই ধর্ম ৷ নিজের সীমা থাকা উচিত প্রত্যেক মানুষের ৷ প্রত্যেক মানুষের ধর্ম নিজের কাজ করা ৷ আমি স্বাধীনতার পর জন্মেছি ৷ স্বাধীনতার আগে অনেক বড় বড় মানুষ এসেছেন ৷"

দেখুন ভিডিয়ো

জগদীপ আরও বলেন, "প্রত্যেকেরই একটা রেডলাইন বা লক্ষ্মণরেখা থাকে, যেটা তিনি নিজেও কোনওদিন পার করবেন না ৷ আমি সবাইকে হাত জোড় করে বিনীত আবেদন করছি যে, কেউ লক্ষ্মণরেখা পার করবেন না ৷ হিন্দুস্তানের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা স্থান ছিল সবচেয়ে উঁচুতে ৷ এর কারণও আছে ৷ আমি সারা দেশ দেখেছি, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি তা অন্যরকম ৷ আমরা এক মনে যদি সবাই মিলে কাজ করতে পারি তাহলে আবার আগের জায়গা আমরা ফিরে পাব ৷"

Governor
নবমী পুজোর প্রদীপ জ্বাললেন রাজ্যপাল

গত 4 অক্টোবর পলতায় একটি পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্যপাল ৷ সেখানে তাঁর কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানান তিনি ৷ শপথ অনুযায়ী তাঁর দুটি দায়িত্বের কথা মনে করিয়ে দেন করান রাজ্যপাল । এ প্রসঙ্গে সংবিধান রক্ষা করা এবং পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার কথা উল্লেখ করেছিলেন তিনি ৷

Governor
বিরোধী দলনেতা আবদুল মান্নানের সঙ্গে সপরিবারে রাজ্যপাল
Intro:প্রত্যেক ব্যক্তির একটাই ধর্ম সে যেন তার সীমার মধ্যে থাকে।প্রত্যেকে তার কাজ করে।আমি যেমন লক্ষণ রেখা পাড় করি না।অনুরোধ করব পশ্চিমবাংলার কেউ যেন লক্ষণ রেখা পাড় না করেন।শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপূজা দর্শন এলেন রাজ্যপাল জগদীপ ধনখর।সেখানে প্রতিমা দর্শন করেন তিনি সপরিবারে। তারপর রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর বাড়িতে প্রাতরাশ করেন। প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন, আমি নতমস্তকে এটাই বলতে চাই যে কিছু না দেখে বলা যায়না, মানুষ ভাবে কি এমনও হতে পারে এখানে এসে আমি যা দেখলাম তাতে আমি অভিভূত। এই কথা আমি ভুলবো না। মা দুর্গার কাছে আমি এটাই বলব প্রত্যেক মানুষের একটাই ধর্ম। নিজের সীমা থাকা উচিত প্রত্যেক মানুষের। প্রত্যেক মানুষের ধর্ম নিজের কাজ করা। আমি স্বাধীনতার পরে জন্মেছি স্বাধীনতার আগে অনেক বড় বড় মানুষ এসেছেন। রাজ্যপাল আরো বলেন যে প্রত্যেকেরই একটা রেডলাইন লক্ষ্মণরেখা থাকে যেটা তিনি নিজেও কোনদিন ক্রশ করেন না। তিনি বলেন আমি সবাইকে হাতজোড় করে বিনীত আবেদন করছি যে কেউ লক্ষ্মণরেখা পার করবেন না। পশ্চিমবঙ্গের হিন্দুস্থানের মধ্যে একটা স্থান ছিল সবচেয়ে উঁচুতে। এর কারণও আছে। আমি সারাদেশ দেখেছি পশ্চিমবঙ্গের যে কালচার সেটা একটা অন্যরকম। আমরা একমনে যদি সবাই মিলে কাজ করতে পারি তাহলে আবার আগের জায়গায় আমরা ফিরে পাবো।।Body:WB_SRIRAMPUR PUJA VISIT GOVERNOR_7203418Conclusion:
Last Updated : Oct 7, 2019, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.