thumbnail

জ্যান্ত ল্যাটা মাছ পুড়িয়ে দেবীকে অর্পণ, 305 বছরে সাবর্ণ রায়চৌধুরী মেজবাড়ির দুর্গাপুজো

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

প্রথম পুরুষ জমিদার লক্ষ্মীকান্ত মজুমদার 415 বছর আগে সাঁঝের আটচালাতে পুজো শুরু করেছিলেন সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে ৷ এরপর মেজ তরফে জমিদার কৃষ্ণগোবিন্দ রায়চৌধুরী মেজবাড়ির দুর্গা দালানে পুজো শুরু করেন 305 বছর আগে । ভক্তি তরঙ্গিনী দুর্গা শাস্ত্র মতে পুজো হয় এই মেজবাড়িতে । ষষ্ঠীতে বোধন এবং সন্ধ্যায় মাকে স্বর্ণালঙ্কারে ভূষিত করার পাশাপাশি চক্ষুদান করা হয় । সপ্তমীতে জাঁকজমকভাবে নবপত্রিকা স্নান থেকে শুরু করে পুজোর যাবতীয় নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা হয় ৷ দেবীর ভোগেও থাকে রকমারি আয়োজন ৷ সপ্তমী থেকে অষ্টমী, প্রতিদিন বিভিন্ন ভোগ রান্না করা হয় ৷ পুজো সম্পর্কে বিস্তারিত জানতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্য সৌমেন রায়চৌধুরীর সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.