ETV Bharat / state

মেয়ে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে পঞ্চমী থেকে ধর্নায় আরজি করে নির্যাতিতার পরিবার - RG KAR DOCTOR RAPE AND MURDER

মেয়ে ফিরবে না ৷ তাই আর কোনওদিন পুজো হবে না বাড়িতে ৷ পঞ্চমী থেকে ধরনায় আরজি করে নির্যাতিতার পরিবার ৷

RG Kar Victim Family Dharna
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 10:58 PM IST

সোদপুর, 8 অক্টোবর: মেয়ের উদ্যোগেই দুর্গাপুজো শুরু হয় বাড়িতে। পুজোর চারদিন বাড়ি লোকজনের ভিড়ে কার্যত গমগম করত। আনন্দ, হই-হুল্লোড়ে সকলের সঙ্গে মেতে উঠতেন চিকিৎসক তরুণীও। আজ সেসব অতীত। আর ফিরে আসবে না মেয়ে। হবে না মায়ের আরধনাও।

তাই, মেয়ে হারানোর যন্ত্রণা বুকে চেপে রেখেই পুজোর আবহে বাড়ির সামনে মঞ্চ বেঁধে মহাপঞ্চমীতে ধরনায় বসলেন নির্যাতিতা ছাত্রীর পরিবার । মেয়েকে স্মরণ করতে এবং সুবিচার পেতেই এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন তাঁরা। নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের পাশাপাশি কাকা, কাকিমা-সহ পরিবারের বাকি সদস্যরাও যোগ দেন এই অবস্থানে ।

ধরনা মঞ্চে আরজি করে নির্যাতিতার পরিবারের বক্তব্য (ইটিভি ভারত)

প্রথমে ঠিক ছিল মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তাঁরা ধর্না অবস্থানে বসবেন। কিন্তু মঙ্গলবার তাঁরা সিদ্ধান্ত নেন একদিন আগেই মহাপঞ্চমী থেকে প্রতিবাদ শুরু করবেন । সেই মতো পঞ্চমীর বিকেলে ধরনা মঞ্চে এসে অবস্থানে বসেন নির্যাতিতার পরিবার। মেয়ের স্মৃতিতে প্রদীপ জ্বালিয়ে তাঁকে স্মরণও করেন পরিবারের সদস্যরা ।

ন্যায়বিচার পাওয়া নিয়ে নির্যাতিতার বাবার বক্তব্য :

অবশ্যই ন‍্যায়বিচার মিলবে। সেই আশা ভরসা রয়েছে। আন্দোলন, গণ ইস্তফা দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন সকলে। কিন্তু তারপরও রাজ‍্য সরকারের থোড়াই কেয়ার মনোভাব । উনি (মুখ্যমন্ত্রী) নানারকম অযৌক্তিক কথাবার্তা বলে চলেছেন। কীভাবে রাজ‍্য প্রশাসন চালাবেন, সেটা ওঁর ব‍্যাপার । সেই বিষয়ে আমরা কিছু বলে দেব না । তবে উনি প্রশাসন যে ঠিকমতো চালাচ্ছেন তা ভালোই বুঝতে পারছি। এর ফলেই আজকের পরিস্থিতি। আরজি করের রেশ যদি অন‍্যান‍্য মেডিক্যাল কলেজেও ঘটে তাহলে তার কুফল স্বাস্থ্য ব্যবস্থায় পড়বেই । এতে কোনও সন্দেহ নেই ।

সিবিআই চার্জশিটে সঞ্জয় রায়কে কেবল অপরাধী বলা প্রসঙ্গে নির্যাতিতার বাবা :

সিবিআই যা ভালো বুঝেছে তাই করেছে । সিবিআইয়ের উপর আমাদের ভরসা রয়েছে ।

বাড়ির দুর্গাপুজো প্রসঙ্গে নির্যাতিতার মায়ের বক্তব্য :

কী আর বলব ! কিছুই তো বলার নেই । সব হারিয়ে গিয়েছে আমার। মেয়েটাই তো চলে গেল। ও'র উদ্যোগেই তো বাড়িতে দুর্গাপুজো হত । বাড়িতে গমগম করত লোকে। তাই মেয়েকে হারিয়ে আজকে আর বাড়িতে থাকতে পারছি না। হৃদয়ে অনেক কষ্ট এবং মনের দুঃখ নিয়ে আজ ধর্না অবস্থানে মেয়ের স্মরণে প্রদীপ জ্বালিয়েছি । শোকের পুজো করতেই এখানে অবস্থানে বসেছি আমরা ।

ধরনা মঞ্চে তদন্ত নিয়ে প্রশ্নে নির্যাতিতার কাকিমা :

তিনি বলেন, "আমরা আমাদের মেয়েকে স্মরণ করতেই এখানে বসেছি । পঞ্চমী থেকে দশমী প্রতিদিন আমরা ধরনায় বসব। মায়ের বিসর্জন হওয়ার পরই ঘরে ফিরব। তার আগে নয় ।" পাশাপাশি তিনি জানান, তদন্ত সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দেবেন না বলেও তিনি জানান ।

সোদপুর, 8 অক্টোবর: মেয়ের উদ্যোগেই দুর্গাপুজো শুরু হয় বাড়িতে। পুজোর চারদিন বাড়ি লোকজনের ভিড়ে কার্যত গমগম করত। আনন্দ, হই-হুল্লোড়ে সকলের সঙ্গে মেতে উঠতেন চিকিৎসক তরুণীও। আজ সেসব অতীত। আর ফিরে আসবে না মেয়ে। হবে না মায়ের আরধনাও।

তাই, মেয়ে হারানোর যন্ত্রণা বুকে চেপে রেখেই পুজোর আবহে বাড়ির সামনে মঞ্চ বেঁধে মহাপঞ্চমীতে ধরনায় বসলেন নির্যাতিতা ছাত্রীর পরিবার । মেয়েকে স্মরণ করতে এবং সুবিচার পেতেই এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন তাঁরা। নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের পাশাপাশি কাকা, কাকিমা-সহ পরিবারের বাকি সদস্যরাও যোগ দেন এই অবস্থানে ।

ধরনা মঞ্চে আরজি করে নির্যাতিতার পরিবারের বক্তব্য (ইটিভি ভারত)

প্রথমে ঠিক ছিল মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তাঁরা ধর্না অবস্থানে বসবেন। কিন্তু মঙ্গলবার তাঁরা সিদ্ধান্ত নেন একদিন আগেই মহাপঞ্চমী থেকে প্রতিবাদ শুরু করবেন । সেই মতো পঞ্চমীর বিকেলে ধরনা মঞ্চে এসে অবস্থানে বসেন নির্যাতিতার পরিবার। মেয়ের স্মৃতিতে প্রদীপ জ্বালিয়ে তাঁকে স্মরণও করেন পরিবারের সদস্যরা ।

ন্যায়বিচার পাওয়া নিয়ে নির্যাতিতার বাবার বক্তব্য :

অবশ্যই ন‍্যায়বিচার মিলবে। সেই আশা ভরসা রয়েছে। আন্দোলন, গণ ইস্তফা দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন সকলে। কিন্তু তারপরও রাজ‍্য সরকারের থোড়াই কেয়ার মনোভাব । উনি (মুখ্যমন্ত্রী) নানারকম অযৌক্তিক কথাবার্তা বলে চলেছেন। কীভাবে রাজ‍্য প্রশাসন চালাবেন, সেটা ওঁর ব‍্যাপার । সেই বিষয়ে আমরা কিছু বলে দেব না । তবে উনি প্রশাসন যে ঠিকমতো চালাচ্ছেন তা ভালোই বুঝতে পারছি। এর ফলেই আজকের পরিস্থিতি। আরজি করের রেশ যদি অন‍্যান‍্য মেডিক্যাল কলেজেও ঘটে তাহলে তার কুফল স্বাস্থ্য ব্যবস্থায় পড়বেই । এতে কোনও সন্দেহ নেই ।

সিবিআই চার্জশিটে সঞ্জয় রায়কে কেবল অপরাধী বলা প্রসঙ্গে নির্যাতিতার বাবা :

সিবিআই যা ভালো বুঝেছে তাই করেছে । সিবিআইয়ের উপর আমাদের ভরসা রয়েছে ।

বাড়ির দুর্গাপুজো প্রসঙ্গে নির্যাতিতার মায়ের বক্তব্য :

কী আর বলব ! কিছুই তো বলার নেই । সব হারিয়ে গিয়েছে আমার। মেয়েটাই তো চলে গেল। ও'র উদ্যোগেই তো বাড়িতে দুর্গাপুজো হত । বাড়িতে গমগম করত লোকে। তাই মেয়েকে হারিয়ে আজকে আর বাড়িতে থাকতে পারছি না। হৃদয়ে অনেক কষ্ট এবং মনের দুঃখ নিয়ে আজ ধর্না অবস্থানে মেয়ের স্মরণে প্রদীপ জ্বালিয়েছি । শোকের পুজো করতেই এখানে অবস্থানে বসেছি আমরা ।

ধরনা মঞ্চে তদন্ত নিয়ে প্রশ্নে নির্যাতিতার কাকিমা :

তিনি বলেন, "আমরা আমাদের মেয়েকে স্মরণ করতেই এখানে বসেছি । পঞ্চমী থেকে দশমী প্রতিদিন আমরা ধরনায় বসব। মায়ের বিসর্জন হওয়ার পরই ঘরে ফিরব। তার আগে নয় ।" পাশাপাশি তিনি জানান, তদন্ত সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দেবেন না বলেও তিনি জানান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.