পঞ্চমীতে হিন্দুস্তান পার্কের পুজোয় হাজির ঋতাভরী - DURGA PUJA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 8, 2024, 9:54 PM IST
'নিজের কনুই নিজের কাছে রাখুন'- হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপ চত্বরে বাজছে ঋতাভরী চক্রবর্তীর কণ্ঠের এই রেকর্ড। সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বার্তাই দিচ্ছেন অভিনেত্রী ৷ তিনি ঘুরে দেখলেন হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপ।
হিন্দুস্তান পার্ক সর্বজনীনের এবারের থিম 'কল্পঋতুর গল্পগাথা'। সত্যিই যদি এমন একটি ঋতু থাকত, যে ঋতুতে যুদ্ধ বা হানাহানি থাকত না। কেমন হত বলুন তো? যেখানে ঠান্ডা-গরমের মতোই সর্বদা শান্তি বিরাজ করত। যেখানে যুদ্ধ নেই, হানাহানি নেই, আবার ভুল করে কোনও ভুল করে বসলে মা দুর্গার কাছে শত্রুপক্ষ আত্মসমর্পণ করে। এমনই এক কাল্পনিক ঋতুকে ভেবেই এবারের হিন্দুস্তান পার্কের এই থিম। এদিন ঋতাভরীও মেয়েদের সুরক্ষার কথা বলেন।
উল্লেখ্য, পঞ্চমীর বিকেলে অগণিত মানুষের ঢল নেমেছিল হিন্দুস্তান পার্কে। যেখানে লাল-সাদা কম্বিনেশনের শাড়িতে হাজির ছিলেন ঋতাভরী চক্রবর্তী। এবার এই পুজোর সঙ্গে জুড়ে গিয়েছে একটি স্বনামধন্য ব্যাটারি তৈরি প্রস্তুতকারী সংস্থা। সকলের সুরক্ষার জন্য একটি আওয়াজ-সহ টর্চ নিয়ে হাজির হয়েছে তারা।