ETV Bharat / state

Villagers Beaten: গরু চুরির মীমাংসায় করতে যাওয়ার পথে গ্রামবাসীকে মারধর, অভিযুক্ত উপপ্রধান - Four Villagers Injured at Dhaniakhali in Hooghly

গরু চুরির মীমাংসায় করতে যাওয়ার পথে মারধরে আহত 4 ৷ অভিযোগের তির গোপীনাথপুর-2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইয়াসিন মল্লিকের বিরুদ্ধে (Four Villagers Injured at Dhaniakhali) ৷

Villagers Beaten
মারধরের ঘটনায় ধৃত চার
author img

By

Published : Dec 26, 2022, 9:40 AM IST

মারধরের ঘটনায় ধৃত চার

হুগলি, 26 ডিসেম্বর: গরু চুরির মীমাংসা করতে যাওয়ার পথে কয়েকজন গ্রামবাসীকে মারধরের অভিযোগ উঠল গোপীনাথপুর-2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইয়াসিন মল্লিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির ধনিয়াখালিতে (Four Villagers Injured at Dhaniakhali) ৷ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, গত এক মাস আগে গরু ও ধান চুরির অভিযোগে পোস্টে বেঁধে মারা হয় এক ব্যক্তিকে ৷ পরে সিসিটিভি ক্যামেরা থেকে জানা যায় ওই ব্যক্তি গোপীনাথপুর-2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাদা । এরপর রবিবার এই ঘটনার মীমাংসার জন্য সভা ডাকা হয় । অভিযোগ, মীমাংসা করতে যাওয়ার পথে নিশ্চিন্তপুরের কাছে তাঁদের উপর চড়াও হন উপপ্রধান ইয়াসিন মল্লিক ও তার লোকজন । বেশ কয়েকজনকে মারধরও করা হয় ৷ আহত হন চারজন । তাঁদের ধনিয়াখালি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ৷ অভিযোগ, উপপ্রধানের দাদাকে পোস্টে বেঁধে মারধর করা হয়েছিল, তার পালটা হিসেবে উপপ্রধান তাঁদের মারধর ৷

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে চুরির উপদ্রব বাড়ছিল গোপীনাথপুরে । গ্রামবাসীরা চোর ধরতে সিসি ক্যামেরা বসান । সিসি ক্যামেরায় দেখা যায় মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রীর কাজ করতে আসা একজন রাতে ঘোরাঘুরি করছেন । তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করতে তিনি জানান তাঁর নাম হামজা মল্লিক । স্থানীয় উপপ্রধান ইয়াসিন মল্লিক তাঁর ভাই । এরপর হবিবপুরে দু'জনকে ধরে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয় । এমনকী জুতোর মালাও পরানো হয় বলে দাবি। এই ঘটনার মীমাংসা করতে এদিন উভয় পক্ষকে ডাকেন বিধায়ক রামেন্দু সিংহ রায় । সেখানে যাওয়ার সময়ই এই মারধরের ঘটনা ঘটেছে বলে খবর । আব্দুল হাকিম নামে ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, "মীমাংসার জন্য যাওয়ার সময় দাদাকে বাঁচাতেই জন্যই ইয়াসিন মল্লিক বাঁশ ও রড দিয়ে মারধর করেন আমাদের । আমরা ওঁর শাস্তি চাই।"

তারকেশ্বরের বিধায়ক বলেন, "কয়েক দিন ধরে গ্রামে গরু এবং ভ্যান চুরি হয়েছে বলে অভিযোগ করে গ্রামবাসীরা । সেটা নিয়ে একটা গন্ডগোল হয় । পুলিশকে বলেছিলাম বিষয়টা দেখতে । দু'পক্ষই আবেদন করেছিল মীমাংসা করে দিতে । রবিবার পার্টি অফিসে ডাকা হয়েছিল । কিন্তু ওরা আসেনি । পরে শুনি এই ঘটনা । পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে । যদি উপপ্রধান দোষী হয় তাহলে প্রসাশন ব্যবস্থা নেবে । অপরাধ করলে কাউকে রেয়াত করা হবে না । সে যেই হোক না কেন দল ব্যবস্থা নেবে ।"

আরও পড়ুন: পিকনিকে এসে বচসা দুই গোষ্ঠীর; বাধা দিতে গিয়ে আক্রান্ত 7 পুলিশকর্মী

মারধরের ঘটনায় ধৃত চার

হুগলি, 26 ডিসেম্বর: গরু চুরির মীমাংসা করতে যাওয়ার পথে কয়েকজন গ্রামবাসীকে মারধরের অভিযোগ উঠল গোপীনাথপুর-2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইয়াসিন মল্লিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির ধনিয়াখালিতে (Four Villagers Injured at Dhaniakhali) ৷ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, গত এক মাস আগে গরু ও ধান চুরির অভিযোগে পোস্টে বেঁধে মারা হয় এক ব্যক্তিকে ৷ পরে সিসিটিভি ক্যামেরা থেকে জানা যায় ওই ব্যক্তি গোপীনাথপুর-2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাদা । এরপর রবিবার এই ঘটনার মীমাংসার জন্য সভা ডাকা হয় । অভিযোগ, মীমাংসা করতে যাওয়ার পথে নিশ্চিন্তপুরের কাছে তাঁদের উপর চড়াও হন উপপ্রধান ইয়াসিন মল্লিক ও তার লোকজন । বেশ কয়েকজনকে মারধরও করা হয় ৷ আহত হন চারজন । তাঁদের ধনিয়াখালি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ৷ অভিযোগ, উপপ্রধানের দাদাকে পোস্টে বেঁধে মারধর করা হয়েছিল, তার পালটা হিসেবে উপপ্রধান তাঁদের মারধর ৷

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে চুরির উপদ্রব বাড়ছিল গোপীনাথপুরে । গ্রামবাসীরা চোর ধরতে সিসি ক্যামেরা বসান । সিসি ক্যামেরায় দেখা যায় মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রীর কাজ করতে আসা একজন রাতে ঘোরাঘুরি করছেন । তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করতে তিনি জানান তাঁর নাম হামজা মল্লিক । স্থানীয় উপপ্রধান ইয়াসিন মল্লিক তাঁর ভাই । এরপর হবিবপুরে দু'জনকে ধরে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয় । এমনকী জুতোর মালাও পরানো হয় বলে দাবি। এই ঘটনার মীমাংসা করতে এদিন উভয় পক্ষকে ডাকেন বিধায়ক রামেন্দু সিংহ রায় । সেখানে যাওয়ার সময়ই এই মারধরের ঘটনা ঘটেছে বলে খবর । আব্দুল হাকিম নামে ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, "মীমাংসার জন্য যাওয়ার সময় দাদাকে বাঁচাতেই জন্যই ইয়াসিন মল্লিক বাঁশ ও রড দিয়ে মারধর করেন আমাদের । আমরা ওঁর শাস্তি চাই।"

তারকেশ্বরের বিধায়ক বলেন, "কয়েক দিন ধরে গ্রামে গরু এবং ভ্যান চুরি হয়েছে বলে অভিযোগ করে গ্রামবাসীরা । সেটা নিয়ে একটা গন্ডগোল হয় । পুলিশকে বলেছিলাম বিষয়টা দেখতে । দু'পক্ষই আবেদন করেছিল মীমাংসা করে দিতে । রবিবার পার্টি অফিসে ডাকা হয়েছিল । কিন্তু ওরা আসেনি । পরে শুনি এই ঘটনা । পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে । যদি উপপ্রধান দোষী হয় তাহলে প্রসাশন ব্যবস্থা নেবে । অপরাধ করলে কাউকে রেয়াত করা হবে না । সে যেই হোক না কেন দল ব্যবস্থা নেবে ।"

আরও পড়ুন: পিকনিকে এসে বচসা দুই গোষ্ঠীর; বাধা দিতে গিয়ে আক্রান্ত 7 পুলিশকর্মী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.