ETV Bharat / state

পাণ্ডুয়ার গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন - পাণ্ডুয়ায় গেঞ্জি কারখানায় আগুন

পাণ্ডুয়ার তেলিপাড়া মোড়ের গেঞ্জি কারখানায় আগুন লাগল। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

fire in genji factory Pandua
পাণ্ডুয়া
author img

By

Published : Apr 22, 2020, 9:55 PM IST

পাণ্ডুয়া, 22 এপ্রিল: পাণ্ডুয়ার একটি গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল। বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ পাণ্ডুয়ার তেলিপাড়া মোড়ের বন্ধ গেঞ্জি কারখানায় হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা। এরপরই দমকলে খবর দেন তাঁরা। দ্রুত ঘটনাস্থানে আসে দমকলের দু'টি ইঞ্জিন। আসে পাণ্ডয়া থানার পুলিশও। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।

fire in genji factory Pandua
তখনও গেঞ্জি কারখানায় লেলিহান আগুন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাণ্ডুয়ার তেলিপাড়া মোড়ের এই গেঞ্জি কারখানাটিতে লকডাউনের আগে 10 থেকে 12 জন শ্রমিক কাজ করতেন। কারখানা লাগোয়া রয়েছে একই মালিকের গোডাউন। কিন্তু কোরোনা কারণে দেশজুড়ে লকডাউন শুরু হতেই এই কারখানা ও গোডাউনটি বন্ধ হয়ে যায়। আজ সন্ধে সাতটা নাগাদ আচমকাই আগুন ধরে যায় বন্ধ কারখানাটিতে। রাতের অন্ধকারে আগুন সহজেই চোখে পড়ে।লেলিাহান আগুন দেখেই স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থানে। এদিকে কারখানার গায়ে গায়ে রয়েছে একটি চারতলা বাড়ি। আগুনের তীব্রতা বাড়তেই ওই বাড়ির মালিক ভানু মজুমদার সহ পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে বাইরে বেরিয়ে আসেন। এরমধ্য়ে দমকল ও পুলশে খবর দেওয়া হয়।

যদিও দমকল কর্মীরা ঘটনাস্থানে আসতে আসতে কারখানা, গোডাউন ছাড়াও পাশের বাড়িটির একতলার কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ঘটনায় কেউ হতাহত না হলেও কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে মনে করা হচ্ছে। আগুন লাগার তদন্ত শুরু করেছে পুলিশ।

পাণ্ডুয়া, 22 এপ্রিল: পাণ্ডুয়ার একটি গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল। বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ পাণ্ডুয়ার তেলিপাড়া মোড়ের বন্ধ গেঞ্জি কারখানায় হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা। এরপরই দমকলে খবর দেন তাঁরা। দ্রুত ঘটনাস্থানে আসে দমকলের দু'টি ইঞ্জিন। আসে পাণ্ডয়া থানার পুলিশও। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।

fire in genji factory Pandua
তখনও গেঞ্জি কারখানায় লেলিহান আগুন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাণ্ডুয়ার তেলিপাড়া মোড়ের এই গেঞ্জি কারখানাটিতে লকডাউনের আগে 10 থেকে 12 জন শ্রমিক কাজ করতেন। কারখানা লাগোয়া রয়েছে একই মালিকের গোডাউন। কিন্তু কোরোনা কারণে দেশজুড়ে লকডাউন শুরু হতেই এই কারখানা ও গোডাউনটি বন্ধ হয়ে যায়। আজ সন্ধে সাতটা নাগাদ আচমকাই আগুন ধরে যায় বন্ধ কারখানাটিতে। রাতের অন্ধকারে আগুন সহজেই চোখে পড়ে।লেলিাহান আগুন দেখেই স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থানে। এদিকে কারখানার গায়ে গায়ে রয়েছে একটি চারতলা বাড়ি। আগুনের তীব্রতা বাড়তেই ওই বাড়ির মালিক ভানু মজুমদার সহ পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে বাইরে বেরিয়ে আসেন। এরমধ্য়ে দমকল ও পুলশে খবর দেওয়া হয়।

যদিও দমকল কর্মীরা ঘটনাস্থানে আসতে আসতে কারখানা, গোডাউন ছাড়াও পাশের বাড়িটির একতলার কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ঘটনায় কেউ হতাহত না হলেও কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে মনে করা হচ্ছে। আগুন লাগার তদন্ত শুরু করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.