ETV Bharat / state

চন্দননগরে লকেটকে হেনস্থার অভিযোগ - injured

আজ বিকেলে ছাপ্পা ভোটের খবর পেয়ে লকেট চন্দননগরের 4 নম্বর ওয়ার্ডের একটি বুথে যান । সেখানে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ফেলে । এরপর BJP এবং তৃণমূলের মধ্যে ঝামেলা লাগে। অভিযোগ, লকেটকে হেনস্থা করা হয়েছে ।

মহিলা কর্মীদের মারধর
author img

By

Published : May 6, 2019, 7:20 PM IST

Updated : May 6, 2019, 7:34 PM IST

চন্দননগর, 6 মে : তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে দু'পক্ষের মহিলা কর্মীরা জখম হয়েছেন । চন্দননগরের 4 নম্বর ওয়ার্ডের ঘটনা । BJP প্রার্থী লকেট চ্যাটার্জি ওই বুথে পৌঁছালে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে । অভিযোগ, লকেটকে হেনস্থা করা হয় । ঝামেলার জেরে কিছুক্ষণের জন্য ভোটপর্ব বন্ধ থাকে । কিছুক্ষণের মধ্যেই ফের ভোটগ্রহণ চালু হয় ।

আজ বিকেলে ছাপ্পা ভোটের খবর পেয়ে লকেট চন্দননগরের 4 নম্বর ওয়ার্ডের একটি বুথে যান । সেখানে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ফেলে । এরপর BJP এবং তৃণমূলের মধ্যে ঝামেলা লাগে। অভিযোগ, লকেটকে হেনস্থা করা হয়েছে । এই ঘটনায় দুই পক্ষের কয়েকজন মহিলা সমর্থক জখম হয়েছেন । অপরদিকে তৃণমূলের অভিযোগ, লকেট EVM ভাঙচুরের চেষ্টা করেছে । চন্দননগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

দেখুন ভিডিয়ো

তৃণমূলের দাবি, নির্বাচনে হেরে যাবেন বলেই লকেট বিভিন্ন জায়গায় EVM ভাঙচুর করছে । এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছিল । BJP উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে । বাধা দিতে গেলে তৃণমূল কর্মীদেরই মারধর করা হয় ।

অপরদিকে BJP-র দাবি, আমাদের কাছে খবর আছে ওই বুথে ছাপ্পা ভোট চলছিল । লকেট চ্যাটার্জি সেখানে যেতেই গন্ডগোল বাধে । BJP মহিলা সমর্থকদের মারধর করা হয় ।

চন্দননগর, 6 মে : তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে দু'পক্ষের মহিলা কর্মীরা জখম হয়েছেন । চন্দননগরের 4 নম্বর ওয়ার্ডের ঘটনা । BJP প্রার্থী লকেট চ্যাটার্জি ওই বুথে পৌঁছালে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে । অভিযোগ, লকেটকে হেনস্থা করা হয় । ঝামেলার জেরে কিছুক্ষণের জন্য ভোটপর্ব বন্ধ থাকে । কিছুক্ষণের মধ্যেই ফের ভোটগ্রহণ চালু হয় ।

আজ বিকেলে ছাপ্পা ভোটের খবর পেয়ে লকেট চন্দননগরের 4 নম্বর ওয়ার্ডের একটি বুথে যান । সেখানে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ফেলে । এরপর BJP এবং তৃণমূলের মধ্যে ঝামেলা লাগে। অভিযোগ, লকেটকে হেনস্থা করা হয়েছে । এই ঘটনায় দুই পক্ষের কয়েকজন মহিলা সমর্থক জখম হয়েছেন । অপরদিকে তৃণমূলের অভিযোগ, লকেট EVM ভাঙচুরের চেষ্টা করেছে । চন্দননগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

দেখুন ভিডিয়ো

তৃণমূলের দাবি, নির্বাচনে হেরে যাবেন বলেই লকেট বিভিন্ন জায়গায় EVM ভাঙচুর করছে । এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছিল । BJP উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে । বাধা দিতে গেলে তৃণমূল কর্মীদেরই মারধর করা হয় ।

অপরদিকে BJP-র দাবি, আমাদের কাছে খবর আছে ওই বুথে ছাপ্পা ভোট চলছিল । লকেট চ্যাটার্জি সেখানে যেতেই গন্ডগোল বাধে । BJP মহিলা সমর্থকদের মারধর করা হয় ।

sample description
Last Updated : May 6, 2019, 7:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.