ETV Bharat / state

সময়ের আগেই ফাস্ট্যাগ বাধ্যতামূলক ডানকুনি টোল প্লাজ়ায়

ফাস্ট্যাগ সংক্রান্ত নির্দেশিকা অনেকের কাছেই পরিষ্কার নয় । আজ রাত 12 টার পর থেকে টোলপ্লাজ়ায় ফাস্ট্যাগ বাধ্যতামূলক হলেও ডানকুনি টোলপ্লাজ়ায় আজ সকাল থেকেই করা হচ্ছে জরিমানা ।

Dunkuni Toll Plaza
ছবি
author img

By

Published : Feb 15, 2021, 9:48 PM IST

ডানকুনি, 15 ফেব্রুয়ারি : আজ রাত 12 টার পর থেকে জাতীয় সড়কের টোলপ্লাজ়ায় বাধ্যতামূলক হচ্ছে ফাস্ট্যাগ । টোলপ্লাজ়া পার করার সময় গাড়িতে ফাস্ট্যাগ লাগানো না থাকলে বা অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে দিতে হবে দ্বিগুণ জরিমানা । কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নির্দেশিকা এখনও পরিষ্কার নয় ।

ডানকুনি টোলপ্লাজ়ায় আজ সকাল থেকেই করা হচ্ছে জরিমানা । তৈরি হচ্ছে সমস্যাও । বচসাতেও জড়িয়ে পড়ছেন গাড়ির চালক ও টোলকর্মীরা । ডানকুনি টোল প্লাজ়ার তরফে বলা হচ্ছে, বাধ্যতামূলক ফাস্ট্যাগের নিয়ম ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে । নেওয়া হচ্ছে না নগদ টাকা ।

Dunkuni Toll Plaza
সকাল থেকেই গাড়ি চালকরা হয়রান হন ডানকুনির টোল প্লাজ়ায়

একটি গাড়িতে ফাস্ট্যাগ না থাকায় লাগাতে বলায় বচসা, গাড়ির আরোহীর সঙ্গে বাদানুবাদ, গাড়িতে থাকা যাত্রীরা মমতা বন্দোপাধ্যায়ের নামে স্লোগানও দেন । বলেন, "এখানে দিদি চলবে... মোদি চলবে না ।"

আরও পড়ুন : ফাস্ট-ট্যাগের জটে আটকে নাজেহাল চালকরা

গত বছর মে মাস থেকে ফাস্ট্যাগ ব্যবস্থা চালু হলেও এখনও পঞ্চাশ ষাট শতাংশ গাড়ির ফাস্ট্যাগ নেই বলে দাবি ডানকুনি টোলপ্লাজ়ার আধিকারিক নিখিল যাদবের । তিনি বলেন, "আজ থেকে কোনও নগদ টাকা নেওয়া হবে না টোলে । যাঁদের নেই তাদের করিয়ে দেওয়া হচ্ছে । তা নিয়েও সমস্যা দেখা দিয়েছে । অনেকের জানাই নেই ফাস্ট্যাগ কী । যাঁদের নেই, তাদের টোল পার হতে দ্বিগুণ টাকা গুনতে হবে ।

ডানকুনি, 15 ফেব্রুয়ারি : আজ রাত 12 টার পর থেকে জাতীয় সড়কের টোলপ্লাজ়ায় বাধ্যতামূলক হচ্ছে ফাস্ট্যাগ । টোলপ্লাজ়া পার করার সময় গাড়িতে ফাস্ট্যাগ লাগানো না থাকলে বা অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে দিতে হবে দ্বিগুণ জরিমানা । কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নির্দেশিকা এখনও পরিষ্কার নয় ।

ডানকুনি টোলপ্লাজ়ায় আজ সকাল থেকেই করা হচ্ছে জরিমানা । তৈরি হচ্ছে সমস্যাও । বচসাতেও জড়িয়ে পড়ছেন গাড়ির চালক ও টোলকর্মীরা । ডানকুনি টোল প্লাজ়ার তরফে বলা হচ্ছে, বাধ্যতামূলক ফাস্ট্যাগের নিয়ম ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে । নেওয়া হচ্ছে না নগদ টাকা ।

Dunkuni Toll Plaza
সকাল থেকেই গাড়ি চালকরা হয়রান হন ডানকুনির টোল প্লাজ়ায়

একটি গাড়িতে ফাস্ট্যাগ না থাকায় লাগাতে বলায় বচসা, গাড়ির আরোহীর সঙ্গে বাদানুবাদ, গাড়িতে থাকা যাত্রীরা মমতা বন্দোপাধ্যায়ের নামে স্লোগানও দেন । বলেন, "এখানে দিদি চলবে... মোদি চলবে না ।"

আরও পড়ুন : ফাস্ট-ট্যাগের জটে আটকে নাজেহাল চালকরা

গত বছর মে মাস থেকে ফাস্ট্যাগ ব্যবস্থা চালু হলেও এখনও পঞ্চাশ ষাট শতাংশ গাড়ির ফাস্ট্যাগ নেই বলে দাবি ডানকুনি টোলপ্লাজ়ার আধিকারিক নিখিল যাদবের । তিনি বলেন, "আজ থেকে কোনও নগদ টাকা নেওয়া হবে না টোলে । যাঁদের নেই তাদের করিয়ে দেওয়া হচ্ছে । তা নিয়েও সমস্যা দেখা দিয়েছে । অনেকের জানাই নেই ফাস্ট্যাগ কী । যাঁদের নেই, তাদের টোল পার হতে দ্বিগুণ টাকা গুনতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.