ETV Bharat / state

কেন যশ আসার আগেই হুগলিতে মিনি টর্নেডো ? - মিনি টর্নেডো

কেন ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার আগের দিনই আচমকা মিনি টর্নেডো তাণ্ডব চালাল হুগলিতে ? বিশেষজ্ঞের মতে এটি একটি বিরল ঘটনা ৷

experts calls hooghly storm before yaas as mini tornado
কেন যশের আগেই হুগলিতে মিনি টর্নেডো ?
author img

By

Published : May 26, 2021, 5:07 PM IST

Updated : May 26, 2021, 7:16 PM IST

হুগলি, 26 মে : ক্রান্তীয় ঘূর্ণিঝড় আসার আগেই স্থলভাগে এক ঘূর্ণায়মান বায়ুস্তম্ভ ৷ যশ কাছে আসার আগেই আচমকা এলোপাথাড়ি ঝড়ে মঙ্গলবার আতঙ্ক ছড়ায় হুগলিতে ৷ বিরল এই প্রাকৃতিক দুর্যোগকে 'মিনি টর্নেডো' বলছেন বিশেষজ্ঞরা ৷ স্প্যানিস শব্দ থেকে উদ্ভুত টর্নেডো কথাটির অর্থ হল বজ্র বিদ্যুত্ সহ ঝড় বৃষ্টি ৷

যশের আগে উত্তর 24 পরগনার দিক থেকে ঘূর্ণিঝড় এসে হুগলির ব্যান্ডেল ও রাজহাটের কোরোলার বেশকিছু বাড়ি ও দোকানের চাল উড়িয়ে নিয়ে যায় । ভেঙে পড়ে গাছ । গাছ পড়ে টালির চাল ভেঙে যায় । টিনের চাল পাক খেতে খেতে উড়ে যায় বহু দূরে । ঘূর্ণিঝড়ে হুগলির চুঁচুড়া পৌরসভার 4 নম্বর, 6 নম্বর ওয়ার্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয় । ব্যান্ডেল চার্চের পাশে অস্থায়ী দোকানগুলি নিশ্চিহ্ন হয়ে যায় ৷

আচমকা এই ঝড়ের জন্য প্রস্তুত ছিল না এলাকার মানুষ ৷ কোনও আগাম সতর্কবার্তাও ছিল না ৷ বরং যশ অভিমুখ বদলে ওডিশার দিকে ঘুরছে শুনে মঙ্গলবার কিছুটা নিশ্চিন্তই হয়েছিল বাংলার মানুষ ৷ কিন্তু হুগলির ঝড় মানুষের উদ্বেগ বাড়ায় ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ঝড়ের তাণ্ডবের ভিডিয়ো ৷ প্রাকৃতিক এই ঘটনাকে বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ অনেকে একে মিনি টর্নেডো নাম দিয়েছেন ৷

আরও পড়ুন: আয়লা-আমফানের পর যশের ধ্বংসলীলা, অন্ধকারে সুন্দরবনের ভবিষ্যত্

রায়দিঘি কলেজের ভূগোল বিষয়ের সহযোগী অধ্যাপক শিশির চট্টোপাধ্যায়ের কথায়, "ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগে আছড়ে পড়ে ৷ পরে ধীরে ধীরে শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হয় ৷ কিন্তু যশ আসার আগেই সমুদ্রের মোহনা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে থাকা হালিশহর ও ব্যান্ডেলে হল ছোট টর্নেডো ৷ অনেক সময়ে আপেক্ষিকভাবে কোনও একটি অঞ্চলে তাপমাত্রার পরিবর্তন হওয়ার জন্য উষ্ণ বাতাস ও ঠান্ডা বাতাসের মধ্যে আচমকা সংঘর্ষ হয় ৷ এই সংঘর্ষের ফলে উষ্ণ বায়ু শীতল বায়ুকে ঠেলে উপরের দিকে তুলে দেয় এবং এর এক প্রান্ত যুক্ত থাকে মূলত বর্ষণ মেঘের সঙ্গে আর এক প্রান্ত যুক্ত থাকে ভূমিভাগের সঙ্গে ৷ ঠাণ্ডা ও গরম বাতাসের এই সংশ্লেষের জন্যই দৃশ্যমান ঘনীভবন ফানেলের মতো দেখতে আচমকা মিনি টর্নেডো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তবে ভবিষ্যতে এর কারণ খুঁজতে আরও পরীক্ষা-নীরিক্ষা চলবে ৷"

মায়ানমার সীমান্তে উচ্চচাপ তৈরি হয়ে রয়েছে বলেই তা প্রাচীর হয়ে দাঁড়িয়ে থেকে ক্রান্তীয় ঘূর্ণাবর্তকে বাংলায় ঢুকতে দিল না বলেও জানিয়েছেন তিনি ৷

হুগলি, 26 মে : ক্রান্তীয় ঘূর্ণিঝড় আসার আগেই স্থলভাগে এক ঘূর্ণায়মান বায়ুস্তম্ভ ৷ যশ কাছে আসার আগেই আচমকা এলোপাথাড়ি ঝড়ে মঙ্গলবার আতঙ্ক ছড়ায় হুগলিতে ৷ বিরল এই প্রাকৃতিক দুর্যোগকে 'মিনি টর্নেডো' বলছেন বিশেষজ্ঞরা ৷ স্প্যানিস শব্দ থেকে উদ্ভুত টর্নেডো কথাটির অর্থ হল বজ্র বিদ্যুত্ সহ ঝড় বৃষ্টি ৷

যশের আগে উত্তর 24 পরগনার দিক থেকে ঘূর্ণিঝড় এসে হুগলির ব্যান্ডেল ও রাজহাটের কোরোলার বেশকিছু বাড়ি ও দোকানের চাল উড়িয়ে নিয়ে যায় । ভেঙে পড়ে গাছ । গাছ পড়ে টালির চাল ভেঙে যায় । টিনের চাল পাক খেতে খেতে উড়ে যায় বহু দূরে । ঘূর্ণিঝড়ে হুগলির চুঁচুড়া পৌরসভার 4 নম্বর, 6 নম্বর ওয়ার্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয় । ব্যান্ডেল চার্চের পাশে অস্থায়ী দোকানগুলি নিশ্চিহ্ন হয়ে যায় ৷

আচমকা এই ঝড়ের জন্য প্রস্তুত ছিল না এলাকার মানুষ ৷ কোনও আগাম সতর্কবার্তাও ছিল না ৷ বরং যশ অভিমুখ বদলে ওডিশার দিকে ঘুরছে শুনে মঙ্গলবার কিছুটা নিশ্চিন্তই হয়েছিল বাংলার মানুষ ৷ কিন্তু হুগলির ঝড় মানুষের উদ্বেগ বাড়ায় ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ঝড়ের তাণ্ডবের ভিডিয়ো ৷ প্রাকৃতিক এই ঘটনাকে বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ অনেকে একে মিনি টর্নেডো নাম দিয়েছেন ৷

আরও পড়ুন: আয়লা-আমফানের পর যশের ধ্বংসলীলা, অন্ধকারে সুন্দরবনের ভবিষ্যত্

রায়দিঘি কলেজের ভূগোল বিষয়ের সহযোগী অধ্যাপক শিশির চট্টোপাধ্যায়ের কথায়, "ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগে আছড়ে পড়ে ৷ পরে ধীরে ধীরে শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হয় ৷ কিন্তু যশ আসার আগেই সমুদ্রের মোহনা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে থাকা হালিশহর ও ব্যান্ডেলে হল ছোট টর্নেডো ৷ অনেক সময়ে আপেক্ষিকভাবে কোনও একটি অঞ্চলে তাপমাত্রার পরিবর্তন হওয়ার জন্য উষ্ণ বাতাস ও ঠান্ডা বাতাসের মধ্যে আচমকা সংঘর্ষ হয় ৷ এই সংঘর্ষের ফলে উষ্ণ বায়ু শীতল বায়ুকে ঠেলে উপরের দিকে তুলে দেয় এবং এর এক প্রান্ত যুক্ত থাকে মূলত বর্ষণ মেঘের সঙ্গে আর এক প্রান্ত যুক্ত থাকে ভূমিভাগের সঙ্গে ৷ ঠাণ্ডা ও গরম বাতাসের এই সংশ্লেষের জন্যই দৃশ্যমান ঘনীভবন ফানেলের মতো দেখতে আচমকা মিনি টর্নেডো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তবে ভবিষ্যতে এর কারণ খুঁজতে আরও পরীক্ষা-নীরিক্ষা চলবে ৷"

মায়ানমার সীমান্তে উচ্চচাপ তৈরি হয়ে রয়েছে বলেই তা প্রাচীর হয়ে দাঁড়িয়ে থেকে ক্রান্তীয় ঘূর্ণাবর্তকে বাংলায় ঢুকতে দিল না বলেও জানিয়েছেন তিনি ৷

Last Updated : May 26, 2021, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.