ETV Bharat / state

ত্রাণ বিলিতে প্লাস্টিকের ব্যবহার, দূষণের আশঙ্কায় পরিবেশবিদরা

author img

By

Published : Apr 7, 2020, 9:12 AM IST

দুস্থদের সাহায্য করতে গিয়ে এড়িয়ে যাচ্ছে দূষণের বিষয়টি । প্লাস্টিকে করে দেদার বিলি হচ্ছে ত্রাণ । আর তাই আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা ।

Relief Distribution using Plastic
ত্রাণ বিলি

চুঁচুড়া, 7 এপ্রিল : একদিকে কোরোনা সংক্রমণ । অন্যদিকে লকডাউন । নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ । রসদে টান পড়ছে অনেকের । তাদের সাহায্যে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সরকার প্রত্যেকেই । খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে দুস্থদের হাতে । কিন্তু এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় চোখ এড়িয়ে যাচ্ছে অনেকের । যদিও বিষয়টি নজরে এসেছে পরিবেশবিদদের । আর তা হল ত্রাণ বিলিতে প্লাস্টিকের ব্যবহার । আর সেটা নিয়েই আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা । কারণ এর প্রভাব পরবর্তীকালে দেখা যেতে পারে । পরিবেশে বাড়তে পারে দূষণের মাত্রা ।

লকডাউনের ফলে রাস্তায় মানুষের আনাগোনা কমেছে । যানবাহন চলাচলও কমেছে । তাই বিশ্বের প্রায় সর্বত্রই কমেছে বায়ুদূষণের মাত্রা । আকাশ পরিষ্কার হয়েছে । বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে পশুপাখি । কিন্তু এই সবকিছুর মাঝে এড়িয়ে যাচ্ছে ত্রাণ বিলিতে প্লাস্টিকের ব্যবহারের বিষয়টি । কারণ এর প্রভাব এখন বোঝা না গেলেও পরবর্তীকালে এই প্লাস্টিক ব্যবহারের ফলে দূষণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চন্দননগরের পরিবেশবিদ বিশ্বজিৎ মুখার্জি । তবে, তিনি একথাও স্বীকার করেছেন , এই মুহূর্তে কোরোনায় দেশের যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার কোনও উপায় নেই । কিন্তু পরবর্তীকালে ত্রাণ বিলির ক্ষেত্রে পাট বা কাপড়ের ব্যাগ যাতে ব্যবহার করা হয় তা নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে ।

Relief Distribution using Plastic
প্লাস্টিকে করে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে

বিশ্বজিৎ মুখার্জি বলেন, "কোরোনার জন্য পরিবেশে একটা বিপর্যয় হচ্ছে । বিশেষ করে দেশজুড়ে প্লাস্টিকের বাড়বাড়ন্ত । এই মুহূর্তে এই বিপর্যয় মেনে নেওয়া ছাড়া কোনও গতি নেই । তবে, পরবর্তীকালে সেটা কীভাবে নিয়ন্ত্রণ করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করা যায় তা চিন্তাভাবনা করা দরকার । আমরাও ত্রাণ বিলি কর্মসূচি করছি । কিন্তু প্লাস্টিক ব্যবহার করছি না । মানুষকে বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসতে বলছি । তাই যেসব বিধায়ক, সাংসদরা ত্রাণ বিলি করছেন তাঁরাও যদি একই কাজ করেন তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে ।"

চুঁচুড়া, 7 এপ্রিল : একদিকে কোরোনা সংক্রমণ । অন্যদিকে লকডাউন । নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ । রসদে টান পড়ছে অনেকের । তাদের সাহায্যে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সরকার প্রত্যেকেই । খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে দুস্থদের হাতে । কিন্তু এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় চোখ এড়িয়ে যাচ্ছে অনেকের । যদিও বিষয়টি নজরে এসেছে পরিবেশবিদদের । আর তা হল ত্রাণ বিলিতে প্লাস্টিকের ব্যবহার । আর সেটা নিয়েই আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা । কারণ এর প্রভাব পরবর্তীকালে দেখা যেতে পারে । পরিবেশে বাড়তে পারে দূষণের মাত্রা ।

লকডাউনের ফলে রাস্তায় মানুষের আনাগোনা কমেছে । যানবাহন চলাচলও কমেছে । তাই বিশ্বের প্রায় সর্বত্রই কমেছে বায়ুদূষণের মাত্রা । আকাশ পরিষ্কার হয়েছে । বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে পশুপাখি । কিন্তু এই সবকিছুর মাঝে এড়িয়ে যাচ্ছে ত্রাণ বিলিতে প্লাস্টিকের ব্যবহারের বিষয়টি । কারণ এর প্রভাব এখন বোঝা না গেলেও পরবর্তীকালে এই প্লাস্টিক ব্যবহারের ফলে দূষণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চন্দননগরের পরিবেশবিদ বিশ্বজিৎ মুখার্জি । তবে, তিনি একথাও স্বীকার করেছেন , এই মুহূর্তে কোরোনায় দেশের যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার কোনও উপায় নেই । কিন্তু পরবর্তীকালে ত্রাণ বিলির ক্ষেত্রে পাট বা কাপড়ের ব্যাগ যাতে ব্যবহার করা হয় তা নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে ।

Relief Distribution using Plastic
প্লাস্টিকে করে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে

বিশ্বজিৎ মুখার্জি বলেন, "কোরোনার জন্য পরিবেশে একটা বিপর্যয় হচ্ছে । বিশেষ করে দেশজুড়ে প্লাস্টিকের বাড়বাড়ন্ত । এই মুহূর্তে এই বিপর্যয় মেনে নেওয়া ছাড়া কোনও গতি নেই । তবে, পরবর্তীকালে সেটা কীভাবে নিয়ন্ত্রণ করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করা যায় তা চিন্তাভাবনা করা দরকার । আমরাও ত্রাণ বিলি কর্মসূচি করছি । কিন্তু প্লাস্টিক ব্যবহার করছি না । মানুষকে বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসতে বলছি । তাই যেসব বিধায়ক, সাংসদরা ত্রাণ বিলি করছেন তাঁরাও যদি একই কাজ করেন তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.