ETV Bharat / state

Santanu Banerjee: 'তল্লাশি হবে জানতাম', ইডি'র অভিযান শেষে দাবি তৃণমূল নেতা শান্তনুর - শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি

কাল 12 ঘণ্টা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ তাদের চলে যাওয়ার পর সাংবাদিকদের কী বললেন তৃণমূল নেতা (Santanu Banerjee over ED search operation) ?

ED Search Operation
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি
author img

By

Published : Jan 21, 2023, 6:42 AM IST

Updated : Jan 21, 2023, 9:15 AM IST

হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান

বলাগড় (হুগলি), 21 জানুয়ারি: লাগাতার বারো ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালাল ইডি ৷ শুক্রবার সকাল 9:40 মিনিট নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন ৷ তিনি তৃণমূল কংগ্রেস হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ৷ 12 জন ইডি আধিকারিকেরা তাঁর বাড়ি থেকে বের হন রাত আনুমানিক 10টা নাগাদ ৷ এই পুরো সময়টা তৃণমূল নেতা বাড়িতেই ছিলেন ৷ শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সবরকম সহযোগিতা করেছেন এবং ইডি কর্তারাও তাঁর সঙ্গে যথেষ্ট ভদ্র ব্য়বহার করেছেন ৷ একইসঙ্গে তৃণমূল নেতা জানান, তাঁর বাড়িতে যে তল্লাশি হবে সেটা তিনি জানতেন ।

তবে তাঁর স্ত্রী ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন ৷ তাঁরা দু'জন তখনও বাড়ি ফেরেননি ৷ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে গাড়ি সবকিছু তল্লাশি করে ইডি ৷ সঙ্গে চলেছে জিজ্ঞাসাবাদও ৷ এই সময় বাড়ির চারদিকে পাহারায় ছিল সিআরপিএফ জওয়ান ৷ তবে তাঁর বাড়ি থেকে কী পাওয়া গিয়েছে, তা নিয়ে কিছু বলেননি ইডি আধিকারিকেরা ৷ শান্তনু বন্দ্যোপাধ্যায় অবশ্য সাংবাদিকদের জানান, বাড়ি থেকে অ্যাকাউন্ট সম্পর্কিত কাগজপত্র নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (Enforcement Directorate raids house of TMC Leader Santanu Banerjee for 12 hours) ৷ পাশাপাশি তাঁর দাবি, তিনি কোনও রকম দুর্নীতি করেননি ৷

আরও পড়ুন: ফের হুগলির এক তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা

রাত 10টা নাগাদ ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর শান্তনুকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ কী জন্য ইডি তাঁর বাড়িতে এসেছিল, এর উত্তরে তিনি বলেন, "কী জন্য এসেছিল, সেটা আপনাদের বলব না ৷ আর আপনারা ইতিমধ্যে মিডিয়ায় অনেক কিছু প্রচার করে আমায় চোর প্রতিপন্ন করে দিয়েছেন ৷ ইডির আধিকারিকেরা এসেছিলেন ৷ কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন ৷ তাঁরা আমার সহযোগিতায় সন্তুষ্ট ৷" তিনি জানান, ইডির আধিকারিকেরা তাঁকে অনুরোধ করেছেন, ভবিষ্যতে দরকার হলে তাঁকে ডাকবেন এবং শান্তনুও কথা দিয়েছেন ইডি যখন যেখানে ডাকবে, তিনি সেখানে গিয়ে তদন্তে সহযোগিতা করবেন ৷ তবে কেন তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে, সে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, "তদন্ত চলছে ৷ এটা আইনের বিষয় ৷ তাই আমি এ নিয়ে কিছু বলব না ৷" সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় ইডি আধিকারিকেরা তাঁর বাড়িতে থাকলেও তাঁর উপর কোনও চাপ দেওয়া হয়নি বলে জানান শাসক নেতা ৷ অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "তল্লাশি চলবে সেটা জানতাম ।"

হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান

বলাগড় (হুগলি), 21 জানুয়ারি: লাগাতার বারো ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালাল ইডি ৷ শুক্রবার সকাল 9:40 মিনিট নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন ৷ তিনি তৃণমূল কংগ্রেস হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ৷ 12 জন ইডি আধিকারিকেরা তাঁর বাড়ি থেকে বের হন রাত আনুমানিক 10টা নাগাদ ৷ এই পুরো সময়টা তৃণমূল নেতা বাড়িতেই ছিলেন ৷ শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সবরকম সহযোগিতা করেছেন এবং ইডি কর্তারাও তাঁর সঙ্গে যথেষ্ট ভদ্র ব্য়বহার করেছেন ৷ একইসঙ্গে তৃণমূল নেতা জানান, তাঁর বাড়িতে যে তল্লাশি হবে সেটা তিনি জানতেন ।

তবে তাঁর স্ত্রী ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন ৷ তাঁরা দু'জন তখনও বাড়ি ফেরেননি ৷ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে গাড়ি সবকিছু তল্লাশি করে ইডি ৷ সঙ্গে চলেছে জিজ্ঞাসাবাদও ৷ এই সময় বাড়ির চারদিকে পাহারায় ছিল সিআরপিএফ জওয়ান ৷ তবে তাঁর বাড়ি থেকে কী পাওয়া গিয়েছে, তা নিয়ে কিছু বলেননি ইডি আধিকারিকেরা ৷ শান্তনু বন্দ্যোপাধ্যায় অবশ্য সাংবাদিকদের জানান, বাড়ি থেকে অ্যাকাউন্ট সম্পর্কিত কাগজপত্র নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (Enforcement Directorate raids house of TMC Leader Santanu Banerjee for 12 hours) ৷ পাশাপাশি তাঁর দাবি, তিনি কোনও রকম দুর্নীতি করেননি ৷

আরও পড়ুন: ফের হুগলির এক তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা

রাত 10টা নাগাদ ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর শান্তনুকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ কী জন্য ইডি তাঁর বাড়িতে এসেছিল, এর উত্তরে তিনি বলেন, "কী জন্য এসেছিল, সেটা আপনাদের বলব না ৷ আর আপনারা ইতিমধ্যে মিডিয়ায় অনেক কিছু প্রচার করে আমায় চোর প্রতিপন্ন করে দিয়েছেন ৷ ইডির আধিকারিকেরা এসেছিলেন ৷ কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন ৷ তাঁরা আমার সহযোগিতায় সন্তুষ্ট ৷" তিনি জানান, ইডির আধিকারিকেরা তাঁকে অনুরোধ করেছেন, ভবিষ্যতে দরকার হলে তাঁকে ডাকবেন এবং শান্তনুও কথা দিয়েছেন ইডি যখন যেখানে ডাকবে, তিনি সেখানে গিয়ে তদন্তে সহযোগিতা করবেন ৷ তবে কেন তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে, সে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, "তদন্ত চলছে ৷ এটা আইনের বিষয় ৷ তাই আমি এ নিয়ে কিছু বলব না ৷" সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় ইডি আধিকারিকেরা তাঁর বাড়িতে থাকলেও তাঁর উপর কোনও চাপ দেওয়া হয়নি বলে জানান শাসক নেতা ৷ অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "তল্লাশি চলবে সেটা জানতাম ।"

Last Updated : Jan 21, 2023, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.