চন্দননগর, 9 অগস্ট: দুর্ঘটনাগ্রস্ত মৃত ব্যক্তির রক্ত পড়ে রয়েছে মাটিতে ৷ হাসপাতালে ঢুকে সেই রক্ত চেটে খাচ্ছে কুকুর। এমনই গুরুতর অভিযোগ উঠল চন্দননগর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে । এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যা দেখে শিউড়ে উঠেছে মানুষজন ।
চন্দননগরের বিজেপি মণ্ডল সভাপতি গোপাল চৌবে বলেন, "চন্দননগর হাসপাতাল শ্মশানে পরিণত হয়েছে । হাসপাতালে মানুষের রক্ত কুকুরে খাচ্ছে । এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটেছে । সংবাদমাধ্যমে দেখিয়েছে কিন্তু কোনও ফল হয়নি । চন্দননগর পৌরনিগম এবং সুপারকে বলেও কোন লাভ হয়নি ।"
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, "সঠিক কী হয়েছে আমি জানি না ৷ আমার মনিটারিং অফিসার আছে, তাঁকে হাসপাতালে পাঠিয়ে বিষয়টি আগে জানব । তারপর আমি এ বিষয়ে কিছু বলতে পারব ।"
অভিযোগ, চন্দননগর হাসপাতাল জুড়ে কুকুর ও বিড়ালের দৌরাত্ম্য রয়েছে । একাধিক ওয়ার্ডের মধ্যে কুকুর-বিড়াল ঘুরে বেড়াতে দেখা যায় । কিন্তু তাতে হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে হাসপাতাল সুপারের এই অভিযোগ অস্বীকার করেননি । তার পালটা সাফাই, কুকুরের সমস্যা তিনি চন্দননগর পৌরনিগম থেকে প্রশাসনিক দফতর সর্বস্তরে জানিয়েছেন। কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি । অপরদিকে কুকুর আটকাতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হাসপাতালে সারমেয়দের তারা খাবার না-দেন। কিন্তু তাতেও কুকুর-বিড়ালকে আটকানো যায়নি বলে অভিযোগ। আগামিদিনে যাতে এই ধরনের ঘটনা না-ঘটে, অবশ্যই সেদিকে নজর রাখবেন বলে জানান হাসপাতাল সুপার ।
আরও পড়ুন: টানাহ্যাঁচড়া করছিল কুকুর, মাতৃদিবসে মিলল সদ্যোজাত শিশুকন্যার দেহ
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় ৷ চন্দননগর বড়বাজারে একটি মাল্টিপ্লেক্সের ক্যাপসুল লিফটের কাজ চলাকালীন পরে গুরুতর আহত হন এক শ্রমিক। তাঁকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালের জরুরি বিভাগের সামনে দেহ রাখা হয় ময়নাতদন্তের জন্য। কিন্তু মৃত শ্রমিকের মাথা ফেটে যাওয়ার কারণে রক্ত পড়তে থাকে মেঝেতে। ট্রলির নীচে দিয়ে সেই রক্ত গড়িয়ে পড়ে মাটিতে । ভিডিয়োতে সেই রক্ত চেটে চেটে খেতে দেখা যায় কুকুরকে। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় মানুষের মধ্যে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর উদাসীনতার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। উপযুক্ত নিরাপত্তার অভাব রয়েছে হাসপাতালে বলে দাবি বিজেপির ।