ETV Bharat / state

পি কে-র বুদ্ধিতে খালি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছিল : দিলীপ - BJP

আজ অ্যাম্বুলেন্স বিতর্ক প্রসঙ্গে ফের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বললেন, "কৃষ্ণনগরের ওই সভায় 25 হাজার লোক ছিল ৷ হঠাৎ ওখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয় ৷ পি কে-র বুদ্ধিতে পরিকল্পনা করে খালি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৷ "

Dilip Ghosh Attacks TMC on Ambulance Controversy
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 10, 2020, 11:47 PM IST

শেওড়াফুলি (হুগলি), 10 জানুয়ারি : "পি কে-র বুদ্ধিতে পরিকল্পনা করে খালি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৷ " আজ হুগলির শেওড়াফুলিতে এভাবেই শাসকদলকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

6 জানুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে CAA -র সমর্থনে একটি মিছিল ও প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছিল BJP । সেখানে উপস্থিত ছিলেন দিলীপবাবু ৷ কৃষ্ণনগরে বক্তব্য রাখার সময় ওই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স ঢুকে পড়েছিল ৷ সভামঞ্চ থেকেই অ্যাম্বুলেন্সটিকে ঘুরিয়ে নিয়ে যেতে বলেছিলেন তিনি ৷ অভিযোগ করেছিলেন, এ'টি শাসকদলের চক্রান্ত ৷ যা নিয়ে বিতর্ক দানা বেধেছিল ৷

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স বিতর্কে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ

আজ শেওড়াফুলিতে অ্যাম্বুলেন্স প্রসঙ্গ টেনে দিলীপবাবু বলেন, "কৃষ্ণনগরের ওই সভায় 25 হাজার লোক ছিল ৷ হঠাৎ ওখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয় ৷ আমি বলেছিলাম এখান দিয়ে অ্যাম্বুলেন্স যাবে না ৷ এত লোক বসে আছে ৷ পাশের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিন ৷ কেউ ছিল না অ্যাম্বুলেন্সে ৷ এখন নাটক করে বলা হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স আটকাই ৷"

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিলীপের

তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, "নিজের বুদ্ধি পি কে-র কাছে জমা দিয়ে দিয়েছেন ৷ মিথ্যার রাজনীতি বন্ধ করুন ৷ বাঙালিকে অনেক ধোঁকা দিয়েছেন ৷ এবার বাঙালি তোমাদের শিক্ষা দেবে ৷ আগামী নির্বাচনে হিসেব-নিকেশ বুঝিয়ে দিন ৷ "

পি কে-র বুদ্ধিতে খালি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছিল, অভিযোগ দিলীপ ঘোষের

তৃণমূল নেত্রীর CAA ও NRC বিরুদ্ধে পথে প্রতিবাদ মিছিল প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, "দিদিমণি আজ টেনশনে আছেন ৷ শান্তিতে থাকতে পারছেন না ৷ একবছর পরে এমনিই বিরোধী নেত্রী হবেন ৷ আগেই রাস্তায় ঘুরে ঘুরে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ৷ বিহার থেকে এক মাসতুতো ভাই পি কে এসেছেন, তাঁকে সবকিছু দিয়ে দিয়েছেন ৷"

শেওড়াফুলি (হুগলি), 10 জানুয়ারি : "পি কে-র বুদ্ধিতে পরিকল্পনা করে খালি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৷ " আজ হুগলির শেওড়াফুলিতে এভাবেই শাসকদলকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

6 জানুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে CAA -র সমর্থনে একটি মিছিল ও প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছিল BJP । সেখানে উপস্থিত ছিলেন দিলীপবাবু ৷ কৃষ্ণনগরে বক্তব্য রাখার সময় ওই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স ঢুকে পড়েছিল ৷ সভামঞ্চ থেকেই অ্যাম্বুলেন্সটিকে ঘুরিয়ে নিয়ে যেতে বলেছিলেন তিনি ৷ অভিযোগ করেছিলেন, এ'টি শাসকদলের চক্রান্ত ৷ যা নিয়ে বিতর্ক দানা বেধেছিল ৷

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স বিতর্কে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ

আজ শেওড়াফুলিতে অ্যাম্বুলেন্স প্রসঙ্গ টেনে দিলীপবাবু বলেন, "কৃষ্ণনগরের ওই সভায় 25 হাজার লোক ছিল ৷ হঠাৎ ওখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয় ৷ আমি বলেছিলাম এখান দিয়ে অ্যাম্বুলেন্স যাবে না ৷ এত লোক বসে আছে ৷ পাশের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিন ৷ কেউ ছিল না অ্যাম্বুলেন্সে ৷ এখন নাটক করে বলা হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স আটকাই ৷"

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিলীপের

তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, "নিজের বুদ্ধি পি কে-র কাছে জমা দিয়ে দিয়েছেন ৷ মিথ্যার রাজনীতি বন্ধ করুন ৷ বাঙালিকে অনেক ধোঁকা দিয়েছেন ৷ এবার বাঙালি তোমাদের শিক্ষা দেবে ৷ আগামী নির্বাচনে হিসেব-নিকেশ বুঝিয়ে দিন ৷ "

পি কে-র বুদ্ধিতে খালি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছিল, অভিযোগ দিলীপ ঘোষের

তৃণমূল নেত্রীর CAA ও NRC বিরুদ্ধে পথে প্রতিবাদ মিছিল প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, "দিদিমণি আজ টেনশনে আছেন ৷ শান্তিতে থাকতে পারছেন না ৷ একবছর পরে এমনিই বিরোধী নেত্রী হবেন ৷ আগেই রাস্তায় ঘুরে ঘুরে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ৷ বিহার থেকে এক মাসতুতো ভাই পি কে এসেছেন, তাঁকে সবকিছু দিয়ে দিয়েছেন ৷"

Intro:তৃণমূল নিজের বুদ্ধিটাকে পিকের কাছে জমা দিয়ে দিয়েছে, তৃণমূল কে আহাম্মকের দল বলে কটাক্ষ করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কৃষ্ণনগরে বিজেপি সভায় ফাঁকা এ্যাম্বুলেন্স পিকের পরিকল্পনায় ঢোকানো হয়েছিলো।এ্যাম্বুলেন্স আটকানো প্রসঙ্গে দিলীপ বাবু শেওড়াফুলিতে এভাবেই বিধলেন তৃণমূল ও মমতা ব্যানার্জিকে।
বিজেপি রাজ্য সভাপতি বলেন,একটা খবর ছরানো হচ্ছে,ভিডিও চলছে,আমাদের কৃষ্ণনগরে চল্লিশ পঞ্চাশ হাজার জমায়েত ছিলো।সেদিন পঁচিশ হাজার লোকের সভা চলছিলো তেমাথায়।সেখানে ফাঁকা এ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয়।আমি বলেছিলাম এতগুলো লোক বসে আছে, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নাও।এই এ্যাম্বুলেন্স ঢোকানো ছিলো পিকের পরিকল্পনা।তৃনমূল নিজের বুদ্ধিকে পিকের কাছে জমা দিয়ে দিয়েছে।ঘর বার সরকার পার্টি সব কিছু জমা দিয়ে দিয়েছে বিহার থেকে আসা এক মাসতুতো ভাইকে।দিদিমনি আজকে টেনশানে আছেন। তাই বিভিন্ন জেলার রাস্তায় রাস্তায় ঘুরছে।উনি বুঝে গেছেন এক বছর পর তো বিরোধী হবেন।এই অবস্থা হবে তাই প্র্যাকটিস করছেন। নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন উদবাস্তুদের নাগরিকত্ব দেবেন প্রধানমন্ত্রী আর তার বিরোধীতা করছে তৃনমূল সিপিএম কংগ্রেস।এর জবাব দিন,বলেন দিলীপ ঘোষ।প্রত্যেক জায়গায় অস্ত্র কারখানা পাওয়া যাচ্ছে। জেলায় জেলায় বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এবং শিমি জামাত আলকায়দার চেয়ে উগ্রপন্থীরা লুকিয়ে আছে। পুলিশ সব জায়গায় জেনেও ধরছেনা ।এটা অত্যাচারিতদের পার্টি ও সমাজবিরোধীদের পার্টি তৃণমূল কে বিদায় করে পশ্চিমবাংলায় পরিবর্তন করতে হবে। তারপরে পশ্চিমবঙ্গ সোনার বাংলা হবে। তাই ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কার্যকর্তা লড়াই করছেন।2019 শে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চলছে। দু তিন হাজার লোক জেলে আছে 2-3 হাজার লোক ঘরছাড়া হয়ে আছে ।পুলিশের অত্যাচারে গুন্ডার অত্যাচার করেছে। তাও আমরা বুক চিতিয়ে লড়ছি। পশ্চিমবাংলার মানুষ বিজেপির সঙ্গে আছে মোদির সঙ্গে আছে তাই দিদিমণি এখন টেনশনে আছেন শান্তিতে থাকতে পারছেন না পাঁচ বছর পরে তিনি বিরোধী নেত্রী হবেন।Body:WB_HGL_CAA RALLY RECX DILIP GHOSH_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.