শেওড়াফুলি (হুগলি), 10 জানুয়ারি : "পি কে-র বুদ্ধিতে পরিকল্পনা করে খালি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৷ " আজ হুগলির শেওড়াফুলিতে এভাবেই শাসকদলকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
6 জানুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে CAA -র সমর্থনে একটি মিছিল ও প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছিল BJP । সেখানে উপস্থিত ছিলেন দিলীপবাবু ৷ কৃষ্ণনগরে বক্তব্য রাখার সময় ওই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স ঢুকে পড়েছিল ৷ সভামঞ্চ থেকেই অ্যাম্বুলেন্সটিকে ঘুরিয়ে নিয়ে যেতে বলেছিলেন তিনি ৷ অভিযোগ করেছিলেন, এ'টি শাসকদলের চক্রান্ত ৷ যা নিয়ে বিতর্ক দানা বেধেছিল ৷
আরও পড়ুন : অ্যাম্বুলেন্স বিতর্কে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ
আজ শেওড়াফুলিতে অ্যাম্বুলেন্স প্রসঙ্গ টেনে দিলীপবাবু বলেন, "কৃষ্ণনগরের ওই সভায় 25 হাজার লোক ছিল ৷ হঠাৎ ওখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হয় ৷ আমি বলেছিলাম এখান দিয়ে অ্যাম্বুলেন্স যাবে না ৷ এত লোক বসে আছে ৷ পাশের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিন ৷ কেউ ছিল না অ্যাম্বুলেন্সে ৷ এখন নাটক করে বলা হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স আটকাই ৷"
আরও পড়ুন : অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিলীপের
তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, "নিজের বুদ্ধি পি কে-র কাছে জমা দিয়ে দিয়েছেন ৷ মিথ্যার রাজনীতি বন্ধ করুন ৷ বাঙালিকে অনেক ধোঁকা দিয়েছেন ৷ এবার বাঙালি তোমাদের শিক্ষা দেবে ৷ আগামী নির্বাচনে হিসেব-নিকেশ বুঝিয়ে দিন ৷ "
তৃণমূল নেত্রীর CAA ও NRC বিরুদ্ধে পথে প্রতিবাদ মিছিল প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, "দিদিমণি আজ টেনশনে আছেন ৷ শান্তিতে থাকতে পারছেন না ৷ একবছর পরে এমনিই বিরোধী নেত্রী হবেন ৷ আগেই রাস্তায় ঘুরে ঘুরে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ৷ বিহার থেকে এক মাসতুতো ভাই পি কে এসেছেন, তাঁকে সবকিছু দিয়ে দিয়েছেন ৷"