ETV Bharat / state

Death of Young Cricketer: অনুশীলন চলাকালীন তরুণ ক্রিকেটারের মৃত্যু, চন্দননগরে শোকের ছায়া - Death of Young Cricketer During to Practice

অনুশীলন করতে গিয়ে মৃত্যু হল এক তরুণ ক্রিকেটারের ৷ ঘটনাটি ঘটেছে চন্দননগর কাঁটাপুকুর মসজিদতলা এলাকায় (Death of Young Cricketer During to Practice)।

Death of Young Cricketer
অনুশীলন চলাকালীন তরুণ ক্রিকেটারের মৃত্যু
author img

By

Published : Dec 10, 2022, 7:43 AM IST

হুগলি, 10 ডিসেম্বর: অনুশীলন করতে গিয়ে মৃত্যু হল এক তরুণ ক্রিকেটারের । নাম দীপঙ্কর দাস (18) । বাড়ি চন্দননগর কাঁটাপুকুর মসজিদতলা এলাকায় । নাড়ুয়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন দীপঙ্কর (Death of Young Cricketer During to Practice) ।

জানা গিয়েছে, চন্দননগর সন্তান সংঘের মাঠে শুক্রবার তিন বন্ধু ক্রিকেট অনুশীলন করছিলেন । সেই সময় একটি ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান দীপঙ্কর । মাঠেই সংজ্ঞা হারান তিনি । হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁদের প্রাথমিক অনুমান,হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ গিয়েছে দীপঙ্করের । এলাকার খুবই জনপ্রিয় ছেলে ছিলেন । হঠাৎ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চন্দননগরে ।সন্তান সঙ্ঘের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানান হয় ।

2 বছর আগে হাওড়ায় দীপঙ্করের দাদার মৃত্যু হয় । চন্দননগর কাউন্সিলর মোহিত নন্দী বলেন, "প্রতিদিন মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে ছেলেরা । দীপঙ্করও করত । ভালো খেলার পাশাপাশি খুব ভালো খোল বাজাত । খুব ভালো ছেলে ছিল হঠাৎ যে কি হয়ে গেল !"

আরও পড়ুন: গর্ভপাতের ওষুধ খেয়ে মৃত্যু নাবালিকা প্রেমিকার, যাবজ্জীবনের সাজা প্রেমিকের

হুগলি, 10 ডিসেম্বর: অনুশীলন করতে গিয়ে মৃত্যু হল এক তরুণ ক্রিকেটারের । নাম দীপঙ্কর দাস (18) । বাড়ি চন্দননগর কাঁটাপুকুর মসজিদতলা এলাকায় । নাড়ুয়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন দীপঙ্কর (Death of Young Cricketer During to Practice) ।

জানা গিয়েছে, চন্দননগর সন্তান সংঘের মাঠে শুক্রবার তিন বন্ধু ক্রিকেট অনুশীলন করছিলেন । সেই সময় একটি ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান দীপঙ্কর । মাঠেই সংজ্ঞা হারান তিনি । হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁদের প্রাথমিক অনুমান,হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ গিয়েছে দীপঙ্করের । এলাকার খুবই জনপ্রিয় ছেলে ছিলেন । হঠাৎ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চন্দননগরে ।সন্তান সঙ্ঘের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানান হয় ।

2 বছর আগে হাওড়ায় দীপঙ্করের দাদার মৃত্যু হয় । চন্দননগর কাউন্সিলর মোহিত নন্দী বলেন, "প্রতিদিন মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে ছেলেরা । দীপঙ্করও করত । ভালো খেলার পাশাপাশি খুব ভালো খোল বাজাত । খুব ভালো ছেলে ছিল হঠাৎ যে কি হয়ে গেল !"

আরও পড়ুন: গর্ভপাতের ওষুধ খেয়ে মৃত্যু নাবালিকা প্রেমিকার, যাবজ্জীবনের সাজা প্রেমিকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.