ETV Bharat / state

মাঠেই মৃত্যু কিশোর ফুটবলারের - death of footballer in field at hooghly

খেলার সময় বুক দিয়ে বল রিসিভ করতে গিয়ে আঘাত পায় তন্ময় সাহা । লুটিয়ে পরে মাঠে । ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 16, 2019, 2:35 AM IST

Updated : Aug 16, 2019, 3:28 AM IST

হুগলি, 16 অগাস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল প্রতিযোগিতার ৷ খেলতে গিয়ে মৃত্যু হল এক ফুটবলারের । নাম তন্ময় সাহা (16) ।

আরও পড়ুন : মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে

একাদশ শ্রেণির ছাত্র তন্ময় ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি ক্লাবে খেলত । প্রতি বছরের মতো এ বছরও ঝাঁপপুকুরে স্বাধীনতা দিবসের দিন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ৷ খেলার সময় বুক দিয়ে বল রিসিভ করতে গিয়ে আঘাত পায় তন্ময় । লুটিয়ে পরে মাঠে । ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ।

হুগলি, 16 অগাস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল প্রতিযোগিতার ৷ খেলতে গিয়ে মৃত্যু হল এক ফুটবলারের । নাম তন্ময় সাহা (16) ।

আরও পড়ুন : মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে

একাদশ শ্রেণির ছাত্র তন্ময় ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি ক্লাবে খেলত । প্রতি বছরের মতো এ বছরও ঝাঁপপুকুরে স্বাধীনতা দিবসের দিন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ৷ খেলার সময় বুক দিয়ে বল রিসিভ করতে গিয়ে আঘাত পায় তন্ময় । লুটিয়ে পরে মাঠে । ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ।

Intro:স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল খেলতে গিয়ে মৃত এক ফুটবলার। নাম তন্ময় সাহা(১৬)।হুগলি ব্রাঞ্চ স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্র ছিল।সে ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি ক্লাবে খেলত।প্রতিবছরের ন্যায় কেওটা ঝাঁপপুকুরে স্বাধীনতা দিবসের দিন ফুটবল খেলার সময় মৃত্যু কিশোরের।মাঠে ফুটবল খেলার সময় বুকে বল রিসিভ করতে গিয়ে আঘাত পায়।সেখানেই লুটিয়ে পরে মাঠেই।তারপর তাকে ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।
এই ঘটনায় শোকাহত প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব সকলেই।
Body:WB_HGL_FOOTBALLER DEATH_7203418Conclusion:
Last Updated : Aug 16, 2019, 3:28 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.