ETV Bharat / state

Kalyan Banerjee On PK : পিকে’র কেরামতি নয়, তৃণমূল জিতেছে মমতা ম্যাজিকে : কল্যাণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে তৃণমূল বিধানসভা নির্বাচনে জিতেছে ৷ প্রশান্ত কিশোরের সংস্থার ভূমিকা এতে ছিল না বলে দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Credit Goes to Mamata Banerjee for Assembly Election Win not Prashant Kishore Says Kalyan Banerjee) ৷ এদিন প্রশান্ত কিশোরের সংস্থার কংগ্রেসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে একথা বলেন শ্রীরামপুরের সাংসদ ৷

Credit Goes to Mamata Banerjee for Assembly Election Win not Prashant Kishore Says Kalyan Banerjee
Credit Goes to Mamata Banerjee for Assembly Election Win not Prashant Kishore Says Kalyan Banerjee
author img

By

Published : Apr 24, 2022, 5:38 PM IST

কলকাতা, 24 এপ্রিল : তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এবার কংগ্রেসের সঙ্গেও কাজ করছে ৷ যা নিয়ে ফের একবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, প্রশান্ত কিশোর কোথায় যোগ দিয়েছেন তা তিনি জানেন না ৷ তা সম্পূর্ণভাবে ওঁর ব্যক্তিগত ব্যাপার বলে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তবে, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল আসন জয়ের পিছনে পিকে’র সংস্থার কোনও অবদান নেই বলে দাবি করেছেন কল্যাণ (Credit Goes to Mamata Banerjee for Assembly Election Win not Prashant Kishore Says Kalyan Banerjee) ৷ 213 আসন জয়ের পিছনে পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করেছেন তিনি ৷

রাজ্যে প্রায় রোজ কোথাও না কোথাও ধর্ষণ ও গণধর্ষণের মতো অপরাধের অভিযোগ উঠছে ৷ যে প্রসঙ্গে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে আনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ শ্রীরামপুরের সাংসদের যুক্তি, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ ও গুন্ডামি সবচেয়ে বেশি ৷ আর নিজের যুক্তির স্বপক্ষে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টের পরিসংখ্যানের কথা বলেন তিনি ৷ পাশাপাশি, প্রয়াগরাজে এক পরিবারের একটি শিশু-সহ 5 সদস্যকে পুড়িয়ে মারার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন কল্যাণ ৷ তাঁর অভিযোগ, অমিত শাহ পুরো ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন ৷

আরও পড়ুন : Kalyan Banerjee on CBI : বাংলায় সিবিআই সব মামলায় ব্যর্থ, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এ রাজ্যে বিজেপি 2024’র নির্বাচনের আগেই শেষ হয়ে যাবে বলেও দাবি করেন কল্যাণ ৷ তাঁর মতে, বিজেপি নিজেদের মধ্যেই মারামারি করে শেষ হয়ে যাবে ৷ প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক উপনির্বাচনে এ রাজ্যে বিজেপি পর্যুদস্ত হয়েছে ৷ যা নিয়ে আদি ও নব্য বিজেপির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে ৷ এমনকি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সাংগঠনিক নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির পুরনো নেতা-কর্মীরা ৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 2024 লোকসভা ভোটের আগেই এ রাজ্যে বিজেপি অস্তিত্ব সংকটে পড়বে ৷

কলকাতা, 24 এপ্রিল : তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এবার কংগ্রেসের সঙ্গেও কাজ করছে ৷ যা নিয়ে ফের একবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, প্রশান্ত কিশোর কোথায় যোগ দিয়েছেন তা তিনি জানেন না ৷ তা সম্পূর্ণভাবে ওঁর ব্যক্তিগত ব্যাপার বলে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তবে, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল আসন জয়ের পিছনে পিকে’র সংস্থার কোনও অবদান নেই বলে দাবি করেছেন কল্যাণ (Credit Goes to Mamata Banerjee for Assembly Election Win not Prashant Kishore Says Kalyan Banerjee) ৷ 213 আসন জয়ের পিছনে পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করেছেন তিনি ৷

রাজ্যে প্রায় রোজ কোথাও না কোথাও ধর্ষণ ও গণধর্ষণের মতো অপরাধের অভিযোগ উঠছে ৷ যে প্রসঙ্গে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে আনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ শ্রীরামপুরের সাংসদের যুক্তি, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ ও গুন্ডামি সবচেয়ে বেশি ৷ আর নিজের যুক্তির স্বপক্ষে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টের পরিসংখ্যানের কথা বলেন তিনি ৷ পাশাপাশি, প্রয়াগরাজে এক পরিবারের একটি শিশু-সহ 5 সদস্যকে পুড়িয়ে মারার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন কল্যাণ ৷ তাঁর অভিযোগ, অমিত শাহ পুরো ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন ৷

আরও পড়ুন : Kalyan Banerjee on CBI : বাংলায় সিবিআই সব মামলায় ব্যর্থ, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এ রাজ্যে বিজেপি 2024’র নির্বাচনের আগেই শেষ হয়ে যাবে বলেও দাবি করেন কল্যাণ ৷ তাঁর মতে, বিজেপি নিজেদের মধ্যেই মারামারি করে শেষ হয়ে যাবে ৷ প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক উপনির্বাচনে এ রাজ্যে বিজেপি পর্যুদস্ত হয়েছে ৷ যা নিয়ে আদি ও নব্য বিজেপির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে ৷ এমনকি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সাংগঠনিক নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির পুরনো নেতা-কর্মীরা ৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 2024 লোকসভা ভোটের আগেই এ রাজ্যে বিজেপি অস্তিত্ব সংকটে পড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.