ETV Bharat / state

বেহাল হালখাতা, নববর্ষেও ফিরল না হাল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া বিক্রি বাটা প্রায় নেই বললেই চলে । তা সত্ত্বেও পয়লা বৈশাখে মন্দিরে পুজো দিয়ে হাল খাতা করতে দেখা গেল ব্যবসায়ীদের । অনেকেই খদ্দেরের আশায় সুন্দর করে সাজান দোকান । নতুন বছরের জন্য বাজারে মানুষ ভিড় বাড়ালেও বাজার অনেকটাই মন্দা বলে জানান ব্যবসায়ীরা ।

বেহাল হালখাতা
বেহাল হালখাতা
author img

By

Published : Apr 16, 2021, 6:44 PM IST

চুঁচুড়া, 16 এপ্রিল : পয়লা বৈশাখে হাল ফিরল না ব্যবসায়ীদের । করোনা আতঙ্ক কাটিয়ে ব্যবসার হাল যেটুকু ছন্দে ফিরছিল, ফের সংক্রমণ বাড়াতে ব্যবসার অবস্থা বেহাল । পয়লা বৈশাখেও সেই ছবি দেখা গেল ।

এবারের পয়লা বৈশাখ একেবারেই ফিকে । সে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কেনাই হোক, মিষ্টি মুখ করা কিংবা হালখাতা । করোনার দাপটে সবই ম্লান । তার উপর গত এক বছরে মানুষের আয় অনেকটাই কমেছে । অনেকেই কাজ হারিয়েছেন ৷ যার প্রভাব পড়েছে সব ক্ষেত্রে । পয়লা বৈশাখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া বিক্রি সেরকম একটা হয়নি । যদিও,পয়লা বৈশাখে মন্দিরে পুজো দিয়ে হাল খাতা করতে দেখা গেল ব্যবসায়ীদের । অনেকেই খদ্দেরের আশায় সুন্দর করে সাজান দোকান । নতুন বছরে বাজারে মানুষ ভিড় বাড়ালেও বাজার অনেকটাই মন্দা বলে জানান ব্যবসায়ীরা ।
আরও পড়ুন : নববর্ষে করোনা বিধি শিকেয় তুলে ভিড় কালীঘাট মন্দিরে

তবে একটু স্বস্তির নিশ্বাস মিষ্টান্ন ব্যবসায়ী জয়ন্ত দাসের গলায় ৷ তাঁর কথায়, "গতবারে করোনাকালে যা অবস্থা হয়েছিল, সেই তুলনায় বিক্রি বাটা হচ্ছে এই বছর । তবে করোনা আবার ফিরে আশায় কী হবে বলা যাচ্ছে না ।"

নববর্ষের দিনও চিন্তায় হুগলির ব্যবসায়ীরা

অন্যদিকে, চন্দননগরের সোনা ব্যবসায়ী অমিত ঘোষ বলেন, "একে তো আন্তর্জাতিক বাজারের সোনার ব্যবসা খুবই খারাপ । তার উপর যেটুকু বাজার উঠছিল । আবার করোনায় অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখছি । এই পরিস্থিতিতে হাল খাতায় হাল ফেরার আশা দেখছি না ।"

চুঁচুড়া, 16 এপ্রিল : পয়লা বৈশাখে হাল ফিরল না ব্যবসায়ীদের । করোনা আতঙ্ক কাটিয়ে ব্যবসার হাল যেটুকু ছন্দে ফিরছিল, ফের সংক্রমণ বাড়াতে ব্যবসার অবস্থা বেহাল । পয়লা বৈশাখেও সেই ছবি দেখা গেল ।

এবারের পয়লা বৈশাখ একেবারেই ফিকে । সে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কেনাই হোক, মিষ্টি মুখ করা কিংবা হালখাতা । করোনার দাপটে সবই ম্লান । তার উপর গত এক বছরে মানুষের আয় অনেকটাই কমেছে । অনেকেই কাজ হারিয়েছেন ৷ যার প্রভাব পড়েছে সব ক্ষেত্রে । পয়লা বৈশাখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া বিক্রি সেরকম একটা হয়নি । যদিও,পয়লা বৈশাখে মন্দিরে পুজো দিয়ে হাল খাতা করতে দেখা গেল ব্যবসায়ীদের । অনেকেই খদ্দেরের আশায় সুন্দর করে সাজান দোকান । নতুন বছরে বাজারে মানুষ ভিড় বাড়ালেও বাজার অনেকটাই মন্দা বলে জানান ব্যবসায়ীরা ।
আরও পড়ুন : নববর্ষে করোনা বিধি শিকেয় তুলে ভিড় কালীঘাট মন্দিরে

তবে একটু স্বস্তির নিশ্বাস মিষ্টান্ন ব্যবসায়ী জয়ন্ত দাসের গলায় ৷ তাঁর কথায়, "গতবারে করোনাকালে যা অবস্থা হয়েছিল, সেই তুলনায় বিক্রি বাটা হচ্ছে এই বছর । তবে করোনা আবার ফিরে আশায় কী হবে বলা যাচ্ছে না ।"

নববর্ষের দিনও চিন্তায় হুগলির ব্যবসায়ীরা

অন্যদিকে, চন্দননগরের সোনা ব্যবসায়ী অমিত ঘোষ বলেন, "একে তো আন্তর্জাতিক বাজারের সোনার ব্যবসা খুবই খারাপ । তার উপর যেটুকু বাজার উঠছিল । আবার করোনায় অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখছি । এই পরিস্থিতিতে হাল খাতায় হাল ফেরার আশা দেখছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.