চুঁচুড়া, 16 এপ্রিল : পয়লা বৈশাখে হাল ফিরল না ব্যবসায়ীদের । করোনা আতঙ্ক কাটিয়ে ব্যবসার হাল যেটুকু ছন্দে ফিরছিল, ফের সংক্রমণ বাড়াতে ব্যবসার অবস্থা বেহাল । পয়লা বৈশাখেও সেই ছবি দেখা গেল ।
এবারের পয়লা বৈশাখ একেবারেই ফিকে । সে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কেনাই হোক, মিষ্টি মুখ করা কিংবা হালখাতা । করোনার দাপটে সবই ম্লান । তার উপর গত এক বছরে মানুষের আয় অনেকটাই কমেছে । অনেকেই কাজ হারিয়েছেন ৷ যার প্রভাব পড়েছে সব ক্ষেত্রে । পয়লা বৈশাখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া বিক্রি সেরকম একটা হয়নি । যদিও,পয়লা বৈশাখে মন্দিরে পুজো দিয়ে হাল খাতা করতে দেখা গেল ব্যবসায়ীদের । অনেকেই খদ্দেরের আশায় সুন্দর করে সাজান দোকান । নতুন বছরে বাজারে মানুষ ভিড় বাড়ালেও বাজার অনেকটাই মন্দা বলে জানান ব্যবসায়ীরা ।
আরও পড়ুন : নববর্ষে করোনা বিধি শিকেয় তুলে ভিড় কালীঘাট মন্দিরে
তবে একটু স্বস্তির নিশ্বাস মিষ্টান্ন ব্যবসায়ী জয়ন্ত দাসের গলায় ৷ তাঁর কথায়, "গতবারে করোনাকালে যা অবস্থা হয়েছিল, সেই তুলনায় বিক্রি বাটা হচ্ছে এই বছর । তবে করোনা আবার ফিরে আশায় কী হবে বলা যাচ্ছে না ।"
অন্যদিকে, চন্দননগরের সোনা ব্যবসায়ী অমিত ঘোষ বলেন, "একে তো আন্তর্জাতিক বাজারের সোনার ব্যবসা খুবই খারাপ । তার উপর যেটুকু বাজার উঠছিল । আবার করোনায় অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখছি । এই পরিস্থিতিতে হাল খাতায় হাল ফেরার আশা দেখছি না ।"