ETV Bharat / state

ডিম পেয়েছে দু'জন, বাকিরা কেন পেল না? বিক্ষোভ অঙ্গনওয়াড়িতে

অভিযোগ, চলতি সপ্তাহের মঙ্গলবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয়নি ৷ ওই দিন ডিম রান্নার কথা ছিল ৷ কিন্তু রান্না না হওয়ায় শুধুমাত্র দুই গ্রামবাসীকে ডিম দেওয়া হয় ৷ কিন্তু বাকিদের দেওয়া হয়নি ৷ এতেই ক্ষুব্দ গ্রামবাসীরা গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম চাইতে যায় ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ও বচসা ৷ সম্বরি মুর্মু নামে এক গ্রামবাসীকে অঙ্গনওয়াড়ির এক শিক্ষিকা মারধর করে বলে অভিযোগ ৷

পাণ্ডুয়ার গোপালনগরের অঙ্গনওয়াড়ি
author img

By

Published : Aug 22, 2019, 2:31 PM IST

পাণ্ডুয়া, 22 অগাস্ট: ডিম চাওয়ায় এক অভিভাবককে মারধরের অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ির শিক্ষিকার বিরুদ্ধে ৷ ওই শিক্ষিকার নাম ছায়া শীল ৷ পাণ্ডুয়ার গোপালনগরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷ গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী না আসায় রান্না হয়নি ৷ অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ির শিক্ষিকা ছায়া শীল কয়েকজনকে ডিম দিলেও বাকিদের দেননি ৷ এরপরেই গন্ডগোলের সূত্রপাত ৷ গ্রামের অন্য মহিলারাও তাদের সন্তানদের জন্য ডিম চাইতে আসেন ৷ কিন্তু ডিম দেওয়া হয়নি ৷ উপরন্তু সম্বরি মুর্মু নামে এক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ তাঁর কোলে থাকা শিশুও পড়ে গিয়ে আহত হয় ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছায়া ৷ পালটা অভিযোগ, গ্রামবাসীরা তাঁকে মারধর করেছেন ৷ জানান, কাউকেই ডিম দেননি । ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের ৷ ঘটনাস্থানে যায় পাণ্ডুয়া থানার পুলিশ ।

চলতি সপ্তাহের মঙ্গলবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয়নি ৷ ওই দিন ডিম রান্নার কথা ছিল ৷ কিন্তু রান্না না হওয়ায় শুধুমাত্র দুই গ্রামবাসীকে ডিম দেওয়া হয় ৷ কিন্তু বাকিদের দেওয়া হয়নি ৷ ক্ষুব্ধ গ্রামবাসীরা গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম চাইতে যান ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ও বচসা ৷ সম্বরি মুর্মু নামে এক গ্রামবাসীকে মারধর করে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ছায়ার বিরুদ্ধে ৷ সম্বরির কোলে থাকা শিশুও পড়ে গিয়ে চোট পায় ৷ ঘটনাস্থানে আসে পাণ্ডুয়া থানার পুলিশ ।

গ্রামবাসী নমিতা সাঁতরার অভিযোগ, মঙ্গলবার খিচুরি আনতে যান তাঁর স্বামী ৷ ওই দিন ডিম রান্নার হওয়ারও কথা ছিল ৷ শিক্ষিকা ছায়া শীল তাঁর স্বামীকে জানান, সহকর্মী না আসায় স্কুলে রান্না হয়নি । পরে তাঁরা জানতে পারেন গ্রামের দু'জনকে শুধুমাত্র ডিম দেওয়া হয়েছিল ওই দিন । গতকাল বিষয়টি জানতে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান তাঁরা ৷ কেন শুধুমাত্র দু'জনকে ডিম দেওয়া হল, বাকিদের দেওয়া হল না তা জানতে চান ৷ বিষয়টি নিয়ে বচসা বাধে ছায়ার সঙ্গে ৷ তা পরে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে গড়ায় ৷

পাণ্ডুয়া, 22 অগাস্ট: ডিম চাওয়ায় এক অভিভাবককে মারধরের অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ির শিক্ষিকার বিরুদ্ধে ৷ ওই শিক্ষিকার নাম ছায়া শীল ৷ পাণ্ডুয়ার গোপালনগরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷ গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী না আসায় রান্না হয়নি ৷ অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ির শিক্ষিকা ছায়া শীল কয়েকজনকে ডিম দিলেও বাকিদের দেননি ৷ এরপরেই গন্ডগোলের সূত্রপাত ৷ গ্রামের অন্য মহিলারাও তাদের সন্তানদের জন্য ডিম চাইতে আসেন ৷ কিন্তু ডিম দেওয়া হয়নি ৷ উপরন্তু সম্বরি মুর্মু নামে এক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ তাঁর কোলে থাকা শিশুও পড়ে গিয়ে আহত হয় ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছায়া ৷ পালটা অভিযোগ, গ্রামবাসীরা তাঁকে মারধর করেছেন ৷ জানান, কাউকেই ডিম দেননি । ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের ৷ ঘটনাস্থানে যায় পাণ্ডুয়া থানার পুলিশ ।

চলতি সপ্তাহের মঙ্গলবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয়নি ৷ ওই দিন ডিম রান্নার কথা ছিল ৷ কিন্তু রান্না না হওয়ায় শুধুমাত্র দুই গ্রামবাসীকে ডিম দেওয়া হয় ৷ কিন্তু বাকিদের দেওয়া হয়নি ৷ ক্ষুব্ধ গ্রামবাসীরা গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম চাইতে যান ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ও বচসা ৷ সম্বরি মুর্মু নামে এক গ্রামবাসীকে মারধর করে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ছায়ার বিরুদ্ধে ৷ সম্বরির কোলে থাকা শিশুও পড়ে গিয়ে চোট পায় ৷ ঘটনাস্থানে আসে পাণ্ডুয়া থানার পুলিশ ।

গ্রামবাসী নমিতা সাঁতরার অভিযোগ, মঙ্গলবার খিচুরি আনতে যান তাঁর স্বামী ৷ ওই দিন ডিম রান্নার হওয়ারও কথা ছিল ৷ শিক্ষিকা ছায়া শীল তাঁর স্বামীকে জানান, সহকর্মী না আসায় স্কুলে রান্না হয়নি । পরে তাঁরা জানতে পারেন গ্রামের দু'জনকে শুধুমাত্র ডিম দেওয়া হয়েছিল ওই দিন । গতকাল বিষয়টি জানতে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান তাঁরা ৷ কেন শুধুমাত্র দু'জনকে ডিম দেওয়া হল, বাকিদের দেওয়া হল না তা জানতে চান ৷ বিষয়টি নিয়ে বচসা বাধে ছায়ার সঙ্গে ৷ তা পরে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে গড়ায় ৷

Intro:স্কুলে মিডে মিলে দুর্নীতির পর অঙ্গন ওয়ারিতে বাচ্চাদের খাওয়া নিয়ে গন্ডগোল।শিক্ষিকার কাছে ডিম চাওয়ায় মারধরের অভিযোগ অভিভাবক ও শিশুকে।ঘটনা পান্ডুয়ার গোপালনগরের অঙ্গনারী কেন্দ্রের।গতকাল অঙ্গনওয়ারী কর্মী না আসায় রান্না হয়নি।অভিযোগ শিক্ষিকা কয়েকজনকে ডিম দিলেও বাকিদের না দেওয়ায় গন্ডগোল শুরু হয়।আজ ডিম চাওয়াকে কেন্দ্র করে ধাক্কায় সম্বরি মূর্মু নামে।ঐ মহিলার কোলের শিশু পরে গিয়ে আহত হয়।শিক্ষিকা ছায়া শীল অবশ্য ডিম দেওয়া কথা অস্বীকার করেন।পাল্টা অভিযোগ তাকেও মারধর করেছে গ্রামবাসীরা।কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে জানান হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও।ঘটনাস্থানে পাণ্ডুয়া থানার পুলিশ।

অভিযোগ মঙ্গলবার অঙ্গনওয়ারী রান্না না হওয়াই দুই গ্রামবাসীকে ডিম দিয়ে দেয়া হয়।এতে ক্ষুব্দ গ্রামবাসীরা বুধবার অঙ্গনারী কেন্দ্রে গিয়ে ডিম চাইতে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি ও বচসা।প্রধান শিক্ষিকাকে ঘরে তালা বন্ধ করে রাখার হুমকি দেয়। এরপরে শিক্ষিকা তাদেরকে মারধর করে ও ধাক্কা দেয়াও অভিযোগ ওঠে অঙ্গনওয়ারী কেন্দ্রের শিক্ষিকা ছায়া শীলের বিরুদ্ধে । এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থানে আসে পান্ডুয়া থানার পুলিশ।মিড ডে মিল নিয়ে যখন তোলপাড় চলছে গোটা জেলায়, তখন পান্ডুয়ার গোপালনগর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিল নিয়ে মারধরের অভিযোগ উঠল।
গ্রামের বাসিন্দা নমিতা সাঁতরার অভিযোগ,গতকাল খিচুরি আনতে যান তার স্বামী,দিদিমনি ছায়া শীল জানান হেল্পার না আসায় মিড ডে মিল রান্না হয়নি।আজ তারা জানতে পারেন দুজনকে কাঁচা ডিম দেওয়া হয়েছিল।আজ তা নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে জানতে চান কয়েকজন গ্রামবাসী।তাতেই গন্ডগোল বাঁধে।Body:WB_HGL_PANDUA ANGANWARI PROBLEM_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.