চুচুঁড়া, 25 সেপ্টেম্বর : সম্পত্তি নিয়ে দুই পক্ষের গন্ডগোল ৷ জখম 20 । আহতদের প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আজ সকালে সম্পত্তিগত বিষয় নিয়ে আলোচনার কথা ছিল । সেই অনুযায়ী মাইকে প্রচার চলছিল । অভিযোগ, মসজিদের বর্তমান সম্পাদক আতাউর রহমান আনিসকে না জানিয়েই প্রচার চালায় প্রাক্তন সদস্য শেখ মইনুদ্দিনের দলবল । যার কারণে ঝামেলা তার থেকে সংঘর্ষ ও মারধর । তাতেই জখম দু'পক্ষের 20 জনের অধিক লোকজন । পরে পান্ডুয়া থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযোগ ভাঙচুর করা হয় আতাউর রহমানের বাড়ি ৷ গাড়ির কাঁচ ।
আতাউর রহমানের মেয়ে বলেন, দীর্ঘদিন ধরেই এই মসজিদে দুর্নীতি চলছিল । পূর্বের যে সম্পাদক সেও এই দুর্নীতির সঙ্গে যুক্ত । আমার আব্বা এই দুর্নীতি ধরে ফেলার জন্যই এই আক্রোশ থেকেই সংঘর্ষ হয়েছে । প্রাক্তন তৃণমূল সদস্য শেখ মইনুদ্দিন অভিযোগ, "এই আতাউর রহমান মসজিদে বেশ কিছু গাছ ও অর্থ আত্মসাৎ করেছে । আর সেই হিসেবের জন্য আমরা বারে বারে জানিয়েছিলাম । "