ETV Bharat / state

Asit Majumder: মাস্ক পরতে অস্বীকার করায় মারমুখী চুঁচুড়ার বিধায়ক

মাস্ক পরতে না চাওয়ায় এক বৃদ্ধকে মারতে উদ্যোত হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ৷ আজ চুঁচুড়া পৌরসভার 15নং ওয়ার্ডে জনসচেতনার জন্য যান তিনি ৷ সেখানেই একটি চায়ের দোকানে ওই বৃদ্ধ বসেছিলেন ৷ তাঁকে মাস্ক দিতে গেলে তিনি তা নিতে এবং পরতে অস্বীকার করেন ৷

chinsurah-mla-asit-majumdar-going-to-beat-a-person-for-refused-to-wear-mask-in-hooghly
মাস্ক পরতে অস্বীকার করায় মারমুখী চুঁচুড়ার বিধায়ক
author img

By

Published : Sep 23, 2021, 7:46 PM IST

চুঁচুড়া (হুগলি), 23 সেপ্টেম্বর : মাস্ক পরতে অস্বীকার করায় এক বৃদ্ধকে মারতে উদ্যোত হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ চুঁচুড়া পৌরসভার 15নং ওয়ার্ড করোনা সংক্রমণের জন্য কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷ তাই ওই এলাকায় নাগরিক সচেতনতার জন্য প্রচার অভিযানে বেরন বিধায়ক ৷ তিনি এবং তাঁর সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীরা পথচলতি লোকজন এবং দোকানদারদের মাস্ক বিলি করছিলেন ৷ একটি চায়ের দোকানে সবাই মাস্ক ছাড়া বসে ছিলেন ৷ তাঁদেরও মাস্ক দিতে যান বিধায়ক ৷ অভিযোগ সেখানে এক বৃদ্ধ মাস্ক না পরে ছিলেন ৷ তাঁকে মাস্ক দিতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন ৷ বিধায়ক তাঁকে জোর করে মাস্ক পরাতে গেল, তিনি বাধা দেন ৷ এর পরেই বিধায়ক অসিত মজুমদার ওই বৃদ্ধকে মারতে উদ্যোত হন বলে অভিযোগ ৷

তবে, বিধায়ক অসিত মজুমদার তাঁকে শুধুই মারতে উদ্যোত হয়েই থেমে যাননি ৷ অভিযোগ উঠেছে, বিধায়ক এবং তাঁর লোকজন ওই বৃদ্ধকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ৷ এই ঘটনায় বিধায়কের ভূমিকার সমালোচনা করেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি, ওই বৃদ্ধ মাস্ক পরতে অস্বীকার করায় অন্যায় করেছেন ৷ কিন্তু, একজন জনপ্রতিনিধি হিসেবে অসিতবাবুরও ওই আচরণ শোভা পায় না ৷ আর তাঁকে দেখেই সেখানে উপস্থিত অন্যান্যরা ওই বৃদ্ধের উপর চড়াও হতে যান ৷ ফলে বিষয়টি কখনই সমর্থনযোগ্য নয় বলে মত স্থানীয়দের ৷

আরও পড়ুন : Lovely Maitra: সোনারপুরের ত্রাণ শিবিরে রান্না করলেন বিধায়ক লাভলি মৈত্র

এ নিয়ে বিধায়ক অসিত মজুমদারের সমালোচনা করেছেন হুগলির বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ ৷ তিনি বলেন, ‘‘ওই এলাকাটা কনটেনমেন্ট জোন । উনি ওখানে কি মানুষকে সচেতন করতে গিয়েছিলেন ? নাকি করোনা ছড়াতে গিয়েছিলেন ? কন্টেনমেন্ট এলাকায় একাধিক তৃণমূল নেতা ও কর্মী সমর্থকদের নিয়ে কী করছিলেন উনি ? ওখানে চায়ের দোকানে একজন বৃদ্ধ চা খেতে গেছেন ৷ সেই অবস্থায় তাঁকে জোর জবরদস্তি মাস্ক পড়াতে হবে ৷ ওই মুহূর্তে তিনি অস্বীকার করায় তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন ও মারধরের হুমকি দেন ৷ ভাবা যায় না একজন বিধায়ক কীভাবে এই কাণ্ডকারখানা ঘটান ৷’’

মাস্ক পরতে অস্বীকার করায় মারমুখী চুঁচুড়ার বিধায়ক

আরও পড়ুন : Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

যদিও নিজের আচরণের জন্য কোনও অনুশোচনা নেই অসিত মজুমদারের ৷ তিনি বলেন, ‘‘বিজেপি কী বলল, তার উপরে নির্ভর করে আমরা চলি না ৷ বিজেপি বাংলার রক্ষাকর্তা নয় ৷ বাংলার রক্ষাকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ৷ আমরা করোনাবিধি মানার জন্য প্রচার করছি ৷ ভাঙার জন্য নয় ৷ একটা অসভ্য অসচেতন লোক সভ্য সমাজকে নষ্ট করলে, তাঁকে ধমকাতে হয় ৷ ছেলে মেয়ে যদি উশৃঙ্খল হয়, তাদের বোঝাতে হবে ৷ একজনের জন্য দু’হাজার মানুষ করোনা আক্রান্ত হবে এটা মানা যাবে না ৷’’

আরও পড়ুন :North Bengal OSD: উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের উপর জুলুমের অভিযোগ

চুঁচুড়া (হুগলি), 23 সেপ্টেম্বর : মাস্ক পরতে অস্বীকার করায় এক বৃদ্ধকে মারতে উদ্যোত হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ চুঁচুড়া পৌরসভার 15নং ওয়ার্ড করোনা সংক্রমণের জন্য কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷ তাই ওই এলাকায় নাগরিক সচেতনতার জন্য প্রচার অভিযানে বেরন বিধায়ক ৷ তিনি এবং তাঁর সঙ্গে থাকা অন্যান্য তৃণমূল কর্মীরা পথচলতি লোকজন এবং দোকানদারদের মাস্ক বিলি করছিলেন ৷ একটি চায়ের দোকানে সবাই মাস্ক ছাড়া বসে ছিলেন ৷ তাঁদেরও মাস্ক দিতে যান বিধায়ক ৷ অভিযোগ সেখানে এক বৃদ্ধ মাস্ক না পরে ছিলেন ৷ তাঁকে মাস্ক দিতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন ৷ বিধায়ক তাঁকে জোর করে মাস্ক পরাতে গেল, তিনি বাধা দেন ৷ এর পরেই বিধায়ক অসিত মজুমদার ওই বৃদ্ধকে মারতে উদ্যোত হন বলে অভিযোগ ৷

তবে, বিধায়ক অসিত মজুমদার তাঁকে শুধুই মারতে উদ্যোত হয়েই থেমে যাননি ৷ অভিযোগ উঠেছে, বিধায়ক এবং তাঁর লোকজন ওই বৃদ্ধকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ৷ এই ঘটনায় বিধায়কের ভূমিকার সমালোচনা করেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি, ওই বৃদ্ধ মাস্ক পরতে অস্বীকার করায় অন্যায় করেছেন ৷ কিন্তু, একজন জনপ্রতিনিধি হিসেবে অসিতবাবুরও ওই আচরণ শোভা পায় না ৷ আর তাঁকে দেখেই সেখানে উপস্থিত অন্যান্যরা ওই বৃদ্ধের উপর চড়াও হতে যান ৷ ফলে বিষয়টি কখনই সমর্থনযোগ্য নয় বলে মত স্থানীয়দের ৷

আরও পড়ুন : Lovely Maitra: সোনারপুরের ত্রাণ শিবিরে রান্না করলেন বিধায়ক লাভলি মৈত্র

এ নিয়ে বিধায়ক অসিত মজুমদারের সমালোচনা করেছেন হুগলির বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ ৷ তিনি বলেন, ‘‘ওই এলাকাটা কনটেনমেন্ট জোন । উনি ওখানে কি মানুষকে সচেতন করতে গিয়েছিলেন ? নাকি করোনা ছড়াতে গিয়েছিলেন ? কন্টেনমেন্ট এলাকায় একাধিক তৃণমূল নেতা ও কর্মী সমর্থকদের নিয়ে কী করছিলেন উনি ? ওখানে চায়ের দোকানে একজন বৃদ্ধ চা খেতে গেছেন ৷ সেই অবস্থায় তাঁকে জোর জবরদস্তি মাস্ক পড়াতে হবে ৷ ওই মুহূর্তে তিনি অস্বীকার করায় তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন ও মারধরের হুমকি দেন ৷ ভাবা যায় না একজন বিধায়ক কীভাবে এই কাণ্ডকারখানা ঘটান ৷’’

মাস্ক পরতে অস্বীকার করায় মারমুখী চুঁচুড়ার বিধায়ক

আরও পড়ুন : Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

যদিও নিজের আচরণের জন্য কোনও অনুশোচনা নেই অসিত মজুমদারের ৷ তিনি বলেন, ‘‘বিজেপি কী বলল, তার উপরে নির্ভর করে আমরা চলি না ৷ বিজেপি বাংলার রক্ষাকর্তা নয় ৷ বাংলার রক্ষাকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ৷ আমরা করোনাবিধি মানার জন্য প্রচার করছি ৷ ভাঙার জন্য নয় ৷ একটা অসভ্য অসচেতন লোক সভ্য সমাজকে নষ্ট করলে, তাঁকে ধমকাতে হয় ৷ ছেলে মেয়ে যদি উশৃঙ্খল হয়, তাদের বোঝাতে হবে ৷ একজনের জন্য দু’হাজার মানুষ করোনা আক্রান্ত হবে এটা মানা যাবে না ৷’’

আরও পড়ুন :North Bengal OSD: উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের উপর জুলুমের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.