ETV Bharat / state

পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী টোটন, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

গতরাতে চুঁচুড়া ফার্ম সাইড থেকে টোটন সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে 12টি আগ্নেয়াস্ত্র ও 36 রাউন্ড কার্তুজ উদ্ধার করে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷

টোটন বিশ্বাস
author img

By

Published : Aug 25, 2019, 3:24 PM IST

চন্দননগর, 25 অগাস্ট : কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ ৷ টোটনের সঙ্গী আরও দু'জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ ৷ গতরাতে চুঁচুড়া ফার্ম সাইড থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয় ৷ টোটনের দুই সঙ্গীর নাম প্রবীর মণ্ডল ও কিশোর বিশ্বাস (লেবু) ৷ তাদের কাছ থেকে 12টি আগ্নেয়াস্ত্র ও 36 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷

arms
টোটন বিশ্বাস

হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাস ৷ হুমকি, তোলাবাজি ছাড়াও খুনের মামলায় সে জড়িত ৷ চুঁচুড়া ও সংলগ্ন এলাকার প্রমোটার ও ব্যবসায়ীদের হুমকি দিয়ে তোলা তোলার অভিযোগ রয়েছে টোটনের বিরুদ্ধে । ১২ জুলাই এক সঙ্গীর জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে চুঁচুড়ার রবীন্দ্রনগরে টোটনের ডেরায় জড়ো হয়েছিল হুগলি সহ বিভিন্ন জেলার কুখ্যাত দুষ্কৃতীরা ৷ সেখানে অভিযান চালায় পুলিশ ৷ কিন্তু, পুলিশ আসার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

তারপর থেকে নিয়মিত অভিযান চালাতে থাকে পুলিশ । অবশেষে গতরাতে পুলিশের জালে ধরা পড়ে টোটোন ও তার দুই সঙ্গী ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় 4টা 7mm, 5টা 9mm, 2টো ওয়ানশটার, 1 টা কারবাইন ও 36 রাউন্ড গুলি । আগেও একাধিকবার পুলিশের জালে ধরা পরেছিল টোটন ।

চন্দননগর, 25 অগাস্ট : কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ ৷ টোটনের সঙ্গী আরও দু'জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ ৷ গতরাতে চুঁচুড়া ফার্ম সাইড থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয় ৷ টোটনের দুই সঙ্গীর নাম প্রবীর মণ্ডল ও কিশোর বিশ্বাস (লেবু) ৷ তাদের কাছ থেকে 12টি আগ্নেয়াস্ত্র ও 36 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷

arms
টোটন বিশ্বাস

হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাস ৷ হুমকি, তোলাবাজি ছাড়াও খুনের মামলায় সে জড়িত ৷ চুঁচুড়া ও সংলগ্ন এলাকার প্রমোটার ও ব্যবসায়ীদের হুমকি দিয়ে তোলা তোলার অভিযোগ রয়েছে টোটনের বিরুদ্ধে । ১২ জুলাই এক সঙ্গীর জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে চুঁচুড়ার রবীন্দ্রনগরে টোটনের ডেরায় জড়ো হয়েছিল হুগলি সহ বিভিন্ন জেলার কুখ্যাত দুষ্কৃতীরা ৷ সেখানে অভিযান চালায় পুলিশ ৷ কিন্তু, পুলিশ আসার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

তারপর থেকে নিয়মিত অভিযান চালাতে থাকে পুলিশ । অবশেষে গতরাতে পুলিশের জালে ধরা পড়ে টোটোন ও তার দুই সঙ্গী ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় 4টা 7mm, 5টা 9mm, 2টো ওয়ানশটার, 1 টা কারবাইন ও 36 রাউন্ড গুলি । আগেও একাধিকবার পুলিশের জালে ধরা পরেছিল টোটন ।

Intro:কুখ্যাতি দুষ্কৃতী টোটন বামাল সমেত গ্রেফতার তিন।12টি আগ্নেয়াস্ত্র ও 36 রাউন্ড কার্তুজ উদ্ধার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ।এর আগে থেকেই চুঁচুড়া রবীন্দ্রনগরে টোটন কে ধরার জন্য দফায় দফায় রেকি করছিল পুলিশ।গতকাল রাতে চুঁচুড়া ফার্ম সাইড থেকে টোটন বিশ্বাস,প্রবীর মন্ডল ও কিশোর বিশ্বাস ( লেবু)কে ধরে পুলিশ।তাদের কাছ থেকে উদ্ধার হয় 4টে 7mm, 5টা 9mm, 2 টো ওয়ান সটার, 1 টা কারবাইন, 36 রাউন্ড গুলি।
হুগলির কুখ্যাত দুষ্কৃতি টোটন বিশ্বাস একাধিক খুনের কেসে জড়িয়ে।হুমকি তোলা বাজি চুঁচুড়া শহর জুড়ে আতঙ্ক করে রেখে ছিল।শহর জুড়ে অপরাধ মূলক কাজকর্ম বাড়ায় চন্দননগর কমিশনারেটের পুলিশ উদ্যোগী হয়।গত ১২ জুলাই চুঁচুড়া রবীন্দ্রনগরে টোটনের ডেরায় তার এক সঙ্গির জন্মদিনের অনুষ্ঠানে দুষ্কৃতিরা জড়ো হবে খবর পেয়ে হানা দেয় পুলিশ।ACP1 জস্প্রীত সিংয়ের নেতৃত্বে রবীন্দ্র নগরে পুলিশ বাহিনী যায়।গোটা রবীন্দ্র নগর এলাকায় CCTV ক্যামেরা লাগানো থাকায় আভাস পেয়ে যায় টোটন রা।আলো নিভিয়ে দিয়ে পুলিশকে লক্ষ করে গুলি চালায় টোটনের দলবল।পাল্টা জবাব দেয় পুলিশও গুলি চালায়।ঘটনার পরদিন পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে চুঁচুড়া রবীন্দ্র নগর কোদালিয়া চুঁচুড়া স্টেশন রোড ও হুগলি স্টেশন রোডে দোকান বাজার বন্ধ করে দেয় টোটন বাহিনী।জিটি রোডে টায়ার দিয়ে আগুন জ্বেলে চলে অবরোধ।পুলিশ কমিশনার হুমায়ূন কবীর বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে অবরোধ হটায়।পরে রবীন্দ্র নগরে টোটনের বাড়িতে হানা দেয় ।টোটন বন্ধ বাড়িতে ও সুপারি কারখানা তালা ভেঙে ঢোকে।তবে সেদিন টোটনের নাগাল পায়নি।তার পর থেকে প্রতি রাতেই হানা দিতে থাকে পুলিশ।অবশেষে চুঁচুড়া রাইস রিসার্চ ফার্ম থেকে টোটোন ও তার দুই সঙ্গীকে প্রবীর মন্ডল ও কিশোর বিশ্বাস(লেবু) গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটা কারবাইন সহ ১২ টা আগ্নেয়াস্ত্র।৩৬ রাউন্ড গুলি।টোটোন বিশ্বাসের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক খুন তোলাবাজি ভয় দেখানোর অভিযোগ রয়েছে।হুগলি চুঁচুড়া শহর শহরের বাইরে প্রমোটার থেকে ব্যবসায়ীরা তার তোলাবাজির স্বাকীর,ভয়ে কেউ মুখ খুলতে চায় না।আগেও একাধিকবার পুলিশের জালে ধরা পরেছে সে।জেল থেকে বেরিয়ে ও যায় ।Body:WB_HGL_CHUCHURA CRIMINAL ARREST_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.