ETV Bharat / state

কোন্নগরে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের - কোন্নগরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান

কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় একই বাড়িতে থাকেন দুই ভাই অমিত সিং ও নীরজ সিং । বড়বাজারে তাঁদের কাপড়ের ব্যবসা আছে । আজ সকালে তাঁদের বাড়িতে সিবিআই ও সিআরপিএফ যৌথভাবে তল্লাশি চালায় ।

asd
asd
author img

By

Published : Dec 31, 2020, 12:07 PM IST

Updated : Dec 31, 2020, 1:48 PM IST

কোন্নগর, 31 ডিসেম্বর : আজ সকালে হুগলির কোন্নগরে দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাল সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাঁচ সদস্যের একটি দল ওই দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় । জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের ।

কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় একই বাড়িতে থাকেন দুই ভাই অমিত সিং ও নীরজ সিং । বড়বাজারে তাঁদের কাপড়ের ব্যবসা আছে । আজ সকালে তাঁদের বাড়িতে সিবিআই ও সিআরপিএফ যৌথভাবে তল্লাশি চালায় ।

সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডের সঙ্গের জড়িত থাকার অভিযোগ উঠেছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে । সেই সূত্র ধরেই তাঁদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ।

তিনবার সমন পাঠানোর পরও সিবিআইয়ের ধরাছোঁয়ার বাইরে অনুপ মাঝি ওরফে লালা । তবে সে বেপাত্তা হলেও তার সঙ্গে যে ইসিএল, সিআইএসএফ এবং রেলের একাংশের কর্মীদের মধ্যে কয়লা পাচার নিয়ে যে যোগাযোগ ছিল, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে ।

কোন্নগরে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

সূত্রের খবর, গোরু পাচারকারী এনামুলের সঙ্গে যোগ ছিল লালার । এনামুলের বিভিন্ন গাড়ি ব্যবহার করে কয়লা পাচার করত লালা । পরে তারই এক সহকারীকে গ্রেপ্তার করে একটি ডায়েরি পায় সিবিআই । ওই ডায়েরি থেকে বেশ কয়েকটি নামও পাওয়া যায় । সেই অনুযায়ী বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় সিবিআই ।

ওই সূত্র ধরেই আজ কোন্নগরে তল্লাশি চালায় সিবিআই । বেশ কিছু কাগজও উদ্ধার করা হয়েছে । এর আগেও আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল এই দুই ব্যবসায়ীর বাড়িতে । তবে পরিবারের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।

এ প্রসঙ্গে কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব বলেন, "দুই ভাইয়ের কলকাতায় ব্যবসা আছে বলে জানি । তবে আজ কেন সিবিআই তল্লাশি চালিয়েছে সেই সম্পর্কে কিছু জানি না ।"

কোন্নগরের পাশাপাশি আজ সকাল থেকে রাজবিহারী, চেতলাসহ কলকাতার বিভিন্ন এলাকা এবং সালকিয়ায় কয়েকটি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা ।

কোন্নগর, 31 ডিসেম্বর : আজ সকালে হুগলির কোন্নগরে দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাল সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাঁচ সদস্যের একটি দল ওই দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় । জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের ।

কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় একই বাড়িতে থাকেন দুই ভাই অমিত সিং ও নীরজ সিং । বড়বাজারে তাঁদের কাপড়ের ব্যবসা আছে । আজ সকালে তাঁদের বাড়িতে সিবিআই ও সিআরপিএফ যৌথভাবে তল্লাশি চালায় ।

সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডের সঙ্গের জড়িত থাকার অভিযোগ উঠেছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে । সেই সূত্র ধরেই তাঁদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ।

তিনবার সমন পাঠানোর পরও সিবিআইয়ের ধরাছোঁয়ার বাইরে অনুপ মাঝি ওরফে লালা । তবে সে বেপাত্তা হলেও তার সঙ্গে যে ইসিএল, সিআইএসএফ এবং রেলের একাংশের কর্মীদের মধ্যে কয়লা পাচার নিয়ে যে যোগাযোগ ছিল, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে ।

কোন্নগরে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

সূত্রের খবর, গোরু পাচারকারী এনামুলের সঙ্গে যোগ ছিল লালার । এনামুলের বিভিন্ন গাড়ি ব্যবহার করে কয়লা পাচার করত লালা । পরে তারই এক সহকারীকে গ্রেপ্তার করে একটি ডায়েরি পায় সিবিআই । ওই ডায়েরি থেকে বেশ কয়েকটি নামও পাওয়া যায় । সেই অনুযায়ী বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় সিবিআই ।

ওই সূত্র ধরেই আজ কোন্নগরে তল্লাশি চালায় সিবিআই । বেশ কিছু কাগজও উদ্ধার করা হয়েছে । এর আগেও আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল এই দুই ব্যবসায়ীর বাড়িতে । তবে পরিবারের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।

এ প্রসঙ্গে কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব বলেন, "দুই ভাইয়ের কলকাতায় ব্যবসা আছে বলে জানি । তবে আজ কেন সিবিআই তল্লাশি চালিয়েছে সেই সম্পর্কে কিছু জানি না ।"

কোন্নগরের পাশাপাশি আজ সকাল থেকে রাজবিহারী, চেতলাসহ কলকাতার বিভিন্ন এলাকা এবং সালকিয়ায় কয়েকটি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা ।

Last Updated : Dec 31, 2020, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.